প্রশ্নোত্তর : রিয়াদুস
সালেহীন-দ্বিতীয় খণ্ড
1.
ইমাম মুহিউদ্দীন
ইয়াহইয়া আন-নববী র. হিজরী কত শতকের হাদীস বিশারদ?
2. ইমাম মুহিউদ্দীন ইয়াহইয়া আন-নববী র. জীবনকাল কত বছর ছিল।
3.
রিয়াদুস
সালেহীন হাদীস গ্রন্থে বিভিন্ন সহীহ হাদীস গ্রন্থগুলো থেকে কয়টি হাদীস সংকলন করা
হয়েছে?
4.
রিয়াদুস
সালেহীন হাদীস গ্রন্থের বাংলা অনুবাদের প্রথম খন্ড কখন প্রকাশিত হয়?
5. “মানুষের বাহ্যিক কাজের উপর শরয়ী নির্দেশ বাস্তবায়িত
হবে; আর তাদের আভ্যন্তরীণ অবস্থা আল্লাহর উপর সমর্পিত।” এই বক্তব্যের পক্ষে কুরআনের দলীল কি?
6.
ইবনে উমর
রা. বর্ণিত হাদীসে রাসূল সা. বক্তব্য অনুযায়ী
কোন ৩টি কাজ করলে একজন ব্যক্তি তার রক্ত ও সম্পদ নিরাপদ করে নিতে পারবে?
7.
ইসলামের
হক তাদের উপর থাকবে। আর তাদের
প্রকৃত ফায়সালা আল্লাহ তা'আলার উপর সমর্পিত। - এখানে ইসলামে হক বলতে কি বুঝানো হয়েছে?
8.
কার জান
ও মাল নিরাপদ হয়ে গেল; আর তার হিসাব মহান আল্লাহর উপর সমর্পিত?
9.
إِنَّهُ بِمَنْزِلَتِكَ - কথার অর্থ কি?
10.
إِنَّكَ بِمَنْزِلَتِهِ
- কথার অর্থ কি?
11.
যখন আমরা
তার উপর চড়াও হই অমনি সে বলে উঠলো লা ইলাহা ইল্লাল্লাহ্। (এ কথা শুনেই) আনসারী থেমে যায়; আর আমি আমার বর্শার
আঘাতে তাকে হত্যা করি। কে
হত্যা করেন এবং কোথায় হত্যা করেন?
12. الْحُرَقَةِ - কি?
13. مُتَعَوِّذًا - অর্থ কি?
14.
কিয়ামাতের
দিন তুমি লা ইলাহা ইল্লাল্লাহর কী উত্তর দেবে? এমন প্রশ্ন কে কাকে
করেছিলেন?
15.
হযরত উমর
রা. বলেন, রাসূলুল্লাহ সা. এর যুগে মানুষকে ওহীর
মাধ্যমে যাচাই করা হতো। আর এখন তো ওহী বন্ধ হয়ে গেছে। সুতরাং আমরা এখন থেকে তোমাদের যাচাই করবো। প্রশ্ন হলো: কিসের মাধ্যমে যাচাই
করা হবে?
16.
কেউ কাউকে
চপেটাঘাত করলো; কিন্তু মুখে বললো, আমি
মনে মনে তাকে খুবই ভালোবাসি। তাকে তো কি বলা যায় না?
17.
যে ব্যক্তি
তার রবের সামনে দাঁড়াতে ভয় করে তার জন্য কয়টি উদ্যান থাকবে?
18.
প্রত্যেককে
তার মায়ের পেটে থাকা অবস্থায় চারটি বিষয় লেখার আদেশ করা হয়। তা কি কি?
19.
মায়ের পেটে
মানুষ কয়টি পর্যায় অতিক্রম করে এবং তা কি কি?
20. কিয়ামাতের দিন জাহান্নামীদের মধ্যে সবচাইতে লঘু শাস্তিপ্রাপ্ত
ব্যক্তির শাস্তি কি হবে?
21.
আর-রাশহু
অর্থ কি?
22. রাসূল সা. যা জানেন, তা যদি সাহাবায়ে কিরাম জানতে পারতেন,
তাহলে কি করতেন?
23. আল-খানীন অর্থ কি?
24. আবু হুরাইরা রা. থেকে বর্ণিত হাদীস থেকে জানা যায়, তিনি কোন বস্তুর গড়িয়ে পড়ার শব্দ শুনতে পেলেন। এটা কিসের শব্দ ছিল?
25. কিয়ামাতের দিন (হাশরের ময়দানে) বান্দাহ তার স্থানেই দাঁড়িয়ে
থাকবে, যে পর্যন্ত না তাকে জিজ্ঞেস করা হবে ৪টি বিষয়। তা কি কি?
26. রাসূলুল্লাহ সা. এ আয়াত পাঠ করলেনঃ "সেদিন তা (যমীন) তার
সমস্ত বিষয় বর্ণনা করবে" অতঃপর তিনি জিজ্ঞেস করলেনঃ তোমরা কি জানো সেদিন যমীন
কী বর্ণনা করবে? যমীন যে বিষয় বর্ণনা করবে তা কি?
27. আল্লাহর সামগ্রী খুবই মূল্যবান। আল্লাহর সামগ্রী কি?
28. কিয়ামাতের দিন লোকদের খালি পায়ে, উলংগ শরীরে এবং খাতনাহীন অবস্থায় সমবেত করা হবে। হযরত আয়েশা রা. জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! সমস্ত নারী-পুরুষ একসাথে হলে তো তারা একে অপরকে দেখবে?
তিনি বলেনঃ হে আয়িশা! মানুষ যা কল্পনা করে সেদিনের পরিস্থিতি তার চাইতেও
ভয়াবহ রূপ ধারণ করবে। কিন্তু
অপর বর্ণনা অনুযায়ী রাসূল সা. অন্য
উত্তর দিয়েছেন। তা কি?
29. আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, সে যে কোন আমলই করুক। কাকে
জান্নাতে প্রবেশ করাবেন?
