প্রশ্নোত্তরঃ তাফহীমুল কুরআন – সূরা ইউনুস
উত্তরঃ আল্লাহর একত্ববাদ।
২. সুরা ইউনুসের ভাষণ সংখ্যা কত?
উত্তরঃ ১টি।
৩. রব শব্দের কয়টি অর্থ ও কি কি?
উত্তরঃ ৩টি অর্থ। লালনকারী , মালিক ও মনিব, সার্বভৌম ও নিরংকুশ শাসক ।
৪. ইবাদতের অর্থ কয়টি ও কি কি?
উত্তরঃ ৩টি। পূজা উপাসনা, দাসত্ব, আনুগত্য।
৫. হুদায়বিয়ার সন্ধি কারা ভংগ করে।
উত্তরঃ কুরাইশদের অতি উৎসাহি লোকেরা।
৬. হুদায়বিয়ার সন্ধি কেন ভংগ করা হয়েছিল।
উত্তরঃ সন্ধির সুযোগে ইসলামের ব্যাপক প্রচার, মুসলমাদের শক্তি বৃদ্ধি এবং বিজয়ের সম্ভাবনা দেখে।
৭. হুনাইনে কাফেরদের পরাজয়ের পর কোন সিদ্ধান্ত চূড়ান্ত রূপ ধারণ করে।
উত্তরঃ সমস্ত এলাকা হবে-দারুল ইসলাম বা ইসলামী রাষ্ট্র।
৮. তাবুকের অভিযানের আকস্মিক ফল কি ছিল।
উত্তরঃ বিভিন্ন প্রতিনিধি দলের আগমন, ইসলাম গ্রহণ ও আনুগত্য স্বীকার।
৯. তাবুকের অভিযান থেকে ফেরার পর আরবের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধি দল রাসূল (সাঃ) এর খেদমতে হাজির হয়ে আনুগত্য স্বীকার করে। কুরআনে এ ঘটনাকে কোন সুরায় বর্ণনা করা হয়েছে।
উত্তরঃ সুরা নাসর।
১০. তাবুকের অভিযান থেকে ফেরার পর আরবের বিভিন্ন অآল থেকে প্রতিনিধি দল রাসূল (সাঃ) এর খেদমতে হাজির হয়ে আনুগত্য স্বীকার করে। কুরআনে এ ঘটনাকে কিভাবে বর্ণনা করা হয়েছে।
উত্তরঃ যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। তখন তুমি দেখবে-দলে দলে লোক ইসলামে প্রবেশ করবে।
১১. তাবুক অভিযানের পর বিভিন্ন প্রতিনিধি দল রাসূল (সাঃ) এর সাক্ষাতে আসে। তাদের সংখ্যা কত।
উত্তরঃ ৭০ টি।
১২. রাসূল (সাঃ) ইসলামের দাওয়াতের জন্য বিভিন্ন এলাকায় প্রতিনিধি প্রেরণ করেন। একদল প্রতিনিধি জাতুত-তালাহ নামক স্থানে আক্রান্ত হয়। ঐ প্রতিনিধি দলের নেতা কে ছিলেন? মোট কতজন নিহত হন?
উত্তরঃ নেতা ছিলেন-কাআব ইবনে উমাইর গিফারী, নিহত হন ১৫ জন।
১৩. রাসূল (সাঃ) ইসলামের দাওয়াতের জন্য বিভিন্ন এলাকায় প্রতিনিধি প্রেরণ করেন। কাব বিন উমাইর (রা) এর নেতৃতে، একদল প্রতিনিধি আক্রান্ত হন। কোথায় আক্রান্ত হয়েছিলেন?
উত্তরঃ জাতুত-তালাহ নামক স্থানে।
১৪. নবী (সা) বসরা অধিপতি শুরাহবিল ইবনে আমরের নামে একটা দাওয়াত পত্র পাঠান। ঐ পত্র বাহক কে ছিলেন?
উত্তরঃ হারিস ইবনে উমাইর।
১৫. নবী (সা) বসরা অধিপতি শুরাহবিল ইবনে আমরের নামে একটা দাওয়াত পত্র পাঠান। সুরাহবিল পত্র বাহকের সাথে কি আচরণ করেন।
উত্তরঃ পত্র বাহককে হত্যা করেন।
১৬. সূরা ইউনুসের নাম করণ কিসের ভিত্তিতে হয়েছে?
উত্তরঃ ৯৮ নং আয়াত থেকে।
১৭. সূরা ইউনুসের আলোচ্য বিষয় কি হযরত ইউনুস (আঃ) এর জীবনী?
উত্তরঃ না।
১৮. সূরা ইউনুস কখন নাযিল হয়েছে?
উত্তরঃ মক্কী যুগের শেষ পর্যায়ে।
১৯. সূরা ইউনুসের বিষয়বস্তু কি?
উত্তরঃ দাওয়াত দেয়া, বুঝানো ও সতর্ক করা।
২০. সুরা ইউনুসের আয়াত ও রুকু সংখ্যা কত?
উত্তরঃ আয়াত-১০৯ এবং রুকু – ১১।
২১. নবীকে যাদুকর বলেছিল কারা?
উত্তরঃ কাফেররা।
২২. আল্লাহ আসমান জমীন কয়দিনে সৃষ্টি করেছেন?
উত্তরঃ মাত্র ৬ দিনে।
২৩. কিয়ামতে শাফায়াত করতে পারবে কারা?
উত্তরঃ যারা আল্লাহর অনুমতি পাবে।
২৪. আল্লাহর অনুমতি ছাড়া কেউ কি কারো শাফায়াত করতে পারবে?
উত্তরঃ না।
২৫. গায়েবের মালিক কে?
উত্তরঃ আল্লাহ।
২৬. দারুস সালাম বলতে কি বুঝানো হয়েছে এবং এর অর্থ কি?
উত্তরঃ দারুস সালাম বলতে জান্নাত বুঝানো হয়েছে। দারুস সালাম অর্থ শান্তির ঘর।
২৭. আল্লাহর মসজিদ সমূহের আবাদ বা রক্ষনাবেক্ষণকারী কারা হতে পারে?
উত্তরঃ যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে যাকাত আদায় করে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করেনা।
২৮. মসজিদে হারামের রক্ষনাবেক্ষণ ও হাজীদের পানি পান করানোর কাজ কাদের কাজের সমান নয়।
উত্তরঃ যারা আল্লাহর প্রতি ও আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, জিহাদ করে আল্লাহর পথে।
২৯. সূরা তাওবার অপর নাম কি?
উত্তরঃ বারায়াত।
0 Comments