আলোচনা নোট - ক্যারিয়ারঃ আপনার ভবিষ্যত সম্পর্কে আপনার চিন্তা

(এই লেখাটি সে সব ছাত্রছাত্রীদের জন্য, যারা কাতারে বিভিন্ন প্রতিষ্ঠানে পড়ালেখা করছেন)


➧ ক্যারিয়ার কি?
⧫ ক্যারিয়ার মানে মস্তিষ্কের চিন্তাকে কাজে লাগিয়ে নিজে উপকার মানবজাতির উপকারের চিন্থা ভাবনা।
⧫ ক্যারিয়ার মানে আনুষ্ঠানিক শিক্ষা বা প্রশিক্ষণের মাধ্যমে নিজের উন্নতি এবং মানবতার উন্নতি।

➧ ক্যারিয়ারের উদাহরণঃ 
⧫ কৃষকের জন্য তা কৃষি হলো একটি পেশা মাত্র। কিন্তু কৃষিবিদের জন্য একটা ক্যারিয়ার।

➧ ক্যারিয়ারের আভিধানিক অর্থঃ 
⧫ জীবনের পথে অগ্রহতি, জীবনায়ন, বিকাশক্রম, জীবিকা অর্জনের উপায় বা বৃত্তি ইত্যাদি।

➧ ক্যারিয়ারের সংগাঃ 
⧫ শিক্ষা বা প্রশিক্ষণের ভিত্তিতে অর্জিত এমন এক কর্ম যেখানে ব্যক্তির সমগ্র কর্মজীবনে গুণগত এবং অভিজ্ঞতা সম্পর্কিত উত্তরোত্তর সমৃদ্ধি আসে, দায়িত্বের ব্যাপকতা বৃদ্ধি পায় এবং জীবন যাপনের পর্যাপ্ত অর্থের নিশ্চয়তা থাকে।

➧ আমার ব্যক্তিগত বিবেচনায় ক্যারিয়ারঃ 
⧫ শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে ব্যক্তিকে সকল ক্ষেত্রে উন্নতির ঈর্ষনীয় পর্যায়ে নিয়ে আসার নাম ক্যারিয়ার।
⧫ পিতামাতার ভাল সন্তান হওয়া ক্যারিয়ার।
⧫ পাড়ার আদর্শ স্থানীয় ছেলে হওয়া ক্যারিয়ার।
⧫ স্কুলের মেধাবী ছাত্র হওয়া ক্যারিয়ার।
⧫ স্কুলে বা এলাকায় সমাজ সেবা আর সংস্কৃতি চর্চা কিংবা খেলাধুলায় সবার শীর্ষে অবস্থান করা ক্যারিয়ার।
⧫ সংগঠনের সবচেয়ে ভাল সংগঠক হওয়া ক্যারিয়ার।
⧫ অফিসে ভাল কর্মচারী হওয়া ক্যারিয়ার।
⧫ অফিসকে নিজের মতো করে পরিচালনা করা হলো ক্যারিয়ার।
⧫ অফিসে বস হিসাবে একজন প্রিয় ব্যক্তি হওয়া ক্যারিয়ার।
⧫ গরীবের ছেলে প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখা হলো ক্যারিয়ার।
⧫ এতিম অনাথ যুবকের পারস্য বিজয়ের স্বপ্ন দেখানো ক্যারিয়ার।
⧫ তরমুজ বিক্রেতা থেকে তুরস্কের প্রেসিডেন্ট হওয়ার মতো কাজ করার নাম ক্যারিয়ার।

➧ ক্যারিয়ার কি জন্য?
⧫ কর্মজীবনে কর্মক্ষেত্রে নেতৃত্ব দেয়ার জন্য।
⧫ দুনিয়া ও আখেরাতের কল্যাণের জন্য।

➧ ক্যারিয়ারের ধরণ?
⧫ শিক্ষকতা।
⧫ ডাক্তার।
⧫ আইটি ইঞ্জিনিয়ার।
⧫ ইঞ্জিনিয়ার।
⧫ রাজনীতিবিদ।
⧫ দায়ী।
⧫ ব্যবসায়ী।

➧ আপনি কোন ধরণের ক্যারিয়ারের অধিকারী হবেন?
⧫ আপনার ক্যারিয়ার হবে আপনার জীবনের লক্ষ্য অনুপাতে।
⧫ আপনি যদি কাতারে একটা ভাল চাকুরী চান, আর তার বেতনের পরিমান হয় ১০ হাজার রিয়াল-তাহলে আপনি কাতারে না থাকাই উত্তম।
⧫ কাতারে পড়ালেখা করেছেন বা কাতারে জন্ম নিয়েছেন এমন ব্যক্তি ২০ বা ২৫ হাজার রিয়ালের কমে চাকুরী করবেন এমন হওয়া উচিত নয়।
⧫ আপনি চাকুরী করবেন না চাকুরী দেবেন, তা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।
⧫ আপনি চাকুরী করার চেয়ে চাকুরী দেয়াই ভাল। কারণ চাকুরী করলে আপনি বেতন পাবেন-তথা আপনার জন্য আপনি রোযগার করবেন। আপনি চাকুরী দিলে মানুষ আপনার জন্য রোযগার করে দেবে।
⧫ আপনি চাকুরী করলে সময়ের নিয়ন্ত্রনে আপনি হবেন। আপনি চাকুরী দিলে সময় আপনি নিয়ন্ত্রন করবেন।
⧫ আপনি যে ধরনের ক্যারিয়ারই নেন না কেন, সব সময় মনে রাখতে হবে যে, আপনি আল্লাহর গোলাম। আপনি একজন দায়ী।

➧ ক্যারিয়ার কিভাবে গঠন করবো?
⧫ ভাল ছাত্র হতে হবে।
⧫ ভাল ছেলে হতে হবে।
⧫ ওহীর জ্ঞানে সমৃদ্ধ হতে  হবে।
⧫ আত্ম সমালোচনায় অভ্যস্ত হতে হবে।
⧫ সমাজ ও দেশ সম্পর্কে ধারণা থাকতে হবে। সামাজিক ও জাতীয় সমস্যা সম্পর্কে আইডিয়া থাকতে হবে।
⧫ পাড়া পড়শী ও সমাজের মানুষের সাথে সম্পর্ক থাকতে হবে। সকলের ভাল বন্ধু হতে হবে।
⧫ সমবয়সীদের নেতৃত্ব প্রদানের মানসিকতা থাকতে হবে।
⧫ সময়টাকে নিজের নেতৃত্বে নিয়ে আসতে হবে।
⧫ বিবেকের পক্ষে চলতে হবে। বিবেক বাঁধা দেয় এমন সকল কাজ পরিহার করে চলতে হবে।

Post a Comment

0 Comments