30. হযরত আবু যার রা. বর্ণিত হাদীস অনুযায়ী যে ব্যক্তি একটি সৎ কাজ
করবে, সে কতটুকু সওয়াব
পাবে?
31.
হযরত
আবু যার রা. বর্ণিত হাদীস অনুযায়ী যে ব্যক্তি একটি অন্যায় করবে, সে কতটুকু অন্যায়ের শাস্তি পাবে?
32. যে ব্যক্তি পৃথিবী সমান গুনাহ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাত করবে, আল্লাহ তার সাথে অনুরূপ (পৃথিবীভর্তি) ক্ষমা নিয়ে সাক্ষাত করবেন। তবে একটি
শর্ত। তা কি?
33. এক বেদুঈন নবী সা. এর কাছে এসে বললো, ইয়া রাসূলাল্লাহ! অবধারিত বিষয় দু'টি কী কী? তিনি বলেনঃ যে ব্যক্তি আল্লাহর সাথে কোন কিছুকে শরীক না করে মারা যায়,
সে জান্নাতে যাবে। আরেকটি কি?
34. রাসূল সা. হযরত মুআয রা.কে বললেন” যে কোন ব্যক্তি আন্তরিক বিশ্বাসের
সাথে সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ
তাঁর বান্দাহ ও রাসূল, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম
করে দেবেন। হযরত মুআয জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি কি এ ব্যাপারে মানুষকে অবহিত করবো না যাতে তারা সুসংবাদ
গ্রহণ করতে পারে? জবাবে রাসূল সা. কি বললেন?
35. যে কোন ব্যক্তি আন্তরিক বিশ্বাসের সাথে সাক্ষ্য দেবে যে, আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ তাঁর বান্দাহ ও রাসূল,
আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি কি এ ব্যাপারে মানুষকে অবহিত করবো না যাতে তারা সুসংবাদ
গ্রহণ করতে পারে? তিনি বলেনঃ (না) তাহলে তারা এটার উপর নির্ভর
করেই বসে থাকবে। রাসূল সা. এই কথার পরও হযরত মুআয কেন হাদীসটি বর্ণনা করলেন? কখন বর্ণনা করলেন?
36. তাবুক যুদ্ধের সময় মুসলিম বাহিনীতে দুর্ভিক্ষ দেখা দিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি অনুমতি দিলে আমরা আমাদের উট যবেহ করে খেতে পারি,
চর্বি দিয়ে তেলও বানাতে পারি। অতঃপর রাসূলুল্লাহ সা. বলেনঃ ঠিক আছে, তাই কর। কিন্তু হযরত উমর রা. ভিন্ন মত পোষণ করে কি বললেন?
37. ইতবান ইবনে মালিক রা. কোন যুদ্ধে শাহাদাত বরণ করেন?
38. 'খাযিরা' কি?
39. একজন সাহাবী জনৈক সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, সে তো মুনাফিক, সে আল্লাহ ও তাঁর রাসূলকে ভালোবাসে না। রাসূলুল্লাহ সা. বললেন?
40. রাসূলুল্লাহ সা. বলেছেনঃ আল্লাহ যখন সমস্ত মাখলুক সৃষ্টি করেন, তখন তাঁর কাছে আরশের উপর বিদ্যমান একটি কিতাবে লিখে রাখেন। কি লিখে রাখেন?
41.
আল্লাহ করুণাকে
এক শত ভাগে বিভক্ত করেছেন, অতঃপর নিরানব্বই ভাগই তাঁর কাছে রেখেছেন এবং
মাত্র একভাগ পৃথিবীতে পাঠিয়েছেন। এই একটিমাত্র অংশের কারণে কি হয়?
42. মহান আল্লাহর বাণীঃ "সে যা ইচ্ছা তাই করুক"-এর অর্থ
কি?
43. وَتُوبُوا إِلَى اللهُ تَوْبَةً نَصُوحًا অর্থাৎ 'খালিছ দিলে আল্লাহর কাছে তাওবা
কর'। এর মানে কি?
44. তোমরা যদি গুনাহ না করতে, তাহলে আল্লাহ
তোমাদের তুলে নিয়ে যেতেন এবং তোমাদের জায়গায় এমন এক কাউমকে আনতেন। সেই কওমের বৈশিষ্ট কি?
45. হযরত মুআ‘য ইবনে জাবাল রা. বর্ণিত হাদীসের আলোকে: বান্দার উপর আল্লাহর হক কী এবং আল্লাহর উপর বান্দার
হক কী?
46. মুসলিমকে যখন কবরে জিজ্ঞাসাবাদ করা হবে, তখন সে সাক্ষ্য দেবেঃ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ্ নেই এবং মুহাম্মাদ সা. আল্লাহর
রাসূল। এভাবে সাক্ষ্য দেয়াটা মহান
আল্লাহর কোন বাণীকে প্রমাণ করে?
47. কাফির ব্যক্তি কোনো
সৎ কাজ করলে দুনিয়াতেই তাকে এর স্বাদ গ্রহণ করতে দেয়া হয়। আর ঈমানদারের সৎ কাজগুলো আল্লাহ কি করেন?
48. জাবির রা. থেকে বর্ণিত হাদীস অনুযায়ী পাঁচ ওয়াক্ত নামাযের দৃষ্টান্ত
কি?
49. কোন ধরণের চল্লিশজন লোক কারো জানাযায় শরীক হলে মৃতের পক্ষে তাদের
সুপারিশ গ্রহণ করা হয়?
50. প্রত্যেক মানুষের জন্যই জান্নাতে একটি স্থান এবং জাহান্নামে
একটি স্থান আছে। কোন ঈমানদার যখন জান্নাতে
প্রবেশ করবে, তখন জাহান্নামে তার স্থানটির কি হবে?
51.
'ফিকাকুকা'
শব্দের অর্থ কি?
