প্রশ্নোত্তর - তাফহীমুল কুরআন - সূরা আল জাসিয়া



০১. جاشية শব্দের অর্থ কি?

উত্তরঃ নতজানু।

০২. কাদের জন্য হেদায়াতের সব দুয়ার বন্ধ হয়ে যায়?

উত্তরঃ যারা প্রবৃত্তির দাসত্ব করে, পরকালকে অবিশ্বাস করে গুমরাহ থেকে গুমরাহ হতে থাকে।

০৩. আল্লাহর নিদর্শন দেখে সঠিক ফল লাভ করতে পারে কারা?

উত্তরঃ যারা ঈমান আনার জন্য প্রস্তুত।

০৪. সূরা আল জাসিয়ার ৫নং আয়াতাংশে রিযক অর্খ কি বুঝানো হয়েছে?

উত্তরঃ বৃষ্টি।

০৫. যারা পূর্বেই ঈমান না আনার সিদ্ধান্তে অটল থাকে, তাদের মধ্যে ৩টি অসৎ গুণের উল্লেখ করা হয়েছে। তা কি কি?

উত্তরঃ ১. তারা মিথ্যাবাদী হয়ে থাকে। ২. তারা হয় চরিত্রহীন ও অসদাচারী। ৩. নিজেদেরকে সবজান্তা মনে করে।

০৬. বনী ইসরাঈলরা নির্ভূল জ্ঞান লাভ করার পর কেন পথভ্রষ্ট হয়েছিল?

উত্তরঃ তারা পরস্পরে কড়াকড়ি করেছিল।

০৭. মুত্তাকীদের বন্ধু কে?

উত্তরঃ আল্লাহ।

০৮. নিকৃষ্ট ফায়সালা কি?

উত্তরঃ অস্বীকারকারী ও ঈমান গ্রহণকারীকে একই পর্য্যায় মনে করে তাদের উভয়ের একই জীবন ও মৃত্যু হবে মনে করা।

০৯. কাদেরকে তাদের রব স্বীয় রহমতে দাখিল করে নিবেন?

উত্তরঃ যারা ঈমান এনে নেক আমল করতেছিল।

১০. যে দিন ক্বিয়ামাতের মূহুর্ত এসে উপস্থিত হবে, সেদিন চরম ক্ষতির সম্মূখীন কারা হবে?

উত্তরঃ বাতিল পন্থীরা।

১১. হুকুম বলতে কি কি জিনিস বুঝানো হয়েছে, সুরা আল জাসিয়ার তাফসীরের আলোকে বলুন।

উত্তরঃ ১. কিতাবের ইলম, উপলব্দি ও দ্বীন সংক্রান্ত জ্ঞান। ২. কিতাবের লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী কাজ করার কৌশল। ৩. সব ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা।

১২. সকল জাতির লোকেরা কোথায় নতজানু হয়ে দাড়িয়ে থাকবে?

উত্তরঃ হাশরের ময়দানে।

১৩. অবতীর্ণ স্থান অনুসারে সূরা জাসিয়াহ্ কি সূরা?

উত্তরঃ মাক্কী সূরা।

১৪. সূরা জাসিয়াহ্ এর নামকরণ এ সূরার কোন অংশ হতে গৃহীত হয়েছে?

উত্তরঃ সূরার ২৮ নং আয়াত হতে গৃহীত হয়েছে।

১৫. সুরা আল জাসিয়াহ্ এর বিষয়বস্তুর সঙ্গে কোন সূরার বিষয়বস্তু অনেকাংশে সাদৃশ্য?

উত্তরঃ সূরা দুখান এর বিষয়বস্তুর সাথে সাদৃশ্য।

১৬. সূরা আল জাসিয়াহ্ এর বিষয়বস্তু কি?

উত্তরঃ তাওহীদ ও আখিরাত সম্পর্কে মক্কার কাফেরদের সন্দেহ, সংশয় ও আপত্তির জবাব দেয়া এবং কোরআনের দাওয়াতের বিরূদ্ধে তারা যে নীতি ও আচরণ গ্রহণ করেছে সে সম্পর্কে সতর্ক করা।

১৭. সূরা জাসিয়াহ্ এর প্রথম নং আয়াতে শ্রোতাদেরকে যে ২টি বিষয়ে সতর্ক করা হয়েছে সেগুলো কি কি?

উত্তরঃ (ক) এ কিতাব (কোরআন) মুহাম্মদ (সাঃ) এর নিজের রচনা নয়। (খ) এ কিতাব নাজিল করেছেন আল্লাহ্‌, যিনি মহা-পরাক্রমশালী ও মহাজ্ঞানী।

১৮. সূরা জাসিয়াহ্ এর ১৬ নং আয়াতে “হুকুম” অর্থে যে ৩টি জিনিস বুঝানো হয়েছে সেগুলো কি কি?

উত্তরঃ (ক) কিতাবের জ্ঞান ও উপলব্ধি এবং দীনের অনুভুতি। (খ) কিতাবের অভিপ্রায় অনুসারে কাজ করার কৌশল। (গ) বিভিন্ন ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের যোগ্যতা।

১৯. সূরা জাসিয়াহ্ এর ২২নং আয়াতানুসারে আল্লাহ্‌ আসমান ও যমীনকে কিসের ভিত্তিতে সৃষ্টি করেছেন?

উত্তরঃ আল্লাহ্‌ আসমান ও যমীনকে সত্যের ভিত্তিতে সৃষ্টি করেছেন।



Post a Comment

0 Comments