প্রশ্নোত্তর - আল্লাহর পথে অর্থ ব্যয় - ফজিলা তাহের

1.  কোন নিয়ামতই হয়ে দাড়ায় অশান্তি, বিপর্যয় আযাবের কারণ?

2.  মানুষ যে কোন কিছুরই আসল মালিক নয়, তার সবচেয়ে বড় প্রমাণ কি?

3. সত্যিকার বুদ্ধিমান ব্যক্তি কে?

4.  চরম নির্বোধ ব্যক্তি কে?

5.  যেদিন কোন বেচাকেনা চলবে না, বন্ধুত্ব কোন কাজে আসবে না এবং কারো সুপারিশ ও কোন উপকারে আসবে না-সেই দিন আসার আগে ঈমানদারদেরকে কি করতে বলা হয়েছে?

6. রিযকের মুল উৎস কে?

7.  পাখি যদি বাসায় বসে থাকত তাহলে রিযক আপনা আপনি তার কাছে আসতো না তেমনি আল্লাহ তায়ালার সাধারণ প্রাকৃতিক বিধান কি?

8. গরীব হয় ধনীর ধনের মুখাপেক্ষী ধনীও তেমনি কিসের মুখাপেক্ষী হয়, কোন জিনিসের মুখাপেক্ষী হয়?

9.  কি না হলে মানব সভ্যতা একদিনেই অচল হয়ে যেতে বাধ্য হবে?

10.   আল্লাহ প্রদত্ত অর্থ ব্যবস্থার একটি অন্যতম মূলনীতি কি?

11.    প্রতিটি মানুষই আল্লাহ তায়ালার অত্যন্ত মুহাব্বাতের সৃষ্টি বিধায় তিনি কি চান না?

12.   রিযক কমবেশী দেয়ার তৃতীয় মূলনীতি সম্পর্কে আল্লাহ কি বলেন?

13.   সকল মানুষকেই সব ধরণের রিযক ও নিয়ামত প্রচুর পরিমাণে দেয়া হলে কি হতো?

14.    কুরআনে করীমের দৃষ্টিতে দুনিয়ার জীবন সামগ্রী দূপ্রকারের। তা কি কি?

15.   এমন জীবন সামগ্রী যা কেবল বৈষয়িক সুখভোগেই শেষ হয়ে যায় না, পরকালীন অনন্ত জীবনের মুক্তি ও সুখ শান্তি জন্যও হয় সহায়ক এই ধরণের জীবন সামগ্রীকে কি বলা হয়?

16.   এমন জীবন সামগ্রী, যা পেয়ে মানুষ ধোকা প্রতারণায় পড়ে যায়, তার নাম কি?

17.    বকরীর পাল ধ্বংস করার জন্য ছেড়ে দেয়া দুটি ক্ষুধার্ত নেকড়ে বকরীর পালের যতটুকু ক্ষতি করতে পারে, কোন জিনিস ততটুকু ক্ষতি করতে পারে?

18.   আদম সন্তানের বয়স বাড়ার সাথে সাথে দুটি বস্তু বাড়ে তা কি কি?

19.   প্রত্যেক জাতির জন্য একটি ফিতনা আছে উম্মতে মুহাম্মদীর জন্য ফিতনা কি?

20.   জিনিসটি আল্লাহ পাকের একটি অতুলনীয় নিয়ামত এ নিয়ামত যাকে দান করা হয় সে পরম সৌভাগ্যবান কিন্তু তা অর্জন করা বড় কঠিন কাজ সেই নিয়ামতটি কি?

21.   কোন প্রশ্নের সঠিক জবাব নির্ণয় করা খুবই কঠিন?

22.   মানুষের জীবনে এমন কিছু নূন্যতম মৌলিক প্রয়োজন আছে, যা অস্বীকার করা যায় না তা কি কি?

23.  আল্লাহ তায়ালার উপর তাওয়াক্কুল ও তার সাথে সম্পর্ক কিসের ভিত্তিতে নির্ধারিত হয়?

24.   কার জন্য দুনিয়ার জীবনের প্রয়োজন অতি সামান্য?

25.   কিয়ামতের দিন আল্লাহ তায়ালা বলবেনঃ আমার বাছাইকৃত-মনোনীত বান্দাগন কোথায়? এই মনোনীত বান্দাগনের পরিচয় কি?

26.  আমরা আল্লাহ পথে কি ব্যয় করবো? এই প্রশ্নের কুরআনী জবাব কি?

27.   আল্লাহ মানুষের আকৃতি ও ধন মালের দিকে দৃষ্টিপাত করবেন না তাহলে কোন কোন জিনিস দেখবেন?

28.  হে আমার প্রতিপালক! এই শহরকে শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দিন-এই দোয়া কে করেছিলেন?