52. কিয়ামাতের দিন মুমিন ব্যক্তিকে তার রবের কাছে নিয়ে আসা হবে, এমনকি তিনি তাকে তাঁর রহমতের পর্দায় ঢেকে রাখবেন। অতঃপর তিনি তাকে তার সমস্ত গুনাহর কথা স্বীকার
করাবেন এবং বলবেনঃ তুমি কি এই গুনাহ চিনতে পারছো, তুমি কি এই
গুনাহ চিনতে পারছো? সে বলবে, হে আমার রব। আমি চিনতে পারছি। তখন আল্লাহ কি বলবেন?
53. "আর তুমি দিনের দুই প্রান্তে ও রাতের কিছু অংশে নামায কায়েম
কর। নিশ্চয় সৎ কাজসমূহ গুনাহর
কাজসমূহকে মুছে ফেলে" কুরআনের এই আয়াতটি মাত্র একজন সাহাবীর জন্য প্রযোজ্য,
না অন্য কিছু?
54. আনাস রা. থেকে বর্ণিত হাদীসের বিবরণ অনুযায়ী আল্লাহ কোন বান্দার
উপর অবশ্যই সন্তুষ্ট থাকেন?
55. আবু নাজীহ আমর ইবনে আবাসা আস-সুলামী রা. রাসূল সা.কে প্রশ্ন
করলেন: আল্লাহ আপনাকে কোন জিনিসসহ পাঠিয়েছেন? জবাবে রাসূল সা.
কি বললেন?
56. একজন সাহাবী রাসূল সা.কে বললেন: আমিও আপনার অনুসারী। রাসূল সা. বললেন: এ সময়ে তুমি আমাকে অনুসরণ করতে
সক্ষম হবে না। তুমি কি আমার ও লোকদের অবস্থা
দেখতে পাচ্ছো না? বরং এখন তুমি তোমার বাড়ি ফিরে যাও। যখন তুমি শুনতে পাবে যে, আমি বিজয়ী হয়েছি, তখন আমার কাছে এসো। রাসূল সা. কোন
সাহাবীকে এই কথা বললেন?
57. মুখ, মুখ-গহ্বর ও নাকের গুনাহসমূহ ঝরে যায় কি
করলে?
58. আল্লাহ তা'আলা যখন কোনো জাতির উপর অনুগ্রহ
করার ইচ্ছা করেন, তখন কি করেন?
59. আল্লাহ তা'আলা যখন তিনি কোনো সম্প্রদায়কে
ধ্বংস করতে চান, তখন কি করেন?
60. বান্দা যখন বলে, "আমি আমার বিষয় আল্লাহর কাছে সমর্পণ করছি। আল্লাহ বান্দাদের প্রতি দৃষ্টি রাখেন।" তখন আল্লাহ কি করেন?
61.
মহামহিম
আল্লাহ বলেনঃ "আমি আমার বান্দার ধারণা অনুযায়ীই আছি। এর মানে কি?
62. মানুষের মধ্যে কেউ বৃক্ষলতাহীন মরু প্রান্তরে তার হারানো বস্তু
পেয়ে যেরূপ আনন্দিত হয়, আল্লাহ তার চাইতেও বেশী আনন্দিত হোন কখন?
63. তোমাদের কেউ যেন মহামহিম আল্লাহর প্রতি সুধারণা না রেখে মারা
না যায়। এই কথাটি নবী সা. ইনতিকালের কতদিন আগে বলেছেন?
64. ঈমানদাররা কেউ তাঁর জান্নাতের লোভ করতো না। আর কাফিররা কেউ তাঁর জান্নাতে থেকে নিরাশ হতো
না। তা কখন?
65. প্রত্যেকের জুতার ফিতার চাইতেও নিকটবর্তী কোন কোন জিনিস?
66. রাসূল সা. বললেন: আমি অপরের তিলাওয়াত শুনতে ভালোবাসি। কাকে উদ্দেশ্য করে রাসূল সা. একথা বললেন?
67. রাসূল সা. এর সামনে যখন হযরত ইবনে মাসউদ তিলাওয়াত করলেনفَكَيْفَ
إِذَا جِئْنَا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٌ وَجِئْنَا بِكَ عَلَى هُؤُلَاءِ شَهِيدًا তখন রাসূল সা. কি বললেন এবং তখন
তাঁর অবস্থা কেমন হয়েছিল?
68. যে ব্যক্তি আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে সে জাহান্নামে প্রবেশ
করবে না, যে পর্যন্ত দুধ স্তনে ফিরে না আসে। এখানে দুধ স্তনে ফিরে না আসা মানে কি?
69. আল্লাহর পথে জিহাদে ধুলো মলিন (পদদ্বয়) এবং জাহান্নামের ধোঁয়া
কখনো একত্র হবে না-এর মানে কি?
70. সাত ধরনের লোককে আল্লাহ সেদিন তাঁর সুশীতল ছায়াতলে স্থান দেবেন, যেদিন তাঁর ছায়া ছাড়া অন্য কোনো ছায়াই থাকবে না। যে কোন তিনটি উল্লেখ করুন।
71.
কোন
সাহাবীর সামনে সূরা আল বায়্যিনাহ পড়তে রাসূলকে আল্লাহ আদেশ করেছেন?
72. কোন সাহাবীকে কাফন দেয়ার মতো কোন কাপড়ের ব্যবস্থাই ছিল না একটি
চাদর ছাড়া। তা দিয়ে তাঁর মাথা ঢাকা হলে
তাঁর পা দু'টি অনাবৃত হয়ে যেতো এবং পা ঢাকা হলে তাঁর মাথা
অনাবৃত হয়ে যেতো।
73. মহান আল্লাহর কাছে দু'টি বিন্দুর (ফোঁটা)
চাইতে প্রিয় বস্তু আর কিছু নেই। তা কি
কি?
74. মহান আল্লাহর কাছে দু'টি নিদর্শন বা চিহ্নের
চাইতে প্রিয় বস্তু আর কিছু নেই। তা কি
কি?
