খাবার অনুষ্ঠানের নানাবিধ আরবী নাম – মুহাম্মদ নজরুল ইসলাম


আরবী ভাষায় খাবারের অনুষ্ঠান সমূহের নানাবিদ নাম রয়েছে। তার অনেক নাম আমাদের কাছে পরিচিত, আবার অনেক নাম অপরিচিত। আসুন জেনে নেই, খাবারের কোন অনুষ্ঠানকে আবরীতে কি নামে ডাকা হয়ে থাকে। যেমনঃ
القـِـرَى    : طعام الضيفان
আল ক্বিরাঃ মাত্র ২জন মেহমানের জন্য যদি কোন খাবারের অনুষ্ঠানের আয়োজন করা হয়।
الوليمة    : طعام العرس
আল ওয়ালিমাহঃ বিয়ে উপলক্ষে সর্বস্তরের অতিথিদের নিয়ে যে খাবারের অনুষ্ঠান করা হয়।
المأدبة    : طعام الدعوة
আল মাদিবাহঃ সাধারণ ভাবে একাধিক ব্যক্তিকে দাওয়াত দিয়ে যে খাবারের অনুষ্ঠান করা হয়।
العقيقة     : طعام المولود في يومه السابع
আল আক্বীকাহঃ নবজাতকের জন্মের ৭ম দিবসে যে খাবারের অনুষ্ঠান করা হয়।
الوكيرة   : طعام الفراغ من البناء
আল ওয়াকিরাহঃ ঘরবাড়ী বা ইমারত ইত্যাদিও নির্মাণ কাজ সম্পাদনের পর যে খাবারের অনুষ্ঠান করা হয়।
العذيرة    : طعام الختان
আল আযীরাহঃ শিশুর খতনা প্রদান উপলক্ষে যে খাবারের অনুষ্ঠান করা হয়।
النقيعة     : طعام القادم من سفر
আল নাক্বীআহঃ কেউ সফর থেকে প্রত্যাবর্তন উপলক্ষে যে খাবারের আয়োজন করা হয়।
التحفة     : طعام الزائر
আল তুহফাহঃ দূর থেকে কেউ বেড়াতে এসেছেন এমন মেহমানের উদ্দেশ্যে যে খাবার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
الخـُـرس  : طعام الولادة
আল খুরসঃ জন্ম দিবসের উপলক্ষ্যে যে খাবারের আয়োজন করা হয়।
الوضيمة : طعام المأتم
আল ওয়াজীমাহঃ ইনতিকাল বা অন্য কোন কারণে কোন ব্যক্তি বা পরিবার শোকাহত হলে, সেই ব্যক্তি বা পরিবারের জন্য যে খাবারের আয়োজন করা হয়।

Post a Comment

0 Comments