ইসলামী আন্দোলন না পরিণামঃ
১. ইসলামে কি কি আছে, তা বলা হয়েছে কুরআন এবং হাদীসে। কুরআনের কিছু অংশ মানা আর কিছু অংশ না
মানা হলে তার পরিণাম হবে ভয়াবহ। কুরআনকে পরিপূর্ণভাবে মানার জন্য ইসলামী আন্দোলন
করতে হবে।
২. ইসলামী আন্দোলন করা ফরয। ফরয না মানলে গুনাহ হয়। আর ফরয
অস্বীকার করলে কাফির হতে হয়। আর কাফেরদের জন্য আল্লাহ তৈরী করেছেন জাহান্নাম।
৩. ইসলামী আন্দোলন না করলে ইসলাম ঠিক থাকবেনা, পরবর্তী প্রজন্ম পর্যন্ত ইসলামের সঠিক রূপ পৌছবেনা। বিধায় ইসলামকে পরবর্তী
প্রজন্মের নিকট না পৌছানো এবং ইসলামের চলার পথ বন্ধ করার অপরাধে আল্লাহর নিকট
অপরাধী হতে হবে।
0 Comments