প্রশ্নোত্তর – ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্খিত মান - আব্বাস আলী খান

প্রশ্নোত্তর – ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্খিত মান - আব্বাস আলী খান

প্রশ্নোত্তর

ইসলামী আন্দোলনের কর্মীদের কাঙ্খিত মান

1. বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর নির্বাচিত আমীর মুহতারাম অধ্যাপক গোলাম আযমকে সরকার অন্যায়ভাবে কারারুদ্ধ রাখার ফলে ১৯৯২ সালের সদস্য সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত আমীর হিসাবে কে নেতৃত্ব প্রদান করেন?

2. সাইয়েদ আহমদ শহীদ বেরেলভীর (রহ) যে সংগঠন কায়েম করেন, তার নাম কি?

3. উপমহাদেশের উত্তর-পশ্চিম সীমান্তে সত্যিকার অর্থেখিলাফত আলা মিনহাজিন্নাবুয়্যৎ অর্থাৎ নবী মুস্তাফার (সা.) প্রতিষ্ঠিত ইসলামী রাষ্ট্রের অনুকরণে একটি খোদার প্রতিনিধিত্বমূলক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়েছিল কার নেতৃত্বে এবং কোন সংগঠনের মাধ্যমে?

4. সাইয়েদ আহমদ শহীদ বেরেলভীর (রহ) কত সালে কোথায় শাহাদাত বরণ করেন?

5. “আমি সপ্ত রাজ্যের বাদশাহীকে ঘাসতুল্যও গণ্য করি না। দীন প্রতিষ্ঠার কাজে যখন আল্লাহর সাহায্য শুরু হবে এবং খোদাদ্রোহীরা ছিন্নমূল হয়ে যাবে, তখন আমার চেষ্টা-চরিত্রের তীর স্বয়ং লক্ষ্যস্থলে পৌঁছে যাবে। আমি খোদা ছাড়া অন্যান্য সব কিছু থেকে চক্ষু ও কর্ণ বন্ধ করে দিয়েছিখোদা ছাড়া কারো সাহায্য ও সন্তুষ্টি আমার কাম্য নয়। রত্ন খচিত রাজমুকুট এবং সেকান্দার বাদশাহর তখত্ ও তাজ আমার দৃষ্টিতে একটি যবের দানার সমতুল্যও নয়। আমার শুধু এতোটুকু আরযু-অভিলাষ যে, দুনিয়ার সর্বত্র রাব্বুল আলামীনের হুকুম জারি হোক।” এই কথাগুলো কে বলেছেন?

6. হযরত সাইয়েদ আহমদ বালাকোটে শাহাদাতের অমৃত পান করে দুনিয়া থেকে বিদায় হলেন। কিন্তু ইসলামী আন্দোলনকে আমানত হিসাবে কাদের কাছে রেখে গেলেন?

7. হযরত সাইয়েদ আহমদ বালাকোটে শাহাদাতের পর একশ’ বছর পর তার রেখে যাওয়া আমানতের দায়িত্ব গ্রহণ কে করেন?

8. সাইয়েদ আবুল আ'লা মওদূদী তার আন্দোলনের সূচনা করেন কিসের মাধ্যমে?

9. ইসলামই একমাত্র বিশ্বজনীন সত্য ও সঠিক মতবাদ ও মানব জাতির জন্যে খোদা প্রদত্ত পূর্ণাঙ্গ জীবন বিধান। তার অর্থ শুধু এ নয় যে, ইসলামের প্রচারকার্য চালাতে থাকুন, এতে সারা দুনিয়া জয় করে ফেলবেন। তাহলে আসল কথাটা কি?

10. দুনিয়াকে ভবিষ্যত অন্ধকার যুগের বিপদ থেকে মুক্ত করার জন্যে এবং ইসলামের অবদান থেকে উপকৃত হওয়ার জন্যে এতোটুকুই যথেষ্ট নয় যে, তার একটা সঠিক মতবাদ বিদ্যমান আছেই। বরঞ্চ সঠিক মতবাদের সাথে কি প্রয়োজন?

11. মাওলানা মওদূদী ইসলামী বিপ্লবের জন্যে একটি মূল্যবান প্রবন্ধ একচল্লিশ সালের এপ্রিল মাসের তরজমানুল কুরআনে প্রকাশ করেনএ প্রবন্ধের দ্বারা আকৃষ্ট ও অনুপ্রাণিত হয়ে মাওলানার আহ্বানে এ বছরের আগস্ট মাসে লাহোরে ৭৫ জন আল্লাহর নেক বান্দাহ একত্রে মিলিত হন এবংজামায়াতে ইসলামী' নামে একটি বিপ্লবী আদর্শবাদী দল গঠিত হয়। সেই প্রবন্ধটির শিরোনাম কি?