75. “যেরূপ আমি আসমান থেকে
পানি বর্ষণ করলাম, অতঃপর এর সাহায্যে যমীনের সেসব উদ্ভিদ অত্যন্ত
ঘন হয়ে উৎপন্ন হলো, যেগুলো মানুষ এবং পশুরা ভক্ষণ করে। অতঃপর যমীন যখন পরিপূর্ণ সুদৃশ্য রূপ পরিগ্রহ
করলো এবং শোভনীয় হয়ে উঠলো, আর এর মালিকরা মনে করতে লাগলো যে, তারা এর পূর্ণ অধিকারী হয়ে গেছে, তখনি দিনে অথবা রাতে
আমার পক্ষ থেকে কোন আপদ। এসে পড়লো, আর আমি এগুলোকে এমনভাবে নিশ্চিহ্ন করে দিলাম,
যেনো গতকালও এগুলোর কোন অস্তিত্বই ছিলো না।” এই অবস্থার বিবরণ দেয়া হয়েছে কি বুঝানোর জন্য?
76. “পানির ন্যায় যা আমি
আসমান থেকে বর্ষণ করি। অতঃপর এর
সাহায্যে যমীনের উদ্ভিদসমূহ ঘন সন্নিবিষ্ট হয়ে উৎপন্ন হলো এবং পরে তা শুকিয়ে চূর্ণবিচূর্ণ
হয়ে গেলো এবং বাতাস এগুলোকে উড়িয়ে নিয়ে গেলো।” এ গুলো কিসের উপমা?
77. জেনে রাখ, দুনিয়ার জীবন তো কেবল ৩টি
বিষয়। বিষয়গুলো কি কি?
78. ছয়টি জিনিস, যার আকর্ষণ মানুষের নিকট সুশোভিত করা হয়েছে এবং
যেগুলো দুনিয়ার জীবনের উপকরণ। তা কি
কি?
79. আখিরাতের জীবনই প্রকৃত জীবন। তাহলে দুনিয়ার জীবন কি? সূরা আল আনকাবুতের
বর্ণনার আলোকে জবাব দিন।
80. রাসূল সা. তার সাহাবীদের উদ্দেশ্য করে বললেনঃ তোমাদের জন্য আমি
দারিদ্র্যের ভয় করছি না। তাহলে কিসের ভয় করেছেন?
81.
রাসূলুল্লাহ
সা. এর বক্তব্য হচ্ছেঃ দুনিয়াটা একটা শ্যামল সবুজ সুমিষ্ট বস্তু। আল্লাহ এখানে তোমাদের প্রতিনিধি বানিয়ে পাঠিয়েছেন
এবং তোমরা কী করছো তা দেখছেন। সুতরাং দুইটি বিষয়ে সতর্ক থাকতে হবে। বিষয় দুইটি কি কি?
82. হযরত আনাস রা. বর্ণিত হাদীস অনুযায়ী তিনটি জিনিস মৃতের
পেছনে পেছনে কবর পর্যন্ত যায়। জিনিস তিনিটি কি কি?
83. তিনটি জিনিস মৃতের পেছনে পেছনে কবর পর্যন্ত যায়। দুইটি
জিনিস ফিরে আসে এবং একটি জিনিস থেকে যায়। কোন জিনিসটি থেকে যায়?
84. রাসূল সা. বললেনঃ তোমাদের কাছে এ ছাগল ছানাটা যেরূপ নিকৃষ্ট, দুনিয়াটা আল্লাহর কাছে এর চাইতেও বেশি নিকৃষ্ট। সেই ছাগল ছানাটির ২টি বৈশিষ্ট কি কি?
85. রাসূল সা. কার দিকে তাকাতে এবং কার দিকে
না তাকাতে নির্দেশ দিয়েছেন?
86. দীনার, দিরহাম, কালো চাদর ও চওড়া পাড় পশমী চাদরের দাস ধ্বংস হোক। কিন্তু কেন?
87. আস্হাবে সুফফা কোন সব বিদ্যোৎসাহী সাহাবীদের বলা হয়?
88. “যাদের কারো কোন চাদর
ছিল না। কারো হয়তো একটি লুংগি এবং
কারো একটি কম্বল ছিল। তারা এটাকে
নিজেদের গলায় বেঁধে রাখতেন। কারোরটা হয়তো তার পায়ের গোছার অর্ধাংশ পর্যন্ত পৌঁছতো; কারোরটা হাঁটু পর্যন্ত। লজ্জাস্থান উন্মুক্ত হওয়ার ভয়ে তাঁরা হাত দিয়ে তা ধরে রাখতেন।” এই বৈশিষ্ট্যের মানুষ গুলোর পরিচয় কি?
89. রাসূলুল্লাহ সা. বলেছেনঃ দুনিয়াটা হলো মুমিনের জন্য কারাগার
এবং কাফিরের জন্য কি?
90. তুমি যখন সন্ধ্যায় উপনীত হও, তখন সকালের
প্রতীক্ষা করো না, তুমি যখন সকালে উপনীত হও, তখন সন্ধ্যার প্রতীক্ষা কর না, সুস্থ থাকার সময় রোগের
সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ কর এবং তোমার জীবনকালে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কর। এই কথাগুলো কে বলেছেন?
91.
উম্মুল মুমিনীন
জুয়াইরিয়া বিনতুল হারিস রা.-র ভাই আমর ইবনুল হারিস রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ
সা. তাঁর ইন্তিকালের সময় কোন দীনার-দিরহাম, দাস-দাসী এবং অন্য
সামগ্রী রেখে যাননি। তাহলে
তিনি কি কি রেখে গিয়েছিলেন?
92. খাব্বাব ইবনুল আরাত রা. এর বর্ণনা মতে, আল্লাহর রাসূলের
একজন সাহাবীদের অনেকেই হিজরতের সুফল ভোগ না করেই মারা গেছেন। তন্মধ্যে একজন সাহাবীকে উল্লেখ্যযোগ্য বলে তার নাম উল্লেখ
করেন। তিনি কে?
