ইসলামী আন্দোলনের প্রয়োজনীয়তা কি? সংক্ষিপ্ত উত্তর - মুহাম্মদ নজরুল ইসলাম


ইসলামী আন্দোলনের প্রয়োজনীতা কি? এর সংক্ষিপ্ত উত্তরঃ

১. আল্লাহ তাঁর নবীদের মাধ্যমে এ দুনিয়ায় ইসলাম পাঠিয়েছেন এজন্য যে, দুনিয়ায় যে সকল নিয়ম-কানুন চলছে, নবীরা তা বন্ধ করে আল্লাহর দেয়া নিয়ম-কানুন তথা ইসলামী নিয়ম-কানুন সর্বত্র চালু করবেন। এই কাজ করা সকল মুসলমানের দায়িত্ব।

২. নবীর সাহাবীরা নবীর সাথে ঐ কাজ করেছেন। যারা ঐ কাজ করেছেন, তাদেরকে বলা হয় মুসলিম। যারা ঐ কাজ করতে অস্বীকার করেছেন, তাদেরকে বলা হয় কাফির। আর যারা ইসলামকে মুখে মেনে নিয়ে নবীর সাথে নামায রোযা করেছেন। কিন্তু ইসলামী নিয়ম-কানুন দুনিয়ার সর্বত্র চালু করার জন্য কাজ করেননি, তাদেরকে বলা হয় মুনাফিক।

৩. মুসলিম হিসাবে নিজেকে প্রমাণ করার জন্য এবং সামাজের সকল অন্যায় অনাচার দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের নিয়ম-কানুন সমাজে চালু করার চেষ্টা করার মাধ্যমে নিজেকে মুসলমান হিসাবে প্রমাণ করতে হয়।

৪. ইসলামী আন্দোলন করা সব ফরযের বড় ফরয।


Post a Comment

0 Comments