12. জামায়াতে ইসলামী কত তারিখে কতজন লোক নিয়ে কোথায় গঠিত হয়?

13. সংগঠনের প্রতি নিষ্ঠা ও আনুগত্য। দ্বিধাহীনচিত্তে সংগঠনের সকল নির্দেশ পালন বৈঠকাদিতে নিয়মিত অংশগ্রহণ, কর্ম তৎপরতার নিয়মিত রিপোর্ট পেশ প্রভৃতিকে কি হিসাবে গণ্য করা হয়?

14. আন্দোলন ও দলের কর্মীদের দুধরণের মান অপরিহার্য হয়ে থাকে একটি হলো, যে মান কুরআন পাক তৈরি করতে চায়, যে মান তৈরি করেন নবী করীম (সা.) সাহাবা কিরামেরা। আরেকটি কি?

15. এক ব্যক্তি বহু ডিগ্রীধারী পণ্ডিত হতে পারেন, বিবিধ জ্ঞান-বিজ্ঞানে পারদর্শী হতে পারেন, একজন নানাবিধ অনলবর্ষী বক্তা হতে পারেন. কুরআন-হাদীসে পারদর্শী হতে পারেন, সাংগঠনিক যোগ্যতার অধিকারী হতে পারেন। কিন্তু তাঁর মধ্যে যদি তিনটি গুণাবলীর অভাব থাকে, তাহলে সাংগঠনিক মান ইসলামী বিপ্লবের জন্যে অর্থহীন হয়ে পড়ে। সেই তিনটি গুণাবলী কি কি?

16. তাহরিকী মেযাজ-প্রকৃতি মানে কি?

17. ইসলামী আন্দোলনের লক্ষ্যে কর্মীদের ব্যক্তিগত গুণাবলী অর্জনের পূর্বে অথবা সাথে সাথে কোন ধরণের মেযাজ তৈরী হওয়া বাঞ্ছনীয়?

18. যে তারিকী বা আন্দোলন নিয়ে আপনারা মাঠে নেমেছেন, সে আন্দোলনের মধ্যে আপনাদেরকে পুরোপুরি পাকাপোক্ত হতে হবে। এর মধ্যে নিমগ্ন হয়ে যাবেন। এর জন্য মনের মধ্যে আগ্রহ-উৎসাহ সৃষ্টি করতে হবে। একে দুনিয়ার সকল কিছু থেকে প্রিয় মনে করতে থাকবেন। নিজের মনের, দেহের এবং অন্যান্য যেসব শক্তি সামর্থ আপনাদেরকে দান করেছেন, তা সবকিছু তাঁর পথে নিয়োজিত করার জন্যে উঠেপড়ে লাগবে। আপনাদের মধ্যে এ দৃঢ় সংকল্প পয়দা হতে হবে যেন আপনারা আপনাদের সব কিছুই একাজে নিয়োজিত করেন। এই ধরণের অবস্থাকে কি বলে?

19. তাহরিকী মেযাজ কিভাবে তৈরী করা যায়?

20. আন্দোলনের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন, তাতে বাস্তবে কার্যতৎপর হয়ে পড়ুন। তাহলে দেখবেন বিভিন্ন ধরনের বিরোধিতা ও প্রতিবন্ধকতার সম্মুখীন হবেন। আপনার ভবিষ্যত বিপজ্জনক মনে হবে। অনেক সময় মারপিটও খেতে হবে। জেল-জুলুম ও নির্যাতনও হতে পারে আপনাদের উপরে। তারপর দেখবেন, এ কাজে আপনার উৎসাহ-উদ্যম বেড়েই চলেছে। এ কাজকে তখন জীবনের একমাত্র উদ্দেশ্য ও লক্ষ্য মনে করবেন । অবস্থা যতোই কষ্টদায়ক হোক, বিপজ্জনক হোক, এর মধ্যে একটা মানসিক প্রশান্তি লাভ করতে থাকবেন। এই অবস্থাকে কি বলে?

21. কর্মীদের কাংখিত মান কি হতে পারে?

22. যা আল্লাহ ও তাঁর রাসূল সুস্পষ্টরূপে ঘোষণা করেছেন। নবী করীম সা. ও তাঁর সাহাবায়ে কিরাম যা করেছেন, তা কি?

23. ঈমানসহ নেক আমল এবং তার জন্যে আল্লাহর সন্তুষ্টি ও আখেরাতের পুরস্কার- এ সবকিছু নির্ভর করছে কিসের উপর?

24. যে ব্যক্তি খোদার ব্যাপারে বেপরোয়া, ভয়হীন ও দুঃসাহসী হয়ে জীবন যাপন করেনি বরঞ্চ প্রতি মুহূর্তে ও পদে পদে খোদাকে ভয় করে চলেছে খোদার কাছে ধরা পড়া যেতে পারে, এমন কোন কাজই তার দ্বারা যেন কখনো না হয়, তার জন্য পূর্ণ সতর্কতা অবলম্বন করে চলেছে, সে কে?