93. আল্লাহর কাছে পৃথিবীর মূল্য যদি মশার ডানার সমতুল্যও হতো, তাহলে তিনি কি করতে দিতেন না।
94. রাসূলুল্লাহ সা. বলেছেনঃ তোমরা জমিজমা ও ক্ষেত-খামার
অর্জনের পেছনে লেগে যেও না। লেগে গেলে ক্ষতি কি হবে?
95. কা'ব ইবনে ইয়াদ রা. বর্ণিত হাদীস অনুযায়ী
প্রত্যেক উম্মাতের জন্য একটা ফিতনা (পরীক্ষার বস্তু) আছে। নবী মুহাম্মদ সা. এর
উম্মাতের জন্য ফিতনা কি?
96. তিনটি বস্তু ছাড়া আদম সন্তানের আর কিছুর অধিকার নেই। তা কি কি?
97. কোন সাহাবীকে আবু আবদুল্লাহ ও আবু লায়লা বলা হয়?
98. বকরীর পালে ছেড়ে দেয়া দু'টি
ক্ষুধার্ত নেকড়েও বকরীর পালের ততো ক্ষতি করতে পারে না, তার চেয়ে বেশী দ্বীনের ক্ষতি করে কোন জিনিস?
99. রাসূলুল্লাহ সা. একটি চাটাইয়ের উপর শুয়ে ঘুমান। ঘুম থেকে উঠার পর সাহাবীরা তাঁর শরীরে চাটাইয়ের দাগ দেখে বললেন, হে আল্লাহর রাসূল! আমরা যদি আপনার জন্য একটি তোষক বানিয়ে দিতাম! তখন
রাসূল সা. কি বললেন?
100. আবু হুরাইরা রা. থেকে বর্ণিত হাদীস অনুযায়ী দরিদ্ররা ধনীদের
চাইতে কত বছর আগে জান্নাতে প্রবেশ করবে?
101. নবী সা. বলেছেনঃ আমি জান্নাতের ভেতরে উঁকি দিয়ে দেখলাম, তার অধিকাংশ অধিবাসীই দরিদ্র। আর জাহান্নামের ভেতরে উঁকি দিয়ে কি দেখলেন?
102. নবী সা. বলেছেনঃ “জেনে রাখ,
আল্লাহ ছাড়া সব কছিুই মিথ্যা।” কিন্তু একজন কবির ব্যাপারে তিনি বলেছেন, তিনি যা বলেছেন
তা ধ্রুব সত্য। কে সেই কবি?
103. যারা নামায বিনষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো। তারা অবিলম্বে শাস্তির সাক্ষাত পাবে। কিন্তু বিপরীত পক্ষে কারা জান্নাতে যাবে এবং কোন জুলুমের শিকার হবে না?
104. দীর্ঘ সময়ে রাসূল সা. এর কোন ঘরের চুলায়
আগুন জ্বলত না। তখন তারা
কি খেয়ে জীবন যাপন করতেন। হযরত আয়িশার
বর্ণনার আলোকে জবাব দিন।
105. রদ্দি খেজুর মানে কি?
106. একদা দিনে অথবা রাতে রাসূলুল্লাহ সা. বাড়ীর বাইরে বের হতেই
আবু বাকর ও উমার রা.-র সাথে তাঁর সাক্ষাত হয়। তিনি তাদের জিজ্ঞেস করলেনঃ এ মুহূর্তে কোন জিনিস তোমাদেরকে বাড়ির বাইরে বের
করে এনেছে? তারা জবাবে কি বললেন?
107. ক্ষুধার্থ অবস্থায় রাসূলুল্লাহ সা. ও তাঁর দুই সাথী যে মহান
আনসারী সাহাবীর ঘরে গিয়েছিলেন এবং তাদেরকে বকরী জবেহ করে এবং তাজা আঙ্গুর দিয়ে
মেহমানদারী করা হলো, সেই সাহাবীর নাম কি?
108. আমি নিজের কাছে বড় হওয়া ও আল্লাহ্ কাছে ছোট হওয়া থেকে
মহান আল্লাহ্ আশ্রয় প্রার্থনা করি। এই
দোয়া কে করেছিলেন?
109. জান্নাতের দরজাসমূহের দুই কপাটের মধ্যখান প্রশস্ততার পরিমাণ
কত?
110. আয়িশা রা. রাসূল সা. পরিহিত দু‘টি পোষাক এনে বললেন, এ দু'টি পরিহিত অবস্থায় রাসূলুল্লাহ সা. ইন্তিকাল করেন। পোষাক দু‘টি কি
কি ছিল?
111.
এক
সা-এর ওযন সমান কতটুকু?
112. মুহাম্মদ সা. এর মোট কয়টি ঘর ছিল?
113. নবী সা. বলেছেনঃ আমার যুগের লোকেরাই (সাহাবীরা) তোমাদের
মধ্যে সবচাইতে উত্তম, অতঃপর যারা এর পরবর্তী যুগে আসবে (তাবিঈন),
এরপর যারা তাদের পরবর্তী যুগে আসবে (তাবে তাবিঈন, পর্যায়ক্রমে তারাই উত্তম লোক)। তাদের পরে যে এক জাতির উদ্ভব হবে, তাদের ৪টি বৈশিষ্ট
থাকবে। তা কি কি?
114. অঢেল সম্পদ থাকলেই ঐশ্বর্যশালী হওয়া যায় না, বরং প্রকৃত ঐশ্বর্য কি?
115. রাসূলুল্লাহ সা. বলেছেনঃ সেই ব্যক্তি কৃতকার্য হয়েছে। কে কৃতকার্য হয়েছে?
116. এ সম্পদ সবুজ-শ্যামল ও মিষ্ট। যে ব্যক্তি নির্লোভ চিত্তে এ সম্পদ গ্রহণ করে, তার জন্য
তাতে বরকত প্রদান করা হয়। আর যে
ব্যক্তি লোভ-লালসার মন নিয়ে তা অর্জন করে তাতে জন্য কি?
117. “ফাই”
কি?
