আমি উলামায়ে কিরামদের এই অবস্থানকে স্বাগত জানাচ্ছি। আমাদের
সকল প্রচেষ্ঠাকে আল্লাহ কবুল করুন-এই দোয়া করছি।
প্রসংগতঃ উল্লেখ করতে চাই যে,
১. আমরা একটা কিছু করছি, তা মিডিয়াতে এতো প্রচারের
প্রয়োজন কতটুকু-তা বোধগম্য নয়।
২. বৃহত্তর সংগঠনের প্রতিষ্ঠাতা এই সংগঠন প্রতিষ্ঠার পর
প্রতিষ্ঠাতা সদস্যদের সমাবেশে সমাপনি বক্তব্যে ৫টি বিষয়ের নসিহত করেছিলেন। পঞ্চম
নম্বর নসিহতটি ছিলঃ ঐসব কর্মকান্ড থেকে দূরে থাকা উচিত, যা
মুসলমানদের মধ্যে ফিরকা সৃষ্টি করে।
এজন্য তিনি তিনটি নির্দিশ প্রদান করেনঃ
ক. নিজেদের নামায সাধারণ মুসলমান থেকে পৃথকভাবে পড়বেন না।
খ. নামাযে নিজেদের জামায়াতকে পৃথক করবেন না।
গ. কোন বিতর্কে লিপ্ত হবেন না।
আমি সম্মানিত ভাইদের উদ্দেশ্য করে বিনীত আরজ করতে চাইঃ
আমাদের বক্তব্য মন্তব্য কি বিতর্কের পর্যায়ে পড়ে?
যারা সহিহ নিয়তে সংগঠনের কল্যাণে অন্যদের সমালোচনা করতে
গিয়ে তাদের বিরুদ্ধে কলমের ক্ষেপনাস্র প্রয়োগ করছি, তারা কি কখনো একথাটি চিন্তা
করেছেন যে, এই ধরণের বক্তব্যের মধ্য দিয়ে কাউকে নিজেদের মতে আনা যায়না।
অতএব,
আসুন!
কাজ করি আমার মালিককে খুশী করার জন্য।
কাজ করি মালিককে দেখিয়ে।
কাজ করি নিরবে নিভৃতে, হিকমাত আর উত্তম ভাষনের মাধ্যমে।
কাজ করি বৃহত্তর সংগঠনের রাহবারের হেদায়াত অনুযায়ী।
তারিখঃ ২৬ সেপ্টেম্বর ২০২১
0 Comments