প্রশ্নোত্তর – তাফহীমুল কুরআন – সূরা ইউসুফ


প্রশ্নোত্তরঃ তাফহীমুল কুরআন – সূরা ইউসুফ

1.   কত বছর বয়সে ইউসুফ আ. কে গোলাম হিসাবে বিক্রি করা হয়?

উত্তরঃ ১৭ বছর বয়সে।

2.  ইয়াকুবের আ. কত জন স্ত্রী ছিল?

উত্তরঃ ৪ জন।

3.  ইয়াকুবের আ. কত জন ছেলে ছিল?

উত্তরঃ ১২ জন।

4.  ফিলিস্তিনে ইয়াকুবের আ. আবাস স্থল কোথায় ছিল?

উত্তরঃ হিবরুন। বর্তমানে আল খাইল উপত্যকা।

5.  হযরত ইসহাক ও ইবরাহীম আ. এর আবাস কোথায় ছিল?

উত্তরঃ হিবরুন / আল খাইল।

6.  হযরত ইউসুফ আ. জন্ম কত খ্রীঃ

উত্তরঃ খ্রীঃপৃর্ব ১৯০৬ সালের কাছা কাছি সময়ে।

7.  হযরত ইউসুফ কে যে কুয়ায় ফেলে দেয়া হয় তার বর্তমান নাম কি?

উত্তরঃ দূসান।

8.  যে কাফেলাটি হযরত ইউসুফ কে কুয়া থেকে তুলেছিল তারা কোথায হতে আসছিল এবং কোথায় যাচিছল?

উত্তরঃ পৃর্ব জর্দান থেকে এবং মিসরের দিকে  যাচিছল।

9.  ইউসুফ আ. যখন কুয়ায় ফেলে দেয়া হয় তখন মিসরে কততম রাজ পরিবারের শাসন ছিল?

উত্তরঃ ১৫তম

10. রাখাল রাজ পরিবার কত সালে কোথায় হতে মিসরে এসেছিল?

উত্তরঃ খৃষ্টপৃর্ব ২০০০ বছরের কাছা কাছি সময় এরা ফিলিস্তিন ও সিরিয়া থেকে মিসরে গিয়ে দেশের শাসন কর্তৃত্ব দখল করেছিল।

11.  ঐতিহাসিকগণ রাখাল রাজপরিবার কে কি নামে আখ্যায়িত করেছিল?

উত্তরঃ আমালীক।

12. রাখাল রাজন্যবর্গ কে মিসরীয়রা কোন পর্যায়ের লোক ভাবত?

উত্তরঃ বিদেশী হানাদার।

13. রাখাল রাজত্বের কারণে কার উত্থানের সুযোগ হয়?

উত্তরঃ হযরত ইউসুফ আ. এর।

14. রাখাল রাজারা কাদের কে সাদরে গ্রহণ করেছিল? কোথায় বসতি স্থাপন করার সুযোগ করে দিয়েছিল?

উত্তরঃ বণী ঈসরাইলকে, দেশের সবচেয়ে উর্বর এলাকায়।

15. রাখাল রাজারা কতদিন মিসর শাসন করেছিল?

উত্তরঃ খৃষ্টপৃর্ব পঞ্চদশ শতকের শেষ পর্যন্ত।

16. রাখাল রাজাদের সময় মুলত কারা দেশের ক্ষমতা পরিচালনা করত?

উত্তরঃ বনী ঈসরাইল।

17. রাখাল রাজাদের শাসনের শেষ দিকে কি ধরনের আন্দোলনের সৃষ্টি হয়?

উত্তরঃ জাতীয়তাবাদী আন্দোলন।

18. জাতীয়তাবাদী আন্দোলনের ফলে মিসরে কোন ধরনের শাসনের অবসান ঘটে।

উত্তরঃ হিকসুম।

19. হিকসুম শাসনের অবসানের ফলে কতজন আমালীকাকে দেশ থেকে বাহির করে দেয়া হয়?

উত্তরঃ প্রায় আড়াই লাখ।

20.আমালীকা শাসনের অবসানের পর কারা দেশের শাসনভার গ্রহণ করে?

উত্তরঃ কিবতী বংশের।

21. হযরত ইউসুফের সমসাময়িক বাদশাকে কি নামে ডাকা হত?

উত্তরঃ আপোফিস।

22. ইউসুফের সমকালীন সম্রাটকে কুরআন মজীদে কি ফেরাউন নামে উল্লেখ করা হয়েছে?

উত্তরঃ না। বরং ফেরাউন মিসরের ধর্মীয় পরিভাষা।

23.হযরত ইউসুফের সমকালীন মিসরের রাজধানী কোথায় ছিল?

উত্তরঃ মমফিস / মনফ।

24. হযরত ইউসুফ কত বছর বয়সে মমফিসে পৌছেন?

উত্তরঃ ১৭/১৮ বছর বয়সে।

25.হযরত ইউসুফ আযীযে মিসরের বাড়ীতে কত বছর থাকেন?