118. সাধারণত সামরিক পরিশ্রম ছাড়াই যে মাল পাওয়া যায় অর্থাৎ
যুদ্ধে ঘোড়াও চালাতে হয়নি, অস্ত্রও ধারণ করতে হয়নি,
অথচ শত্রুরা তাদের মাল ফেলে পালিয়ে গেছে বা সন্ধি করেছে। এরূপ অবস্থায় শত্রুপক্ষের যে মাল হস্তগত হয় তাকে কি বলে?
119. এমন এক যুদ্ধ, যাতে সাহাবীদের প্রতি ছয়জনের মাত্র একটি করে
উট ছিল। ফলে তারা পালাক্রমে এতে
আরোহণ করতেন। ফলে তাদের পা ক্ষতবিক্ষত হয়ে যায়। এমনকি পায়ের নখগুলোও পড়ে গেলো। কাজেই তারা পায়ে কাপড়ের পট্টি বেঁধে নেন। এই যুদ্ধের নাম কি?
120. হযরত আবু মুসা রা. একটি হাদীস বর্ণনা করার পর বললেন, হায়!
আমি যদি তা বর্ণনা না করতাম। কোন
ভয়ে এই হাদীস বর্ণনা করা উনি পছন্দ করেননি?
121. আমর ইবনে তালিব রা. বলেন, আল্লাহ্
শপথ! আমার জন্য রাসূলুল্লাহ সা. এর এ বাণী এতই মূল্যবান যে, এর
বিনিময়ে লাল রংয়ের উট গ্রহণ করতেও আমি প্রস্তুত নই। - রাসূলের বাণীটি কি?
122. উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। উপরের হাত হলো দানকারীর হাত এবং নিচের হাত হলো কার হাত?
123. অভাব-অনটন যার উপর হানা দেয়, অতঃপর সে
যদি তা জনসমক্ষে প্রকাশ করে তবে তার এ অভাব দূরীভূত হবে না। আর যে ব্যক্তি তার অভাব সম্পর্কে আল্লাহ্ শরণাপন্ন হয়; তার কি অবস্থা হবে?
124. সাওবান রা. থেকে বর্ণিত হাদীসের আলোকে কোন অঙ্গিকারকারী
জান্নাতের যামীন রাসূল সা. হবেন?
125. তিন ধরনের লোক ছাড়া আর কারো জন্য চাওয়া বা ভিক্ষা করা বৈধ
নয়ঃ (১) যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে পড়েছে। (২) যে
ব্যক্তি এমন প্রাকৃতিক দুর্যোগে দুর্দশাগ্রস্ত হয়ে পড়লো যা তার মালসম্পদ ধ্বংস
করে দিল। তৃতীয় কে?
126. সেই ব্যক্তি দরিদ্র নয় যে একটি গ্রাস ও দু'টি গ্রাস এবং একটি খেজুর বা দু'টি খেজুরের জন্য
লোকের দ্বারে দ্বারে ঘোরে; বরং সে-ই প্রকৃত দরিদ্র। কে সেই ব্যক্তি?
127. দু'জন লোক ছাড়া আর কারো প্রতি হিংসা পোষণ করা
যায় না। এক ব্যক্তি, যাকে
আল্লাহ ধন-সম্পদ দান করেছেন এবং তা আল্লাহর রাস্তায় খরচ করার যোগ্যতা ও ক্ষমতাও
দান করেছেন। আরেক ব্যক্তি কে?
128. অন্যের সুখ-সমৃদ্ধি ধ্বংস হয়ে যাক এরূপ কামনা করাকে কি বলা
হয়?
129. অন্যের সুখ-সমৃদ্ধির ধ্বংস কামনা না করে তার মত আমারও ভাগ্য
সুপ্রসন্ন হোক-এরূপ কামনা করাকে কি বলা হয়?
130. গিবতাহ কি?
131. “তার সম্পদ তা-ই যা
সে অগ্রে পাঠিয়েছে। আর ওয়ারিসের সম্পদ হল
যা সে পেছনে রেখে গেছে।” অগে কিভাবে পাঠাবে?
132. দু'জন ফেরেশতা আসমান থেকে অবতরণ করেন। তাদের একজন বলেন, হে আল্লাহ!
খরচকারীকে তার প্রতিদান দাও। আরেকজন
কি বলেন?
133. কোন ইসলাম উত্তম? এমন প্রশ্নের জবাবে
রাসূল সা. কি বলেছেন?
134. রাসূল সা. বলেছেনঃ তিনটি বিষয় রয়েছে যে সম্পর্কে আমি
তোমাদের শপথ করে বলছি এবং তোমরা তা মনে গেঁথে নাওঃ ১. দান করার কারণে কোন বান্দার
সম্পদ কমে না। ২. এমন কোন মাযলুম নেই, যে অত্যাচারিত হয়ে ধৈর্যধারণ করলে আল্লাহ তার সম্মান বৃদ্ধি করেন না। তৃতীয়টি কি?
135. দুনিয়া চার ধরনের লোকের জন্যঃ ১. ঐ বান্দা, যাকে আল্লাহ সম্পদ ও জ্ঞান দান করেছেন। সে এগুলোর ব্যাপারে ৩টি কাজ করে, তা কি কি?
136. ঐ বান্দা যাকে আল্লাহ জ্ঞান বা প্রজ্ঞা দান করেছেন কিন্তু
তাকে ধন-সম্পদ দান করেননি। সে
সাচ্চা নিয়াতের অধিকারী। সে কি বলে?
137. ঐ বান্দা, যাকে আল্লাহ ধন-সম্পদ
দিয়েছেন কিন্তু জ্ঞান দান করেননি। সে ৪টি কাজ করে, তা কি কি?
138. ঐ বান্দা, যাকে আল্লাহ সম্পদ ও জ্ঞান
কোনটিই দান করেননি। সে কি
বলে? যা বলে এটা তার কি?
