প্রশ্নোত্তর - ইসলামের পারিবারিক জীবন - আব্দুস শহীদ নাসিম

প্রশ্নোত্তর - ইসলামের পারিবারিক জীবন

১.পরিবার সংগঠনের প্রথম পদক্ষেপ কি?

উত্তরঃ বিয়ে

২.বিয়ে করা সুন্নাত না ফরজ?

উত্তরঃ সুন্নাত

৩. কেউ সম্পদশালী হলেও যদি তার স্ত্রী না থাকে তাহলে তাকে কি বলা হবে?

উত্তরঃ দরিদ্র

৪. কোনো নারী সম্পদ শালিনী হওয়া সত্বেও যদি তার স্বামী না থাকে তার অবস্থা কি?

উত্তরঃ মিসকিন

৫. কত জনকে বিয়ে করা হারাম?

উত্তরঃ ১৯ জনকে

৬. এমন মুমিন  স্ত্রী, যে হবে স্বামীর দ্বীন ও ঈমানের পক্ষে  সাহায্যকারী, তাকে কি বলা হয়েছে?

উত্তরঃ সর্বোত্তম সম্পদ

৭. দুনিয়ার সর্বোত্তম সমগ্রী কোনটি?

উত্তরঃ নেক চরিত্রের  স্ত্রী

৮.কোন  নারীকে কয়টি কারণে বিয়ে করা হয়?

উত্তরঃ ৪টি কারণে১.ধন সম্পদ থাকার কারণে ২.বংশ মর্যদার কারণে ৩. রূপ সৌন্দর্যের কারণে ৪.দ্বীনদারীর কারণে

৯.কোন নারীকে বিয়ের সময় ৪টি কারণের মধ্যে কোনটি কে প্রাধান্য দিতে বলা হয়েছে?

উত্তরঃ দ্বীনদারীকে

১০. বিধবার বিয়ের জন্য কোন ধরনের অনুমতি প্রয়োজন?

উত্তরঃ স্পষ্ট নির্দেশ

১১. বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের জন্যে যে ভোজের আয়োজন করে,তাকে কি বলে?

উত্তরঃ ওয়ালিমা

১২.নিকৃষ্টতম ওয়ালীমার ভোজ কোনটি?

উত্তরঃ যেখানে শুধু ধনীদের দাওয়াত দেওয়া হয়

১৩.মোহর কি মনে করে পরিশোধ করতে হবে?

উত্তরঃ ফরজ

১৪. নগদ অর্থ ছাড়া দ্রব্য সমগ্রীর মাধ্যমে মোহর আদায় হবে কি?

উত্তরঃ হবে

১৫. যদি কেউ মোহর দানের শর্তে বিয়ে করে, কিন্তু নিয়ত করে পরিশোধ না করে তবে সে কি?

উত্তরঃ যিনাকারী-ব্যভিচারী 

১৬. সর্বোত্তম পরিমাণের মোহর কোনটি?

উত্তরঃ যা পরিশোধ করা সহজ সাধ্য

১৭. স্ত্রীর উপর স্বামীর মৌলিক অধিকার কয়টি? ও কি কি?

উত্তরঃ ২টি ১.গোপন বিষয় সমূহের হিফাজত ২.আনুগত্য ও খেদমত লাভের অধিকার

১৮. নারী কোন চারটি কাজ করলে জান্নাতের যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবে?

উত্তরঃ ১. ফরজ নামাজ, ২.রোজা, ৩.সতীত্ব রক্ষা, ৪.স্বামীর আনুগত্য

১৯. তাকওয়ার পর মুমিনের সবেত্তম সম্পদ কোনটি?

উত্তরঃ নেক স্ত্রী, যে স্বামীর আদেশ মেনে চলে

২০. হালাল কাজ সমূহের মধ্যে আল্লাহর নিকট সবচাইতে অপছন্দনীয় কোনটি?

উত্তরঃ তালাক

২১. কোন মানুষকে সিজদা করার অনুমতি থাকলে কাকে সেজদা করার জন্যে রাসূল সা. নারীদেরকে নির্দেশ দিতেন?

উত্তরঃ স্বামীদের

২২. কার অনুমতি ছাড়া নারী নফল নামাজ, রোযা করতে পারবেনা?

উত্তরঃ স্বামীর

২৩. মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি?