29.   অতীত কালের বহু জাতির উত্থান পতনের দৃষ্টান্ত থেকে জানা যায় যে, অনেক জাতির উপরই আকস্মিকভাবে আল্লাহর গযব মেনে এসেছে এর মূল কারণ কি ছিল?

30.  দ জাতি উঁচু স্তম্ভ বিশিষ্ট স্মৃতি সৌধ নির্মাণ করত সামুদ জাতি কি করতো?

31.   হযরত হুদ আ.কে তাঁর জাতির লোকেরা কি বলে প্রত্যাখ্যান করেছিল?

32.  আমরা তাদের উপর শুধুমাত্র একটি প্রচন্ড ধ্বনি দিয়ে আঘাত হেনেছিলামকাদের ব্যাপারে আল্লাহ একথা বলেছেন?

33.  আনন্দে আত্মহারা হয়োনা, নিশ্চয়ই আল্লাহ দাম্ভিকদের ভালবাসেন নাএই কথা কারা কাকে বলল?

34.   শুধুমাত্র আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করলেই কুফরী হয় না, বরং কোন কোন কাজ শিরক করার মত সমান অপরাধ?

35.  তিনটি বস্তুর মানদন্ডের মাধ্যমে আল্লাহর প্রিয় ও পছন্দনীয় হওয়া সম্ভব তা কি কি?

36.  আল্লাহকে ভালবাসার প্রধান শর্ত কি?

37.   দুনিয়াতে মুসাফির বা পথচারীর ন্যায় জীবন-যাপন করেএই কথাটি রাসূল সা. কাকে বলেছিলেন?

38.  আল্লাহর রাসূল সা. এর সাহাবী হযরত আব্দুর রাহমান ইবনে আউফের সবচেয়ে বড় পরিচয় কি?

39.  আল কুরআন থেকে হিদায়াত ও রহমান লাভের একটি অন্যতম শর্ত কি?

40.   আল্লাহর পথে অর্থ ব্যয়ের সর্বোত্তম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত কি?

41.    আল্লাহ পাকের নির্দেশিত বাধ্যতামূলক দানকে কি বলা হয়?

42.   দ্বীন কায়েমের প্রয়োজনে যে অর্থ ব্যয় তা সওয়াবের দৃষ্টিতে উত্তম আর বাস্তবতার আলেঅকে কি?

43.   মানুষের মধ্যে সবচেয়ে ভাল কে? এমন প্রশ্নের জবারে রাসূল সা. কি বলেছেন?

44.    যুগ যুগ ধরে ইকামাতে দ্বীনের আন্দোলনের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে কোন কোন শ্রেণীর লোকেরা তাওহীদের দাওয়াতে অনুকূল সাড়া দিয়ে এসেছ?

45.   মুতরাফ অর্থ কি?

46.   মুস্তাদআফীন কারা?

47.    তুমি বলছ, দুর্বল ও বিত্তহীন লোকেরাই তাঁর অনুসরণ করছেএই কথাটি কে কাকে বলেছিল?

48.   বিত্তবান ও প্রভাবশালী শব্দের আরবী কি?

49.   নবীর চারপাশেজাতির কোন শ্রেণীর লোকেরাই ভীড় জমায়?

50.   আল্লাহর পথে ধন-মাল ব্যয় করা সত্যিকার অর্থেই একটি বড় কঠিন কাজ কিন্তু কেন?

51.   আদম সন্তান যদি দুটি উপত্যকা ভর্তি সম্পদ পায় তবুও সে তৃতীয় উপত্যকা পেতে আগ্রহী হবে তাহলে আদম সন্তানের পেট কোন কোন বস্তু ছাড়া ভরা যাবে না?

52.   আমাদেরকে যা কিছু দেয়া হয়েছে তা যদি হয় শুধু পৃথিবীর কয়েক দিনে জীবনের সামগ্রী মাত্র তাহলে যা আল্লাহর নিকট রয়েছে, তা কি?

53.  আল্লাহর পথে অর্থ-সম্পদ ব্যয়ের গুরুত্বপূর্ণ মূলনীতির প্রথমটি কি?

54.   কতক্ষণ পর্যন্ত প্রকৃত কল্যাণ লাভ করতে পারবে না?

55.  নবী সা. এর বক্তব্য অনুযায়ীযে লোক দেখানোর জন্যে দান-খয়রাত করে”-সে কি করল?

56.  যে দান ফরয সে দান প্রকাশ্যে দান করাই অধিক ভাল কেন?

57.   রাসূল সা. এর বক্তব্য অনুযায়ী যা কিছু পিছনে রেখে যাওয়া হয়, তা উত্তরাধিকারীদের ধন-মাল তাহলে নিজেদের ধন-মাল কি?