139. আয়িশা রা. থেকে বর্ণিত। তারা একটি বকরী যবেহ করেন। নবী
সা. বলেনঃ তা থেকে কী অবশিষ্ট থাকল? আয়িশা রা. বলেন,
কাঁধ ছাড়া তার কিছু অবশিষ্ট নেই। নবী সা. বলেনঃ বরং কাঁধ ছাড়া সবটুকুই অবশিষ্ট আছে। এখনে কাঁধ ছাড়া সবটুকুই অবশিষ্ট আছে বলতে নবী সা. কি বুঝিয়েছেন?
140. এ বাগানে আপনি এমন কি আমল করেন? এমন প্রশ্নের জবারে লোকটি কি কি আমলের কথা বললো?
141. কৃপণতা এক প্রকার যুলম। কারণ কি?
142. দু'জনের খাদ্য তিনজনের জন্য যথেষ্ট হতে পারে,
তিনজনের খাবার কতজনের জন্য যথেষ্ট হতে পারে?
143. রাসূলুল্লাহ সা. এর নিকট কিছু পানীয় পরিবেশন করা হলে তিনি
তা থেকে কিছু পান করলেন। তাঁর
ডান দিকে ছিল একজন বালক এবং বাম দিকে ছিল কয়েকজন বৃদ্ধ। তিনি বালকটিকে বলেনঃ তুমি কি আমাকে বৃদ্ধদের আগে দিতে অনুমতি দেবে? বালকটি বলল, না, আল্লাহর শপথ। হে আল্লাহর রাসূল! আপনার নিকট থেকে প্রাপ্ত আমার অংশের উপর
কাউকে আমি অগ্রাধিকার দেবো না। তখন
রাসূলুল্লাহ সা. তা তার হাতে দিলেন।” এই বালক কে
ছিলেন?
144. আমি কি তোমাকে ওসব জিনিস থেকে মুখাপেক্ষীহীন করিনি, যার প্রতি তোমার দৃষ্টি নিবদ্ধ? কে কাকে এই প্রশ্ন করেন
এবং জবাবে উনি কি উত্তর দেন?
145. কৃতজ্ঞ ধনীর পরিচয় কি?
146. কার জন্য আল্লাহ আরামদায়ক জিনিস সহজলভ্য করে দেন?
147. বলেছেনঃ দু'জন ছাড়া আর কারো
সাথে ঈর্ষা করা যায় না। (এক)
যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এবং তাকে হক পথে তা ব্যয় করারও ক্ষমতা দান করেছেন। অপরজন কে?
148. নিঃসম্বল মুহাজিরগণ রাসূলুল্লাহ সা. এর নিকট এসে বলেন, সম্পদশালীগণ মর্যাদা ও চিরস্থায়ী নিয়ামতের অধিকারী হয়ে গেল। রা নামায পড়ে যেমন আমরা নামায পড়ি, তারা রোযা রাখে যেমন আমরা রোযা রাখি। কিন্তু সম্পদশালীগণ কি কাজ করে, যা নিঃসম্বলরা
করতে পারে না?
149. কোন কোন বস্তু তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে দেয়?
150. ইবনে উমার রা. কাঁধ ধরে রাসূল সা. কি বলতেন?
151. তুমি সন্ধ্যায় উপনীত হয়ে সকাল বেলার অপেক্ষা করো না এবং
সকালে উপনীত হয়ে সন্ধ্যা বেলার অপেক্ষা করো না। সুস্বাস্থ্যের দিনগুলোতে রোগব্যাধির জন্য প্রস্তুতি নাও এবং জীবদ্দশায়
মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ কর। এই
কথাগুলো কে বলেছেন?
152. রাসূলুল্লাহ সা. বললেনঃ সাতটি জিনিস প্রকাশ পাওয়ার পূর্বেই
তোমরা নেক কাজের দিকে সত্ত্বর অগ্রসর হওঃ (১) তোমরা কি অপেক্ষা করছ এমন
দারিদ্র্যের যা অমনোযোগী (অক্ষম) করে দেয়, (২) অথবা এমন
প্রাচুর্যের যা ধর্মদ্রোহী বানায়, (৩) অথবা এরূপ
রোগ-ব্যাধির যা (দৈহিক সামর্থ্যকে) তছনছ করে দেয়, (৪) অথবা
এমন বৃদ্ধাবস্থার যা জ্ঞান-বুদ্ধিকে লোপ করে দেয়। বাকী তিনটি কি কি?
153. রাসূলুল্লাহ সা. যে রাত হযরত আয়িশার ঘরে কাটাতেন, সেই রাতের শেষ দিকে উঠে তিনি কোথায় চলে যেতেন?
154. বাকী কি?
155. “আমরা এমন সব জিনিস লাভ করেছি ও অর্জন করেছি যার সংরক্ষণের স্থান মাটি ছাড়া আর
কোথাও নেই।“ এখানে মাটি ছাড়া আর কোথাও নেই
বলতে কি বুঝানো হয়েছে?
156. হালালও সুস্পষ্ট, হারামও সুস্পষ্ট
এবং এ দু'টির মাঝে কি রয়েছে?
157. মানুষের শরীরে এক টুকরা গোশত রয়েছে। সেটি সুস্থ ও দোষমুক্ত থাকলে সমগ্র শরীরও সুস্থ ও দোষমুক্ত থাকে এবং সেটি
দূষিত ও অসুস্থ হলে সমগ্র শরীরই দূষিত ও অসুস্থ হয়ে যায়। এই গোশতটা কি?
158. সচ্চরিত্রের অপর নাম কি?
159. নেক ও সৎ স্বভাব কি?
160. গুনাহ কি?
161. আল হাসান ইবনে আলী রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সা. থেকে আমি একথাটি স্মৃতিপটে
সংরক্ষণ করেছি। কোন কথাটি তিনি স্মৃতিপটে
সংরক্ষণ করেছেন?
162. বান্দা কতক্ষণ পর্যন্ত মুত্তাকীদের মর্যাদায় উন্নীত হতে
পারে না?
163. যুগের বিপর্যয় ও মানুষের অনিষ্ট থেকে আত্মরক্ষার্থে কোন ধরণের জীবন যাপন করা উত্তম।
164. সা'দ ইবনে আবী ওয়াক্কাস রা. থেকে বর্ণিত হাদীস
অনুযায়ী আল্লাহ কোন ধরণের বান্দাকে ভালবাসেন?