উত্তরঃ আল্লাহর দাসত্ব ও আনুগত্য করা

২৪. কোন দু’জন নবীর স্ত্রীরা জাহান্নামে যাবে?

উত্তরঃ ১.হযরত নূহ আ.২.হযরত লূত আ.

২৫. সন্তান জম্মের  ৭তম দিনে কি কি করতে হয়?

উত্তরঃ ৩টি কাজ ১.আকীকা করা ২.নাম রাখা ৩.মাথা কামিয়ে ফেলা  

২৬. সন্তানের মাথা মুন্ডন করে, চুলের ওজন পরিমান রৌপ্য দান করা কি?

উত্তরঃ সুন্নত

২৭. সদ্যজাত শিশুকে মিষ্টিমুখ করানোকে হাদিছে কি বলে?

উত্তরঃ তাহনীক

২৮. পিতা-মাতা, সন্তানদের যা কিছু দান করে তার মধ্যে উত্তম কি?

উত্তরঃ নৈতিক চরিত্র ও শিষ্টাচার

২৯. আল্লাহ ও রাসুলের পরেই মানুষের উপর সব চাইতে বড় অধিকার কার?

উত্তরঃ পিতা-মাতার

৩০. পিতার চাইতে মায়ের অধিকার কত গুণ?

উত্তরঃ ৩ গুণ

৩১.নারী পুরুষ উভয়ের জন্য পর্দা করা কি?

উত্তরঃ ফরয

৩২. পিতা-মাতার মৃত্যুর পর কিভাবে তাদের কল্যাণ করা যায়?

উত্তরঃ ৪ ভাবে করা যায় ১.দোয়া ও ক্ষমা প্রার্থনা করে ২.ওয়াদা ও অসিয়ত পূর্ণ করে ৩.তাদের বন্ধু বান্ধবদের সম্মান করে ৪.তাদের আত্মীয়দের সাথে সু-সম্পর্ক রেখে

৩৩. কোন ৩টি সময় ঘরের লোকদের অনুমতি নিতে হবে?

উত্তরঃ  ১.এশার নামাজের  পরে ২.ফজর নামাজের পূর্বে ৩.দুপুরে বিশ্রামের সময়

৩৪.মহিলাদের সৌন্দর্য কত জনের সম্মুখে প্রকাশ করতে পারবে?

উত্তরঃ ১২ জন

৩৫.স্বামীর নিকট আত্মীয়রা কিসের সমতুল্য?

উত্তরঃ মৃত্যু

৩৬.নারী পুরুষের যেঅংশ ঢেকে রাখা ফরয তাকে কি বলা হয়?

উত্তরঃ ছতর

৩৭.রক্ত সম্পর্কের আত্মীয়তা কোথায় ঝুলে থেকে বলে তাকে রক্ষাকারীকে আল্লাহ রক্ষা করবেন, তাকে ছিন্নকারীকে আল্লাহ ছিন্ন করবেন?

উত্তরঃ আরশের সাথে

৩৮. উত্তরাধিকার প্রদান করা কি?

উত্তরঃ ফরয

৩৯. ইসলামের চাকর চাকরানীদের কি মর্যাদা?

উত্তরঃ দ্বীনি ভাই বোনের

৪০. কুরআনে দ্বীনের জ্ঞান কে কি বলা হয়েছে? 

উত্তরঃ আলো

৪১.ঈমান আনার পর সর্ব প্রথম কোন এবাদত করতে হয়?

উত্তরঃ নামাজ

৪২.কাফির ও মুসলমানদের মধ্যে পার্থক্য করা যায় কি ভাবে?

উত্তরঃ নামাজের মধ্যমে

৪৩. ইচ্ছাকৃত ভাবে একটি নামাজ বাদ দেয়া কি? 

উত্তরঃ কুফরী

৪৪.কোন কাজ নারীদের জন্য আল্লাহর পথে জিহাদের সমতুল্য? 

উত্তরঃ হজ্জ

৪৫.রাসূল সা. তাঁর গোটা নবুওয়াতী যিন্দেগীকে কোন কাজে ব্যয় করেছেন?

উত্তরঃ দ্বীন ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে

৪৬. রাসূল সা. এর অবর্তমানে এ দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব কাদের উপর ন্যস্ত?

উত্তরঃ তাঁর উম্মতের উপর

৪৭.ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কি প্রয়োজন?

