ব্যতিক্রমী ছবি


কিছুখন আগে চট্রগ্রাম শাহ আমানত বিমানবন্দর ওমানের যাওয়ার এক যাত্রী কাছ থেকে এই কাঠালের অংশটুকু ওজনে বেশি হওয়াই, রেংকিং এর লোক ছয় হাজার পাঁচশত টাকা দাবি করে, যাএী টাকা দিতে রাজি না হওয়াই এই অংশটুকু কেটে পেলে, আবার কাটার খরচ ২০০ টাকা নেই, হাইরে বাংলাদেশ হাইরে মানবতা ।

কপি ফুয়াদ-ফেইসবুক থেকে সংগৃহিতঃ ২৯ জুন ২০১৯


কানাডার এক পাহাড়ী অঞ্চল-সোনার বাংলার আগর আতরের শিল্প নগরী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ৫নং দক্ষিন শাহবাজপুর ইউনিয়নের #বোবারথল এলাকার রাস্থা এটি।
১৫/২০ হাজার লোক এভাবেই ডিজিটাল হয়ে আছে,,, নেই মোবাইলের নেট ওয়ার্ক নেই রাস্তাঘাট,, পিস রাস্থা তো স্বপ্ন মাত্র।
ফেইসবুক থেকে সংগৃহিতঃ ২৬ জুন ২০১৯


নিঃস্বার্থ ভালবাসা

ব্যতিক্রমী পোষ্টারঃ খুশীতে অশ্রু আসে-এই ধরণের কথা অনেক শুনেছি। প্রিয়জনকে কাছে পাওয়ার আনন্দে অনেককে কাঁদতে দেখেছি। আশাতীত রেজাল্টের কারণে উচ্চসিত হয়ে অনেকে জড়িয়ে কেঁদেছেন-যার সাক্ষী হয়েছি। কিন্তু শোকে কাঁতর হয়ে কাউকে হাসতে দেখিনি।


অতিভক্তি চূরের লক্ষণ। ইদানিং মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবকে স্মরণ করতে নানাবিধ আয়োজনের একটি। ছবি যুক্ত ব্যানার মসজিদের ওয়ালে লাগিয়ে শোক পালন করা হচ্ছে।

Post a Comment

0 Comments