প্রশ্নোত্তর - আল কুরআনের অর্থনৈতিক নীতিমালা


1.   আল কুরআন মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মৌলিক কি?

উত্তরঃ নির্দেশিকা।

2.  মানুষের জন্য একমাত্র কল্যাণকর ও সুফলদায়ক অর্থব্যবস্থা কোনটি?

উত্তরঃ কুরআন প্রদত্ত নীতিমালার ভিত্তিতে পরিচালিত অর্থব্যবস্থা।

3.  কুরআনের অর্থনৈতিক নীতিমালাকে মাওলানা মওদূদী সাজিয়েছেন যে পুস্তকে সেই পুস্তকের নাম কি?

উত্তরঃ কুরআন কী মা’আশী তা’লীমাত।

4.  সমস্যা সংকূল আজকের এই বিশ্বে মানুষের প্রতিটি সমস্যার সুষ্ঠু সমাধান দিতে পারে যে গ্রন্থ তার নাম কি?

উত্তরঃ আল কুরআন।

5.  কুরআনের অর্থনীতির মৌলিক বিষয় কি?

উত্তরঃ মানুষের জীবন ধারনের সমস্ত উপায় উপকরণই আল্লাহর সৃষ্টি এবং তাতে রয়েছে মানুষের কল্যাণ এবং ব্যবহারের অধিকার।

6.  মানুষের ব্যক্তিগত মতের ভিত্তিতে কোন বস্তুকে হালাল বা হারাম বলাকে কুরআন কি বলে?

উত্তরঃ মিথ্যা।

7.  ল্লাহ ব্যবসাকে হালাল এবং সূদকে হারাম করেছেন কুরআনের কোন আয়াতের মাধ্যমে?

উত্তরঃ সূরা বাকারা আয়াত নং-২৭৫ এর মাধ্যমে।

8.  সফরে থাকা কালীন সময়ে ধার গ্রহণ করতে হলে পবিত্র কুরআনের বিধান কি  যখন দলীল লিখার কোন লোক পাওয়া যায়না।

উত্তরঃ এমন কোন বস্তু বন্ধক রাখা, ততক্ষন গ্রহণ করা যায়।         

9.  চৌর্যবৃত্তি গ্রহণকারী রুরুষ ও মহিলার ক্ষেত্রে কুরআনের প্রদর্শিত শাস্তির বিধান কি?

উত্তরঃ চুর চরুনী দূ’জনের হাত কেটে দাও (সুরা মায়দাঃ ৩৮)।

10.    বিয়ের সময় কনের সাথে যে উপটৌকন প্রদান করা হয়, তালাকের সময় তার কত অংশ ফেরত দিতে হবে?

উত্তরঃ তালাকের সময় কিছমাত্রও ফেরত নেওয়া যাবেনা। (সুরা নিসাঃ ২০ নং আয়াত)।

11.     ভূ-পৃষ্ঠের আল্লাহর সৃষ্টি নিয়ামত সমূহ সৃষ্টির পিছনে আল্লাহর অভিপ্রায় কি?

উত্তরঃ পাক-নাপাক, হালাল-হারাম, বৈধ-অবৈধ পন্থা গুলোর মধ্যে পার্থক্য করণ আর এগুলোর মধ্যেই লাভবান ও উপকৃত হওয়া এবং সে ক্ষেত্রে মধ্যম পন্থার প্রশ্নে সীমারেখা অতিক্রম না করা।

12.    কার পদাংক অনুসরণ না করার জন্য কুরআন হেদায়াত প্রদান করে?

উত্তরঃ শয়তানের।

13.    কোন জিনিস ভক্ষন করতে শরীয়াত স্বীকৃতি প্রদান করে?

উত্তরঃ জমীনে যা হালাল আর পবিত্র আছে।        

14.    আগুন দিয়ে কাদের পেট  ভর্তি করা হবে?

উত্তরঃ যারা এতিমের ধন সম্পদ অন্যায় ভাবে ভক্ষন করে।

15.    যারা আল্লাহ আর রাসূলের  বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ন হয় এবং জমীনে ফাসাদ সষ্টি করে তাদের শাস্তি কি?

উত্তরঃ হত্যা বা  শুলে চড়ানো।

16.    ইসলামের দষ্টিَতে ব্যবসা ও সূদের শরয়ী বিধান কি?

উত্তরঃ ব্যবসা হালাল এবং সূদ হারাম।

উপরোক্ত প্রশ্নোত্তর-এ পিডিএফ এর জন্য এখানে ক্লিক করুন।

Post a Comment

0 Comments