উত্তরঃ এক অবিরাম ও সর্বাত্মক সংগ্রামের

৪৮.যে কুরআন শিক্ষা করে, সে অনুযায়ি আমল করেছে কিয়ামতের দিন তার পিতা মাতাকে কিসের টুপি পরানো হবে? 

উত্তরঃ নূরের (যা সূর্যের চাইতেও অধিক উজ্জল)

৪৯.কবরে উত্তম পোষাক পরে সুশ্রী চেহারার কে নেক বান্দাকে সু সংবাদ দিবে?

উত্তরঃ নেক আমল

৫০. ইল্লীনে কাদের স্থান হবে?

উত্তরঃ নেক বন্দার

৫১. ইসলামের পারিবারিক জীবন বইটির লেখকে নাম কি?

উত্তরঃ আব্দুশ শহীদ নাসিম

৫২.পরিবার কাকে বলে?

উত্তরঃ মানুষের স্বভাবগত প্রবনতা অনুযায়ী বৈধ পন্থায় সম্পর্কিত একজন পুরুষ ও একজন নারী ও তাদের সন্তান সন্ততি নিয়ে গড়ে উঠে যে ক্ষুদ্র জন সমষ্টি, তাকে বলে পরিবার

৫৩. পরিবার প্রথা বিলুপ্তির কুফল কয়টি? যেকোন ৫টি লিখুন

উত্তরঃ ১৪টি যথা- ১. যৌন জীবনে উশৃংখলতা ও অশান্তি নেমে আসা ২. প্রেম প্রীতি ভালবাসা ও হৃদ্যতার বিদূরীত হয়. দয়া ও সহানুভূতি দূর হয়ে যায় ৪. সু সন্তান লাভ করা যায় না ৫. সন্তানের সঠিক লালন পালন ও সুশিক্ষা হয় না

৫৪. পরিবার কত প্রকার ও কি কি?

উত্তরঃ ২ প্রকার যৌথ পরিবার ও একক পরিবার

৫৫. পৃথিবীতে প্রথম মানব পরিবার কাদের মাধ্যম গড়ে উঠেছিল?

উত্তরঃ হযরত আদম আ. ও হযরত হাওয়া আ.

৫৬. বিয়ে কি?

উত্তরঃ বিয়ে হল সমাজ পরিসরে খোদা প্রদত্ত বিধান অনুযায়ী একজন নারী ও একজন পুরুষের মধ্যে এক বন্ধন ও সম্পর্ক স্থাপন

৫৭. বিয়ের মৌলিক উদ্দেশ্য কয়টি ও কি কি?

উত্তরঃ ৪টি ১. নারী পুরুষের যৌন কামনা চরিতার্থ করার পন্থাকে বিধিবদ্ধ করা এবং যৌন উশৃংখলা থেকে তাদেও পবিত্র রাখা. নারী ও পুরুষের প্রাকৃতিক প্রেম প্রীতি ভালবাসা ও হৃদ্যতার দাবীকে পূত পূর্ণ করা এবং তার ফিতরাতের এসব দাবীকে বিকশিত করা ও পূর্নতা দান করা ৩. বংশ বিস্তার ৪. পরিবার গঠন

৫৮. শরীয়াতের দৃষ্টিতে ওয়ালিমা কি?

উত্তরঃ সুন্নাত

৫৯. ওয়ালিমা কাকে বলে?

উত্তরঃ বিয়ে উপলক্ষে আত্মীয় ও পাড়া প্রতিবেশীদের একত্রিত করে যে  শুভেচ্ছা ভোজের আয়োজন করা হয়ে থাকে তাই ওয়ালিমা

৬০. মোহরানা বিষয়ে মাওলানা মওদুদী রাহি. এ বক্তব্য কি?

উত্তরঃ কুরআন ও হাদীসের দৃষ্টিকোন থেকে একজন পুরুষ তার স্ত্রীর উপর স্বামীত্বের যে অধিকার লাভ করে, মোহরানা হচ্ছে প্রকৃত পক্ষে তার বিনিময়

 

অন্যান্য সূরা ও বইয়ের উপর প্রশ্নোত্তর জানতে এখানে ক্লিক করুন।

 

Post a Comment

1 Comments

Kamal A Ambia said…
Assalamu alaikum. Worth sharing. Jazakallah khair.