উত্তরঃ ২/৩ বছর।

26. হযরত ইউসুফ কারাগারে কত বছর থাকেন?

উত্তরঃ ৮/৯ বছর।

27.হযরত ইউসুফ কত বছর বয়সে দেশের শাসক নিযুক্ত হন?

উত্তরঃ ৩০ বছর বয়সে।

28.হযরত ইউসুফ কত বছর বয়স পর্যন্ত মিসর শাসন করেন?

উত্তরঃ ৮০ বছর।

29. মিসরের যে স্থানে হযরত ইয়াকুব বসতি স্থাপন করেছেন বাইবেলে ঐ এলাকার নাম কি বলা হয়েছে?

উত্তরঃ জুশান বা গুশান।

30. বাইবেলের বর্ণনা মতে কত বছর বয়সে হযরত ইউসুফ আঃ ইন্তেকাল করেন?

উত্তরঃ ১১০ বছর।

31. সুরা ইউসুফের আয়াত ও রুকু সংখ্যা কত?

উত্তরঃ আয়াত ১১১, রুকু ১২

32.হযরত ইউসুফ আঃ প্রথম বার কি স্বপ্ন দেখেছিলেন?

উত্তরঃ চাঁদ, সূর্য ও এগারটি তারকা তাকে সিজদা করছে

33.  وكزلك يجتبيك ربك এর অর্থ কি

উত্তরঃ আর এভাবেই তোমর রব তোমাকে নবুওয়াত দান করবেন।

34.ইউসুফ আঃ এর সহোদর ভাইয়ের নাম কি?

উত্তরঃ বিন ইয়ামীন।

35. صبر جميل এর অর্থ কি?

উত্তরঃ ভাল সবর।

36.ছিয়ারাত এর অর্থ কি?

উত্তরঃ কাফেলা।

37.মদায়ানের সওদাগররা কত দিরহামে কার কাছে হযরত ইউসুফকে বিক্রি করে?

উত্তরঃ ২০ দিরহামে, ঈসমাঈলীদের কাছে।

38. মিসরে যে ব্যক্তি ইউসুফ কে কিনেছিল সে তার স্ত্রী কে কি উপদেশ দিয়েছিল?

উত্তরঃ ওকে ভালো ভাবে রেখ। হতে পারে সে আমদের উপকারে আসবে এবং আমরা তাকে পুত্র বানিয়ে নিব।

39.ইউসুফ আ. যখন পূর্ণ যৌবনে উপনীত হলেন, তখন আল্লাহ তাকে কি দান করলেন?

উত্তরঃ ফয়সালা করার শক্তি ।

40.যে ব্যক্তি ইউসুফ কে কিনেছিল বাইবেলে তার নাম কি?

উত্তরঃ পোটিফর।

41. যে ব্যক্তি ইউসুফ কে কিনেছিল কুরআনে তার নাম কি?

উত্তরঃ আযীয।

42. আযীয শব্দের অর্থ কি?

উত্তরঃ এমন ক্ষমতা সম্পন্ন ব্যক্তি যাকে প্রতিহত করা যেতে পারে না।

43.তালমুদের বর্ণনা অনুযায়ী আযীযে মিসরের স্ত্রীর নাম কি?

উত্তরঃ যালীখা।

44. আযীযে মিসর যখন ইউসুফ কে কিনেছিল তখন ইউসুফের বয়স কত ছিল?

উত্তরঃ ১৮ বছর।

45.পোটীকর সওদাগারের থেকে ইউসুফ কে কিনার সময় কি মন্তব্য করে ছিল?

উত্তরঃ এ ছেলে তো কোন গোলাম নয়, আমার মনে হয় তোমরা একে কোথাও থেকে চুরি করে এনেছ।

46. মা আ জাল্লাহ এর অর্থ কি?

উত্তরঃ আমি আল্লাহর আশ্রয় নিচিছ।

47.ফয়সালা করার শক্তিকে কুরআনের ভাষায় কি বলা হয়েছে?

উত্তরঃ হুকুম বা কর্তৃত্ব।

48.মাওঃ মওদুদী রাহি. এর মতে ইউসুফ আ. আমার রব বলতে কাকে বুঝিয়েছেন?

উত্তরঃ আল্লাহকে।

49. রব শব্দের অর্থ কি?

উত্তরঃ প্রভু।

50. বুরহান অর্থ কি?

উত্তরঃ দলীল।

51. ইসমতে আম্বিয়া বলতে কি বুঝায়?

উত্তরঃ নবীগনের নিষ্পাপ হওয়া।

52.শহরের মেয়েরা পরষ্পর কি বলাবলি করছিল?

উত্তরঃ আযীযের স্ত্রী একজন গোলামের প্রেমে পড়েছে।

53. কারাগারে ইউসুফের সাথে যে দু জন গিয়েছিল তারা কি স্বপ্ন দেখেছিল?

উত্তরঃ এক জন মদ তৈরী করতে দেখেছে, অন্যজন তার মাথায় রাখা রুটি পাখিদের খেতে দেখেছে।

54.ইউসুফকে যখন কারাগারে পাঠানো হয় তখন তার বয়স কত ছিল?