165. প্রচারবিমুখ অর্থ কি?
166. রাসূলুল্লাহ সা. বললেন: আল্লাহ এমন কোন নবী পাঠাননি যিনি
ছাগল চরাননি। সাহাবায়ে কিরাম রা. বললেন, আপনিও কি? জবাবে রাসূল সা. কি বললেন?
167. প্রিয় নবী সা. ও আম্বিয়ায়ে কিরাম, খুলাফায়ে রাশেদীন, সাহাবায়ে কিরাম ও শ্রেষ্ঠ
তাবিঈগণের প্রত্যেকের কোন নীতি ও আদর্শ ছিল?
168. কেউ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিনয় ও নম্রতা অবলম্বন
করলে আল্লাহ কি প্রদান দেন?
169. নবী সা. তাঁর ঘরে কী কাজ করতেন? এমন প্রশ্নের জবাবে হযরত আয়েশা রা. কি বলেছিলেন?
170. রাসূলুল্লাহ সা. এর একটি উটনী ছিল। দৌড় প্রতিযোগিতায় সেটিকে অতিক্রম করা যেতো না বা পরাভূত করা যেতো না। উটনীটির নাম কি ছিল?
171. وَلَا تُصَعِرْ خَدَّكَ للنَّاسِ “লা তুসায়ির খাদ্দাকা লিন্নাস” এর অর্থ ইমাম নব্বী রাহি. কি বলেছেন?
172. مَرَحًا “মারাহ” অর্থ কি?
173. যার অন্তরে অণু পরিমাণও অহংকার রয়েছে তার পরিণাম কি?
174. যে কোন লোক তো চায় যে, তার কাপড়টা
সুন্দর হোক, জুতাটা আকর্ষণীয় হোক, এটা অহংকারের অন্তর্ভুক্ত
নয় কেন?
175. إِنَّ اللهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ অর্থ কি?
176. প্রত্যেক অহংকারী, সীমালংঘনকারী,
বদবখত ও উদ্ধত লোক। তারা কারা?
177. জান্নাত ও জাহান্নামের মধ্যে বিতর্ক হল। জান্নাত বলল, আমার মধ্যে আসবে
ঐসব লোক, যারা দুর্বল মিসকীন ও অসহায়। জাহান্নাম কি বললো?
178. যে অহংকার বশে তার তহবন্দ টাখনুর নিচে ঝুলিয়ে দিল,
কিয়ামতের দিন তার অবস্থা কি হবে?
179. তিন ধরনের লোকের সাথে আল্লাহ কিয়ামাতের দিন কথা বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না, তাদের প্রতি তাকাবেনও না
এবং তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। তারা কারা?
180. ইযযাত ও মাহাত্ম্য এবং অহংকার ও শ্রেষ্ঠত্ব আল্লাহর কি এবং
কি?
181. সূরা আল কালামে আল্লাহ সুবাহানাহু ওয়াতায়ালা রাসূল সা. সম্পর্কে বলেনঃ “নিশ্চয়ই তুমি মহান চরিত্রে
অধিষ্ঠিত আছ।” কিন্তু হযরত আনাস রা. রাসূল সা. সম্পর্কে কি বলেছেন?
182. আমি দীর্ঘ দশ বছর রাসূলুল্লাহ সা. এর খিদমত করেছি। কিন্তু তিনি কখনো আমার প্রতি উহ্ শব্দও উচ্চারণ করেননি। - এই কথাটি কে বলেছেন?
183. রাসূলুল্লাহ সা.কে পুণ্য ও পাপ সম্পর্কে জিজ্ঞেস করা হলে
তিনি বলেনঃ পুণ্য হচ্ছে উত্তম চরিত্র। তিনি
পাপ বা গুনাহর পরিচয় কিভাবে দিয়েছিলেন?
184. কোন জিনিস লোকদেরকে অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে?
185. কোন জিনিস লোকদেরকে অধিক হারে জাহান্নামে প্রবেশ করাবে?
186. ঈমানের দিক থেকে সর্বাধিক কামিল মুমিন সেই ব্যক্তি যার
চরিত্র সর্বোৎকৃষ্ট। তোমাদের মধ্যে সর্বোত্তম
লোক কারা?
187. মুতাফাইহিকূন কারা?
188. সারসারু বলতে কি বুঝায়?
189. আল্-মুতাশাদ্দিক কাকে বলে?
190. ফাইহাকু এর অর্থ কি?
191. মুতাফাইহিক' বলতে কোন ধরণের
লোককে বুঝায়?
192. রাসূলুল্লাহ সা. আবদুল কায়েস গোত্রের আশাজ্জকে বললেনঃ
তোমার মধ্যে এমন দু'টি গুণ বা অভ্যাস রয়েছে যা আল্লাহও পছন্দ
করেন। গুণ দুটি কি কি?
193. এক বেদুইন মসজিদে পেশাব করলে লোকেরা ঝাঁপিয়ে পড়তে উঠে
দাঁড়াল। নবী সা. কি বললেন?
194. নবী সা.কে দু'টি বিষয়ের যে
কোন একটি গ্রহণ করার ইখতিয়ার দেয়া হলে তিনি সর্বদাই কি করতেন?
195. আল্ আখশাব কি?
196. কুস্তিতে প্রতিপক্ষকে হারিয়ে জয়লাভ করাতে বীরত্ব নেই, বরং বীরত্বের পরিচায়ক কি?
197. তোমরা যদি আল্লাহর দীনকে সাহায্য কর তাহলে আল্লাহও
তোমাদেরকে কি করবেন?
198. কিয়ামাতের দিন আল্লাহর নিকট সবচাইতে কঠোর শাস্তিপ্রাপ্ত
হবে কোন ধরণের লোক?
199. নামায়ে থুথু ফেলার দরকার হলে কোন দিকে এবং কিভাবে ফেলতে
হবে?
0 Comments