58.  আল্লাহর পথে অর্থ-সম্পদ ব্যয়ের গুরুত্বপূর্ণ মূলনীতির সমূহের সর্বশেষ মূলনীতি কি?

59.   হে পুত্র, আমি দেখতেছি তুমি শুধু দূর্বল লোকদেরকে মুক্ত করতেছো শক্তিশালী দৃঢ় কর্মক্ষম যুবকদের জন্যে তুমি এ অর্থ ব্যয় করতে তবে তারা তোমার শক্তি বৃদ্ধির কারণ হতে পারতোকে তার পুত্রকে এই কথা বলেছিলেন? উত্তরে পুত্র কি বলেছিলেন?

60.  আল্লাহর পথে অর্থ ব্যয়ের সবচেয়ে বড় পুরস্কার কি?

61.   কুরআনের কোন আয়াতের গভীরে নিহিত রয়েছে ঈমানের মূল স্পিরিট?

62.  মানুষের বিশ্বাস ও আমল এ উভয়ের উপর তার নিজস্ব যে আজাদী ও ইখতিয়ার তা আল্লাহর তায়ালার কাছে বিক্রি করে দেয়া তথা আল্লাহর মর্জি ও নির্দেশ অনুযায়ী তা ভোগ ও ব্যয় ব্যবহার করার অর্থ কি?

63.  আল্লাহ ও বান্দার মধ্যে পারস্পরিক ক্রয়-বিক্রয়ের যে চূক্তির কথা বলা হয়েছে, সেই চূক্তির নাম কি?

64.   করযে হাসানা এর শাব্দিক অনুবাদ কি?

65.  কর্জে হাসান প্রদান কারীর জন্য দুটি ওয়াদা কি কি?

66.  এমন একটি দানা, যা যমীনের রোপন করার পর তা থেকে সাতটি ছড়া উৎপন্ন হয় এবং প্রতিটি ছড়ার একশতটি করে দানা হয় এই দানার সাথে তুলনা করা হয়েছে কোন জিনিসকে?

67.   দানকারী ব্যক্তি কোন কোন জিনিসের নিকটবর্তী থাকে এবং কোন জিনিস থেকে দূরে থাকে?

68.  কৃপণ ব্যক্তি কোন জিনিসের নিকটবর্তী থাকে এবং কোন কোন জিনিস থেকে দূরে থাকে?

69.  কোন দানকে আল্লাহ তাঁর ডান হতে গ্রহণ করেন?

70.   ঈমানদার লোকদের চরিত্রের একটি অপরিহার্য মৌলিক বৈশিষ্ট কি?

71.    কোন পন্থা অবলম্বন করলে সমাজে অনাকাংখিত অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি হতে পারে না?

72.   চারটি কাজকে কুরআনে ঘৃণ্য বস্তু ও শয়তানী কাজ বলা হয়েছে। তা কি কি?

73.   ব্যক্তির বুদ্ধি ও বিচক্ষণতার পরিচয় পাওয়া যায় কোন কাজের মাধ্যমে?

74.    কুরআনের কোন সূরায় জাহান্নামকে আল্লাহর আগনবলা হয়েছে?

75.   লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়াঅর্থ কি?

76.   রাসূলে করীম সা. দুনিয়ার বুকে যে সর্বোত্তম সমাজের ভিত্তি স্থাপন করেছিলেন, সে সমাজের প্রথম নমূনা কারা?

77.    সাহাবায়ে কিরামরা ৬টি গুণের মূর্ত প্রতীক ছিলেন গুণগুলী কি কি?

78.   সাহাবায়ে কিরামদের মধ্যে কোন অনুভূতি সদাজাগ্রত ছিল?

79.   নবী করীম সা. বলেছেনঃ আমার উম্মতের মধ্যে একটি ফিরকাই নিশ্চিত জান্নাতি হবে তারা কারা?

80.  রাসূলে করীম সা. এর সাহাবীরা দুই নামে পরিচিত ছিলেন তা কি কি?

81.   সাহাবীদের মধ্যে মুহাজির ও আনসার কারা?

82.  বনু নজীর অঞ্চল মুসলমানদের আয়ত্তে আসার পর রাসূল সা. পরিত্যাক্ত জমি ও খেজুর বাগান মুহাজিরদের মধ্যে বাগ করে দিতে চাইলে আনসাররা কি বললেন?

83.  বনু নজীর অঞ্চল মুসলমানদের আয়ত্তে আসার পর রাসূল সা. পরিত্যাক্ত জমি ও খেজুর বাগান মুহাজিরদের মধ্যে বাগ করে দিতে চাইলে আনসাররা কি বললেনঃ এ জমি-জায়গাগুলো আপনি তাদের মধ্যে ভাগ করে দিন আর আমাদের বিষয় সম্পত্তি থেকেও আপনি যা চান তাদের মধ্যে ভাগ করে দিতে পারেন একথা মুনে হযরত আবু বকর কি বললেন?

