هذا كتاب من محمد النبي صلى الله عليه وسلم، بين المؤمنين والمسلمين من قريش ويثرب ومن تبعهم فلحق بهم وجاهد معهم.
১. এটি লিখিত হচ্ছে নবী মুহাম্মদ সা.এর পক্ষ হতে মুমিন ও মুসলমানদের মধ্যে যারা কুরায়শী ও ইয়াছরেবী এবং তাদের অনুগামী, যারা তাদের সংগে মিলিত হয়ে জিহাদে অংশগ্রহণ করে থাকে।
إنهم أمة واحدة من دون الناس.
২. এরা অন্যদের থেকে স্বতন্ত্র একটি জাতি হিসাবে গন্য হবে।
وإن يهود بني عوف أمة مع المؤمنين، لليهود دينهم وللمسلمين دينهم، مواليهم وأنفسهم، كذلك لغير بني عوف من اليهود.
৩. বনু আওফের ইহুদীগন মুসলমানদের সাথে একই জাতিরূপে গণ্য হবে। ইহুদীদের জন্য তাদের দ্বীন এবং মুসলমানদের জন্য তাদের দ্বীন। এটা তাদের দাস-দাসী ও সংশ্লিষ্টদের জন্য এবং তাদের নিজেদের জন্য সমভাবে গণ্য হবে। বনু আওফ ব্যতীত অন্য ইহুদীদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য হবে।
وإن بينهم النصر على من حارب أهل هذه الصحيفة.
৪. এই চুক্তির সংগে সংশ্লিষ্ট কোন পক্ষের সংগে কেউ যুদ্ধে লিপ্ত হলে তার বিরুদ্ধে সকলে মিলিত ভাবে যুদ্ধ করবে।
وإن بينهم النصر والنصيحة والبر دون الإثم.
৫. চুক্তিভূক্ত লোকেরা নিজেদের মধ্যে সহানুভূতি, সদিচ্ছা ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে কাজ করবে, পাপাচারের ভিত্তিতে নয়।
وإن اليهود ينفقون مع المؤمنين ما داموا محاربين.
৬. যুদ্ধ চলাকালে ইহুদীগন মুসলমানদের সাথে ব্যয়ভার বহন করবে।
وأن بطانة يهود كأنفسهم.
৭. ইহুদীদের মিত্রগন ইহুদীদের মতই গন্য হবে।
وإنه لم يأثم أمروٌ بحليفه.
৮. মিত্রের অন্যায়ের কারণে ব্যক্তি দায়ী হবে না।
وإن يثرب حرام جوفها لأهل هذه الصحيفة.
৯. চুক্তিভূক্ত সকলের জন্য মদীনার অভ্যন্তরভাগ হারাম অর্থাৎ নিরাপদ এলাকা হিসাবে গন্য হবে।
وإن النصر للظلوم.
১০. মযলুমকে সাহায্য করা হবে।
وإن الجار كالنفس غير مضار ولا آثم.
১১. প্রতিবেশীগন চুক্তিবদ্ধ পক্ষের ন্যায় গন্য হবে। তাদের প্রতি কোনরূপ ক্ষতি ও অন্যায় করা হবে না।
وإنه ما كان بين أهل هذه الصحيفة من حدث أو اشتجار يخاف فساده فإن مرده إلى الله عز وجل وإلى محمد رسول الله صلى الله عليه وسلم.
১২. চুক্তিবদ্ধ পক্ষগুলোর মধ্যে সমস্যা ও ঝগড়ার সৃষ্টি হলে এবং তাতে বিপর্যয়ের আশংকা দেখা দিলে তা আল্লাহ ও তাঁর রাসূল মুহাম্মদ সা. এর নিকটে নীত হবে।
وإنه لا تجار قريش ولا من نصرها.
১৩. কুরায়েশ ও তাদের সহায়তাকারীদের আশ্রয় দেওয়া চলবে না।
وإن بينهم النصر على من دهم يثرب.
১৪. ইয়াছরিবের উপরে কেউ হামলা চালালে সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে।
وإنه لا يحول هذا الكتاب دون ظالم وآثم.
১৫. কোন অত্যাচারী ও পাপীর জন্য এ চুক্তিনামা কোনরূপ সহায়ক হবে না।
0 Comments