উত্তরঃ ২০/২১ বছর।

55. কারাগার থেকে যখন হযরত ইউসুফ আ. মুক্তি পান তখন তার বয়স কত?

উত্তরঃ ৩০ বছর।

56.ইউসুফের সাথে যে দু’জন  গোলাম কারাগারে প্রবেশ করেছিল তারা রাজদরবারে কি দায়িত্ব পালন করত?

উত্তরঃ একজন ছিল বাদশার রাজ দরবারের মদ পরিবেশকদের সর্দার, অন্যজন ছিল রাজকীয় রুটি প্রস্তুত কারকদের সর্দার।

57.  বাদশাহ কেন তার গোলামদ্বয়কে জেলে পাঠিয়ে ছিল?

উত্তরঃ একজনকে দাওয়াতের মজলিসে পরিবেশিত রুটির স্বাদ কম হওয়াতে, অন্যজনকে মদে রপাত্রে মাছি পাওয়ার কারণে।

58. ইউসুফ আ. এর নবুয়াতি মিশন কোথা থেকে শুরু হয়?

উত্তরঃ জেলখানা থেকে।

59.বাদশা কি স্বপ্ন দেখেছিল?

উত্তরঃ সাতটি মোটা গাভীকে সাতটি পাতলা গাভী খেয়ে ফেলেছে এবং সাতটি সবুজ শীষ ও সাতটি শুকনো শীষ।

60.ইয়াআছরুন অর্থ কি?

উত্তরঃ নিংড়ানো।

61. দ্বিতীয় বার যখন ইউসুফের ভায়েরা মিসরে যাচিছল তখন তাদের পিতা কি উপদেশ দিয়েছিল?

উত্তরঃ মিসরের রাজধানীতে এক দরজা দিয়ে প্রবেশ করোনা বরং বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করিও।

62. ইউসুফের ভাইয়েরা কোন পরিবারের সন্তান ছিল এবং চুরির ব্যাপারে তারা কোন আইনের কথা বলেছিল?

উত্তরঃ ইবরাহীম পরিবারের, ইবরাহিমী শরীয়াতের কথা বলেছিল।

63.ইবরাহিমী শরীয়াতে চোরের শাস্তির বিধান কি ছিল?

উত্তরঃ যার মাল চুরি করেছে তাকে তার দাসত্ব করতে হবে।

64. বাদশাহর দ্বীন বলতে কি বুঝায়?

উত্তরঃ বাদশাহর আইন।

65.হযরত ইউসুফ আ. তার ভাই বিন ইয়ামীন কে রাখার জন্য কি ধরনের কৌশল অবলম্বন করেছিলেন?

উত্তরঃ একটি পেয়ালা তার বস্তার মধ্যে রেখে দিয়েছিল।

66. মুহসিন অর্থ কি?

উত্তরঃ সৎ কর্মশীল।

67.আল্লাহপাক দুনিয়াতে নবীদের কেন পাঠিয়েছেন?

উত্তরঃ আল্লাহর আইন জারি করার জন্য।

68.মিসরের রাষ্ট্রীয় পর্যায়ে কি ধরনের আইন জারি ছিল?

উত্তরঃ সে দেশের বাদশার আইন।

69. চুরির ঘটনায় ইউসুফের সৎ ভাইদের প্রতিক্রিয়া দেখে ইউসুফ মনে মনে কি বলল?

উত্তরঃ তোমরা বড়ই বদ।

70. যুলাইখার স্বামীর নাম কি ছিল?

উত্তরঃ পোটিকর।

71. বিন ইয়ামীন কে চোর না বলে বলা হয়েছে যার কাছে আমরা আমাদের জিনিস পেয়েছি। শরীয়াতের পরিভাষায় একে কি বলা হয়?

উত্তরঃ তাওরীয়া।

72.তাওরীয়া অর্থ কি?

উত্তরঃ সত্য কে সুকৌশলে গোপন করা।

73. মিসরে আগমন কারী হযরত ইয়াকুব আ. এর পরিবারে সদস্য সদস্য সংখ্যা কত?

উত্তরঃ ৬৭ জন।

74.যখন ইয়াকুব আ. মিসরে আসেন তখন তার বয়স কত ছিল?

উত্তরঃ ১৩০ বছর।

75.  মিসরে আসার পর হযরত ইয়াকুব আ. কত বছর জীবিত ছিলেন?

উত্তরঃ ১৭ বছর।

76.বনী ঈসরাঈল কারা ছিল?

উত্তরঃ নবীদের সন্তান।

77.  অনারব মুসলমানদের কি নামে অভিহিত করা হয়?

উত্তরঃ মোহামেডান।

78.  সিজদার মূল উদ্দেশ কি?

উত্তরঃ শুধু মাত্র ঝুকে পড়া।


অন্যান্য সূরা ও বইয়ের উপর প্রশ্নোত্তর জানতে এখানে ক্লিক করুন।

Post a Comment

0 Comments