ইসলাম অর্থ কি? সংক্ষিপ্ত উত্তরঃ
১. ইসলাম আরবী শব্দ-যার অর্থঃ আত্মসমর্পণ করা, কোন কিছু মাথা পেতে নেয়া। নিজের ইচ্ছা বা মর্জি অনুযায়ী না চলে আল্লাহর
হুকুম মতে চলার জন্য তাঁর নিকট আত্মসমর্পণ করার নাম ‘ইসলাম’।
২. আরবী ভাষায় ইসলাম বলতে বুঝায় “আনুগত্য ও
বাধ্যতা”। ইসলামের লক্ষ্য আল্লাহর প্রতি আনুগত্য ও তাঁর বাধ্যতা স্বীকার করে নেয়া।
৩. আল্লাহ তাঁর বান্দার জন্য যে নিয়ম-কানুন
বানিয়েছেন, তার নাম ইসলাম। এই নিয়ম-কানুন যে মেনে
চলবে এবং সমাজের সর্বস্তরে সেই নিয়ম-কানুন চালু করার জন্য যে কাজ
করবে, তাকে বলা হয় মুসলিম।
৪. তিন প্রকারের দাসত্ব থেকে নিজেকে মুক্ত
করার ঘোষনা প্রদানের মাধ্যমে ইসলামে প্রবেশ করতে হয়। যথাঃ
ক. নফসের দাসত্ব।
খ. বাপ-দাদা, পরিবার ও
বংশের রসম-রেওয়াজের দাসত্ব।
গ. সাধারণ ভাবে দুনিয়ার মানুষের দাসত্ব-ধনী, রাজা, শাসনকর্তা, ভন্ড নেতা
এবং দুনিয়ার পথভ্রষ্ট জাতি গুলোর দাসত্ব এর মধ্যে গন্য।
0 Comments