25. নেক আমল ও তার জন্যে ব্যক্তির যে প্রয়োজনীয় গুণাবলী তা অর্জন করা হঠাৎ রাতারাতি কিছুতেই সম্ভব নয় তাহলে কি করতে হবে?

26. ব্যক্তিগত গুণাবলীর মধ্যে প্রাথমিক ও মৌলিক গুণ কি?

27. হাদীসে যেসব ব্যক্তিগত গুণাবলীর কথা বলা হয়েছে, তার প্রথমটি কি?

28. ব্যক্তিগত গুণাবলীর মধ্যে প্রাথমিক ও মৌলিক গুণ এই যে, আমাদের প্রত্যেককে নিজের মনের সাথে লড়াই করে প্রথমে তাকে মুসলমান ও খোদার অনুগত বানাতে হবে এ কথাকেই হাদীসে কিভাবে বলা হয়েছে?

29. যে খোদার আইন ও তাঁর সন্তুষ্টির বিরুদ্ধে চলার জন্যে সর্বদা চাপ সৃষ্টি করে। সে কে?

30. অপরের কাছে আনুগত্যের দাবী করার আগে করণীয় কি?

31. নফসের বিরুদ্ধে জিহাদের পর দ্বিতীয় মর্যাদা কোন কাজের?

32. হিজরতের আসল উদ্দেশ্য বাড়িঘর ছেড়ে যাওয়া বা দেশ ত্যাগ করা নয়। তাহলে আসল উদ্দেশ্য কি?

33. কেউ যদি দেশ ত্যাগ করে এবং আল্লাহর আনুগত্য অবলম্বন না করে, তাহলে এই কাজ কোন ধরণের কাজ?

34. مَالْهَجْرَةٌ اَفْضَلُ يَارَسُوْلَ الله হে আল্লাহর রাসূল! কোন্ হিজরত সবচেয়ে উত্তম? এমন প্রশ্নের জবাবে রাসূল সা. কি বললেন?

35. ইসলামী আন্দোলন যাঁরা করেন, তাঁদের বাইরের শক্তির বিরুদ্ধে সংগ্রামের পূর্বে কি করতে হবে?

36. পারিভাষিক কাফেরকে মুসলমান বানাবার পূর্বে কাকে মুসলমান বানাতে হবে?

37. প্রকৃত দাওয়াত ও তাবলীগ কি?

38. কুরআন-হাদীস অত্যন্ত মনোযোগ সহকারে পড়াশুনা করতে হবে কোন অবস্থায় নিজের মাঝে সৃষ্টি করার জন্য?

39. কোন দুটি বিষয় ছাড়া ইসলামী চরিত্র তৈরী, নেক আমল করা এবং সকল প্রকার পাপাচার থেকে দূরে থাকা কিছুতেই সম্ভব নয়?

40. কারো প্রতি সদয় থাকি অথবা ক্রুদ্ধ সকল অবস্থায় কি কায়েম করতে হবে?

41. সততা ও ভারসাম্য রক্ষা করে চলতে হবে কোন কোন অবস্থায়?

42. যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করবে তার সাথে কি করবো?

43. যে আমাকে বঞ্চিত করবে আমি তাকে যেন কি করি?

44. কেউ আমার উপর জুলুম করলে আমাকে কি করতে হবে?

45. মাওলানা মওদূদী রাহি. এর বক্তব্য অনুযায়ী ইবাদত কি?

46. নামায মানুষকে কিসের জন্য প্রস্তুত করে?

47. নামায মানুষকে কোন ইবাদতের জন্য প্রস্তুত করে?

48. নামায যেসব এবং যে ধরনের বহু গুণ মানুষের মধ্যে সৃষ্টি করে এবং তাকে খোদার খাঁটি বান্দাহ রূপে গড়ে তোলে তা কি কি?

49. নামাযই সর্বোত্তম ইবাদত যা নামাযীর মধ্যে সকল বাঞ্ছিত গুণাবলী সৃষ্টি করে নামাযই মানুষকে খোদার নৈকট্যলাভের সুযোগ করে দেয় এ সম্পর্কে কুরআন কি বলে?

50. নামাযই সর্বোত্তম ইবাদত যা নামাযীর মধ্যে সকল বাঞ্ছিত গুণাবলী সৃষ্টি করে নামাযই মানুষকে খোদার নৈকট্যলাভের সুযোগ করে দেয় এ সম্পর্কে হাদীসে কি বলা হয়েছে?

