প্রশ্নোত্তর - ইসলাম পরিচিতি - সাইয়েদ আবুল আ’লা মওদূদী

https://drive.google.com/file/d/19Tlr9VdTGRQbeu5T-Oz7OElwrx7aiXHh/view?usp=sharing

প্রশ্নোত্তরঃ ইসলাম পরিচিতি

1.      ইসলাম পরিচিতি বইয়ের লেখক ও অনুবাদকের নাম কি কি?

উত্তরঃ সাইয়েদ আবুল আলা মওদুদী ও সৈয়দ আব্দুল মান্নান।

2.     ইসলাম পরিচিতি বইটি সর্বপ্রথম কতসালে এবং কোন ভাষায় প্রকাশিত হয়?

উত্তরঃ ১৯৩২ সালে; উর্দূ ভাষায়।

3.     ইসলাম শব্দের অর্থ কি?

উত্তরঃ আল্লাহর প্রতি আনুগত্য এবং বাধ্যতা স্বীকার করে নেয়া।

4.     কুফুর শব্দের প্রকৃত অর্থ কি?

উত্তরঃ সত্যকে গোপন করা।

5.     ঈমান কাকে বলে?

উত্তরঃ অদৃশ্যে বিশ্বাস করা এবং সে অনুযায়ী কাজ করা।

6.     ঈমান ও ইসলামের দিক দিয়ে বিচার করলে গোঠা মানব সমাজকে কয়টি ভাগে ভাগ করা যায়?

উত্তরঃ ৪টি।

7.     জন্মগত প্রতিভার অধিকারী বক্তা,সাহিত্যিক ,আবিস্কর্তা ও নেতার সুপ্ত পরিচয় কিভাবে পাওয়া যায়?

উত্তরঃ তাদের নিজ নিজ কর্মসূচীর ভিতর দিয়ে।

8.     লা ইলাহা ইল্লাল্লাহ-এ কলিমা মানুষের মধ্যে কিসের অনুভূতি জাগিয়ে তুলে?

উত্তরঃ আত্মসম্মান বোধ ও আত্মমর্যাদার।

9.     কিসের স্বীকৃতি দানকারীর দৃষ্টিতে প্রাণ হরনের ক্ষমতা মানুষ, পশু, তলোয়ার, লাঠি, পাথর কোন কিছুরই নেই?

উত্তরঃ লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার।

10. ইসলামে প্রত্যেকটি জিনিসের কদর ও মূল্যমান নির্ধারিত হয় কিসের বিবেচনায়?

উত্তরঃ আখেরাতের স্থায়ী ফলাফলের বিবেচনায়।

11.  আখেরাত সম্পর্কে দুনিয়ায় কত রকমের বিশ্বাস প্রচলিত রয়েছে ও কি কি?

উত্তরঃ তিন রকমের। ১. মরার পর মানুষ ধ্বংস হয়ে যাবে, তাদের কোন বিচার হবেনা। ২.মরার পর বারবার দুনিয়ায় আগমন। ৩.নিজস্ব কর্মফল ভোগ।

12. হযরত মুহাম্মদ (সাঃ) কয়টি জিনিসের উপর ঈমান আনার শিক্ষা দিয়েছেন এবং সে গুলো কি কি?

উত্তরঃ ৫টি । ১.এক আল্লাহর উপর বিশ্বাস। ২.ফেরেস্তাদের প্রতি বিশ্বাস। ৩.আসমানী কিতাব সমূহের প্রতি বিশ্বাস। ৪.রাসূলের প্রতি বিশ্বাস। ৫.আখেরাতের প্রতি বিশ্বাস।

13. যাকাতকে ইসলামের একটি বড় স্তম্ব বলা হয় কেন?

উত্তরঃ এর মাধ্যমে মুসলমানের মধ্যে কুরবাণী ও আত্মত্যাগের শক্তি সৃষ্টি হয় এবং স্বার্থপরতা, কৃপণতা, সংকির্ণমনতা ও সম্পদ পূঁজার দোষ সমূহ দূর হয়ে যায়।

14. কিসের দ্বারা মুসলমানের মধ্যে কুরবানী এবং আত্মত্যাগের শক্তি সৃষ্টি হয় এবং স্বার্থপরতা, কৃপনতা,সংকীর্নমনতা ও সম্পদ পূঁজার দোষ সমূহ দূর হয়ে যায়?

উত্তরঃ যাকাতের দ্বারা।

15. কোন কাজে নিজের শেষ শক্তি পর্যন্ত ব্যয় করে দেয়াকে কি বলে?

উত্তরঃ জিহাদ।

16. শরীয়াতে মুহাম্মদীর নীতি ও বিধান বুঝার জন্য আমাদের সামনে কয়টি মাধ্যম রয়েছে ও কি কি?

উত্তরঃ ২টি ১. করআন ও ২. হাদীস।

17. ফিকাহ রাসূল সা. এর কত বছর পরে রচিত হয়?

উত্তরঃ ২০০ বছরের মধ্যে।

18. ফিকাহ সংক্রান্ত কয়টি তরিকা দুনিয়ায় স্বীকৃতি লাভ করেছে এবং কি কি?

উত্তরঃ মোট ৪টি।  ১.হানাফী, ২.মালেকী, ৩.শাফায়ী, ৪. হাম্বলী।

19. তাসাউফ অর্থ কি?

উত্তরঃ তাসাউফ অর্থ আত্মশুদ্ধি।

20.মনের অবস্থার সাথে যার সম্পর্ক সে জিনিসটাকে কি বলা হয়?

উত্তরঃ তাসাউফ।

21. ইসলামী শরীয়তে মানুষের কত  প্রকারের অধিকার রয়েছে এবং কি কি?

উত্তরঃ মোট ৪ প্রকার।  . আল্লাহর অধিকার, . নিজস্ব অধিকার, . বান্দাদের অধিকার, . আল্লাহর সৃষ্টির অধিকার।

22. আত্মার চাহিদা অস্বীকার করা শরীয়াতে কি?

উত্তরঃ হারাম।

23.রক্তের সম্পর্ক ও বৈবাহিক সম্পর্কের ভিতর দিয়ে কিসের প্রসার ঘটে?

উত্তরঃ পরিবারের।

24. এক শ্রেণীর লোক পয়গাম্বরের সত্যতা স্বীকার করে কিন্তু তাঁর উপর  ঈমান পোষন করে না । তাদেরকে কি বলা হয়েছে?

উত্তরঃ কাফের বা নির্বোধ।

25.এক পয়গাম্বরের পর অপর পয়গাম্বরের আবির্ভাবের জন্য কয়টি কারণ থাকে এবং সে গুলো কি কি?

উত্তরঃ কারণঃ ৩টি। ১. যখন পূর্ববতী  পয়গাম্বরের শিক্ষা ও হেদায়াত শেষ হয়ে যায় এবং পূণরায় তা পেশ করার প্রয়োজন হয়।  . যখন পূর্ববর্তী পয়গাম্বরের শিক্ষা অসম্পূর্ণ থাকে এবং তাতে সংশোধন ও সংযোজনের প্রয়োজন হয়। ৩. পূর্ববর্তী পয়গাম্বরের শিক্ষা যখন কোন বিশেষ জাতির মধ্যে সীমাবদ্ধ থাকে।


অন্যান্য সূরা ও বইয়ের উপর প্রশ্নোত্তর জানতে এখানে ক্লিক করুন।

Post a Comment

0 Comments