প্রশ্নোত্তর - আল্লাহর পথে খরচ


১. আল্লাহর পথে খরচ বইটির লেখক কে?
উত্তরঃ অধ্যাপক মুজিবুর রাহমান।
২. আল্লাহর খিলাফত প্রতিষ্ঠার জন্য কি কি দিয়ে লড়াই করতে হয়?
উত্তরঃ জান ও মাল।
৩. জমির ফসল থেকে যে আল্লাহর হক আদায় করা হয়, তা কি?
উত্তরঃ ওশর।
৪. মাল কয় প্রকার ও কি কি?
উত্তরঃ মাল ২ প্রকার। ১. নিজের মাল। ২.ওয়ারিশের মাল।
৫. নিজের মাল বলতে কি বুঝায়?
উত্তরঃ আল্লাহর পথে যে মাল খরচ করা হয়।
৬. আল্লাহর পথে খরচ করার জন্য কোন জিনিস উপযোগী?
উত্তরঃ উৎকৃষ্ট জিনিস।
৭. মানুষ উৎকৃষ্ট জিনিসের পরিবর্তে  নিকৃষ্ট জিনিস দান করে কেন?
উত্তরঃ শয়তান দারিদ্রের ভয় দেখায় বলে।
৮. অতিরিক্ত কোন জিনিসটি দান করা কল্যাণকর এবং ধরে রাখা ক্ষতিকর ?
উত্তরঃ সম্পদ।
৯. জিহাদে জড়িত থেকে খরচ করলে কত লক্ষ সওয়াব?
উত্তরঃ ৭ লক্ষ।
১০. আল্লাহর পথে অর্থ খরচকারী দানশীল ব্যক্তি একসাথে কয়টি গুণ অর্জন করতে পারে? এবং কি কি?
উত্তরঃ ৪ টি।১.আল্লাহর ভালবাসা ও নৈকট্য লাভ। ২. জান্নাতের নৈকট্য লাভ। ৩. জনগনের নৈকট্য লাভ। ৪. জাহান্নাম থেকে মুক্তি লাভ।
১১. একজন কৃপন লোক যে আল্লাহর পথে খরচ করেনা, সে কয়টি দোষে অভিপ্ত হয় এবং কি কি?
উত্তরঃ ৪ টি। ১. আল্লাহ থেকে দূরে। ২. জান্নাত থেকে দূবে। ৩. জনগন থেকে দূরে। ৪. জাহান্নামের আগুনের নিকটে।
১২. আল্লাহর দ্বীনকে জমীনে বিজয়ী করার জন্য যারা প্রাণপনে চেষ্টা চালাচ্ছে তাদেরকে কি বলা হয়?
উত্তরঃ মুজাহিদ।
১৩. মুজাহিদের ঘোড়ার কোন জিনিসটি কিয়ামতের দিনে নেকীর পাল্লায় ওজন করা হবে?
উত্তরঃ গোবর।
১৪. দান খয়রাত কিভাবে নষ্ট হয়?
উত্তরঃ জনসমক্ষে প্রচার করলে এবং খোটা দিলে।
১৫. দানকারীর একমাত্র উদ্দেশ্য কি হওয়া উচিত?
উত্তরঃ আল্লাহর সন্তুষ্টি অর্জন।
১৬. গোপনে খরচ করলে কিসের আশংকা থেকে মুক্ত থাকা যায়?
উত্তরঃ রিয়া।
১৭. ফকীহদের মতে কোন খরচ প্রকাশ্যে এবং কোন খরচ গোপনে করা ভাল?
উত্তরঃ বাধ্যতামুলক খরচ প্রকাশ্যে এবং নফল খরচ গোপনে করা ভাল।
১৮. যারা সোন দানা সামলিয়ে করে রাখবে, কিন্তু আল্লাহর দ্বীন কায়েম করার জন্য খরচ করবেনা, তারা আখেরাতে কিসের সম্মখীন হবে?
উত্তরঃ যন্ত্রনাদায়ক আজাবের।
১৯. আল্লাহ কোন সময়ের খরচ করাকে  বেশী পছন্দ করেন? দ্বীন বিজয়ের আগে না দ্বীন বিজয়ের পরে?
উত্তরঃ দ্বীন বিজয়ের আগে।
