ঈমান শব্দের অর্থ কি? মু’মিন কাকে বলে? – মুহাম্মদ নজরুল ইসলাম


মুহাম্মদ নজরুল ইসলামঃঃ 
ঈমান মানে বিশ্বাস। যে বিষয়ে সরাসরি জ্ঞান নেই, অথচ সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হচ্ছে। এমন অবস্থায় বাধ্য হয়ে পরোক্ষ জ্ঞানের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেয়া হয়, তার নাম ‘ঈমান’। আর এ ধরণের ঈমান বা বিশ্বাস ছাড়া মানুষের জীবন অচল। মানুষের বিশ্বাস আর কাজ দূ’রকম হয়না। মুসলিম হতে হলে বিশ্বাস জরুরী। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার নিজ সত্ত্বা, গুণ, ক্ষমতা, অধিকার ইত্যাদি সম্পর্কে পরিপূর্ণ অবগত হয়ে তাঁর এই সব বিষয়ে কেউ অংশীদার নাই এই কথা মনে প্রাণে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি প্রদান করা আর বাস্তব জীবনে কথা ও কাজে প্রমাণ দেয়ার নাম ঈমান। যে উপরোক্ত পদ্ধতি অনুযায়ী ঈমান গ্রহণ করে, তাকে মু’মিন বলা হয়। পরিপূর্ণ ঈমানের জন্য আল্লাহর প্রতি ঈমানের পর তাঁর ফেরেশতা, কিতাব সমূহ, রাসূলগন, আখেরাতের দিন, তাক্বদীরের ভাল মন্দ আল্লাহর তরফ থেকে হওয়া এবং মরার পর আবার জীবিত হয়ে পূণরুত্থিত হওয়ার প্রতি ঈমান আনতে হয়।

Post a Comment

0 Comments