84.   বাহরাইন এলাকা ইসলামের অন্তর্ভূক্ত হলে রাসূল সা. বিজিত জমি ও জায়গা আনসারদের দিতে চাইলে তারা কি বললেন?

85.  কে তার বাগানখানি আল্লাহকে ঋণ প্রদান করেন? ঐ বাগানে কতটি খেজুর গাছ ছিল?

86.  আল্লাহর পথে নিজের খেজুর বাগান দান করার পর হযরত আবুদ দাহদাহ রা. বাড়ীতে গিয়ে তার স্থীকে বললেনঃ দাহদাহর মা, ঘর থেকে বের হয়ে আস। আমি এ বাগানখানা আমার আল্লাহকে ঋণ দিয়েছি। জবাবে উনার স্ত্রী কি বলেছিলেন?

87.   বীরেহাআনামক খেজুর বাগানের মালিক কোন সাহাবী ছিলেন?

88.  ইসলামী আন্দোলনের প্রাথমিক পর্যায়ে চরম দুর্দিনে যে তিনজন অন্যতম ব্যক্তিত্ব রাাসূল সা.কে সার্বিক সাহায্য সহযোগিতার মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠার কাজকে গতিশীল করে তুলেছিলেন, তারা কারা?

89.  নবুয়াতের ৭ম বছরে কুরাইশরা মুসলমানদের বয়কট করলে মুসলমানরা কোথায় আশ্রয় গ্রহণ করেন?

90.   আপনি একজন বৃদ্ধার কথা মনে করছেন, যিনি মারা গেছেন অথচ আল্লাহ তাঁর চেয়ে অনেক উত্তম স্ত্রী আপনাকে দান করেছেন  এই উক্তিটি কার?

91.   ইসলাম গ্রহণকালীন সময়ে হযরত আবু বকর সিদ্দিক রা. এর কাছে কতটুকু অর্থ ছিল? হিজরত কালীন সময়ে কতটুকু অর্থ বাকী ছিল?

92.   রাসূল সা. প্রতিটি মানুষের ইহসান পরিশোধ করেছেন কিন্তু একজন মানুষের ইহসান পরিশোধ করতে অক্ষম ছিলেন সেই ব্যক্তি কে?

93.  হে আল্লাহর রাসূল! এ দেখুন আমি এ উট দুটি এ কাজের জন্যই প্রস্তুত করে রেখেছি” – এই উক্তিটি কার? কোন কাজের জন্য উট প্রস্তুত করে রাখা হয়েছিল?

94.   তাবুকের যুদ্ধে হযরত আব্দুর রহমান ইবন আউফ রা. কত অর্থ রাসূল সা. এর হাতে তুলে দেন?

95.   তাবুকের যুদ্ধে আবু বকর রা. এর দান গ্রহণ করে রাসূল সা. জিজ্ঞেস করলেনঃ আবু বকর! ঘরে কি রেখে এসেছো? উত্তরে হযরত আবু বকর রা. কি বলেছিলেন?

96.  আল্লাহর রাসূল সা. কোন সাহাবীর সাথে হযরত আব্দুর রহমান ইবন আউফ রা. এর ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দেন?

97.   মদীনায় হিজরত কালীন সময়ে মদীনার খাযরাজ গোত্রের নেতা কে ছিলেন?

98.  আনসারদের সকলে জানে আমি একজন ধনাঢ্য ব্যক্তি আমি আমার সকল সম্পদ সামান দূভাগে ভাগ করে দিতে চাই আমার দূজন স্ত্রীও আছে আমি চাই, আপনি তাদের দূজনকে দেখে একজনকে পছন্দ করুন আমি তাকে তালাক দেবো অতপর আপনি তাকে বিয়ে করবেনএই উক্তিটি কার? কাকে উদ্দেশ্য করে এই উক্তি করেন

99.   আনসারদের সকলে জানে আমি একজন ধনাঢ্য ব্যক্তি আমি আমার সকল সম্পদ সামান দূভাগে ভাগ করে দিতে চাই আমার দূজন স্ত্রীও আছে আমি চাই, আপনি তাদের দূজনকে দেখে একজনকে পছন্দ করুন আমি তাকে তালাক দেবো অতপর আপনি তাকে বিয়ে করবেনহযরত সাদ বিন রাবী রা. এর এমন প্রস্তাবের পর হযরত আব্দুর রহমান বিন আউফ রা. কি বলেছিলেন?

100.কার আত্মত্যাগ ও কুরবানীর দৃষ্টান্ত মুসলিম উম্মাহ তথা মানব জাতির ইতিহাসে অপূর্ব অতুলনীয়?

পিডিএফ ডাউনলোড




Post a Comment

0 Comments