২০. যারা সোনা রুপা জমা করে রাখে , আল্লাহর পথে তা খরচ করেনা একদিন সে গুলো গরম করে তাদের কোথায় কোথায় ছেক দেয়া হবে।
উত্তরঃ ১. কপালে। ২. পার্শ্বদেশে। ৩. পিঠে।
২১. আল্লাহর পথে খরচ করাকে কিসের সাথে তুলনা করা হয়েছে?
উত্তরঃ বিজয়ের সাথে।
২২. কিভাবে আল্লাহর পথে খরচ করতে হবে?
উত্তরঃ ঐকান্তি  ধীরস্থীরতা ও দৃঢ়তা সহকারে।
২৩. আল্লাহ কোন ধরনের লোকদের ভালবাসেন?
উত্তরঃ যারা ক্রোধ হজম করে অন্যান্য লোকদের অপরাধ ক্ষমা করে দেয়।
২৪. কেন ধরনের লোকদের দান কবুল করা হবেনা?
উত্তরঃ ফাসেক লোকদের।
২৫. ধন সম্পদ ও সন্তান সন্ততি  কি থেকে গাফেল করে না দেয় বলে কুরআনে তাকিদ দেয়া হয়েছে?
উত্তরঃ আল্লাহর স্মরণ থেকে।
২৬. ব্যয় কর সে দিন আসার পূর্বে- সে দিন বলতে কোন দিন?
উত্তরঃ বিচার ফয়সালার দিন।
২৭. কা রা আল্লাহর পথে খরচ করা বـ করে?
উত্তরঃ মুনাফিকেরা।
২৮. আসমান জমীনের ধনভান্ডারের মালিক কে?
উত্তরঃ আল্লাহ।
২৯. কি দিয়ে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করতে নবী (সাঃ) বলেছেন?
উত্তরঃ একটা খেজুরের অর্ধেক দিয়ে  হলেও।
৩০. মাল বলতে কি  বুঝায়?
উত্তরঃ আল্লাহর পক্ষ থেকে দেয়া সবকিছুই মাল।
৩১. কোন ধরনের আমল আল্লাহর নিকট বেশী পছন্দনীয়?
উত্তরঃ পরিমাণে কম হলেও যা নিয়মিত করা হয়।
৩২. জাতীয় সংসদে আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য খরচ করাকে কিসের সাথে তুলনা করা হয়েছে?
উত্তরঃ জিহাদের সাথে।
৩৩. কুরআন হাদীসের আলোকে খরচের মূলনীতি কয়টি, ২টি লিখুন।
উত্তরঃ ৫টি। ১. সকল সম্পদের মালিক আল্লাহ। ২. হালাল পথে সম্পদ অর্জন করতে হবে। ৩. সম্পদ কেন্দ্রীভূত হতে পারবেনা। ৪. ব্যক্তির সম্পদে সমাজের অধিকার থাকবে। ৫. মধ্যম পন্থা অবলম্বন করতে হবে।
৩৪. যাকাত শব্দের অর্থ কি?
উত্তরঃ পবিত্রতা।
৩৫. যে আল্লাহর পথে খরচ করেনা তার অর্থ কি হয়?
উত্তরঃ সংকীর্ণ ও স্বার্থপর।
৩৬. যাকাত ও ওশর ব্যয়ের খাত কয়টি?
উত্তরঃ ৮টি।
৩৭. ওশর বলতে কি বুঝায়?
উত্তরঃ ফসলের যাকাত।
৩৮. ওশর কি ধরনের ফরজ?
উত্তরঃ নামাজ ও যাকাতের মত ফরজ।
৩৯. জমীর টেক্স দিলে ওশর দিতে হবে কি?
উত্তরঃ দিতে হবে। কারণ ওশর আল্লাহর হুকুম আর টেক্স সরকারের হুকুম।

উপরোক্ত প্রশ্নোত্তরের পিডিএফ এর জন্য এখানে ক্লিক করুন।

Post a Comment

0 Comments