51. আকায়েদের ব্যাপারে যেমন খোদার সত্তা ও গুণাবলীর উপর ঈমান গোটা দীনের উৎস, তেমনি আমলের ব্যাপারে কোন জিনিস গোটা দীনের আমলের ভিত্তি?

52. নামাযের দু'টি রূপ আছে। তা কি কি?

53. ইব্রাহীমি দোয়া কি?

54. কোন দোয়ার পেছনে রয়েছে সাইয়েদুনা হযরত ইবরাহীম আলায়হিস সালামের সত্য ঘোষণার এক স্মরণীয় দীর্ঘ ইতিহাস

55. এমন এক দোয়া, যার চেয়ে উৎকৃষ্ট দোয়া আসমান ও যমীনে আর কিছু নেই। তা কি?

56. যখন বান্দাহ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ বলে, তখন আল্লাহ কি বলেন?

57. যখন বান্দাহ الرَّحْمَٰنِ الرَّحِيمِ বলে, তখন আল্লাহ কি বলেন?

58. যখন বান্দাহ مَالِكِ يَوْمِ الدِّينِ বলে, তখন আল্লাহ কি বলেন?

59. যখন বান্দা বলে, إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ তখন আল্লাহ কি বলেন?

60. বান্দাহ যখন বলে, ٱهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيمَ، صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ তখন আল্লাহ কি বলেন?

61. কখন বান্দার রূহ্ আনন্দে গদগদ্ হয়ে পড়ে। তার দোয়ার এক একটি শব্দ তার কাছে মণি-মুক্তার চেয়েও মূল্যবান মনে হয়?

62. নামাযের কোন অংশে বান্দাহ তার মনীবের নৈকট্য লাভ করে?

63. রুকু ও সিজদার তসবিহগুলোতে বান্দাহ কি স্বীকৃতি দান করে?

64. নামাযের রূহ কি?

65. আন্দোলনের কর্মীদের কাঙ্খিত গুণাবলী ও মান, জান ও মাল কুরবানীর প্রেরণা, আল্লাহর হক আদায়ের সাথে বান্দাহরও হক আদায় করা, আমানতদারী ও ইনসাফ কায়েম করা, প্রতি মুহূর্তে খোদার ভয় ও আখেরাতের জবাবদিহির অনুভূতি- এ সমুদয় গুণাবলী সৃষ্টি করা হয় কোন জিনিসের মাধ্যমে?

66. যে ধরনের নামায আল্লাহর নিকট প্রিয় তা যে বড়ো কঠিন এ কথা আল্লাহ কিভাবে বলেছেন?

67. সে ব্যক্তির স্থান আল্লাহর আরশের ছায়ার নীচে হবে, যার মন সর্বদা কোথায় লেগে থাকে?

68. নামায যেমন আল্লাহর কাছে অতি প্রিয় ঠিক ততো বেশী অসহনীয় কার কাছে?

69. ভালো হওয়ার সবচেয়ে ফলপ্রসূ পন্থা যেহেতু নামাযকে বলা হয়েছে, সে জন্যে সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে?

70. আমাদের নামায যদি আল্লাহর ফযলে রিয়া থেকে মুক্ত হয়ে ইসানের নামায হয়, তাহলে আমাদের জামায়াতের কি হবে?

71. মাওলানা মওদূদী রহ. ইসলামী বিপ্লবের সাফল্যের শর্তাবলীর মধ্যে একটি অন্যতম প্রধান শর্তের উল্লেখ করেছেন। তা কি?

72. কি না হলে আমাদের গঠনমূলক সকল চেষ্টা-সাধনা ব্যর্থ হয়ে যাবে?

73. ইসলামী বিপ্লবের সপক্ষে দেশে ও বিদেশে বলিষ্ঠ জনমত সৃষ্টি নির্ভর করে কোন কাজের উপর?

74. নামায মানুষের সকল মানসিক ব্যাধিও নিরাময় করে। তা কি কি?

75. চারিত্রিক মানদন্ড কি?

76. ইসলামের বিজয়ের জন্যে আমাদের সাংগঠনিক, আদর্শিক, চারিত্রিক, ইলমি ও ফিকরী মানের সাথে আরও কিছু গুণাবলী অপরিহার্য যেমন: . প্রশাসনিক যোগ্যতা, দুর্নীতিমুক্ত প্রশাসনিক যোগ্যতা। ২. বিজ্ঞান ও প্রযুক্তি তৃতীয়টি কি?

77. ইসলামের বিজয়ের জন্যে আমাদের সাংগঠনিক, আদর্শিক, চারিত্রিক, ইলমি ও ফিকরী মানের সাথে আরও ৩টি গুণাবলী অপরিহার্য তা কি কি?

78. প্রশাসনিক যোগ্যতা, দুর্নীতিমুক্ত প্রশাসনিক যোগ্যতা। এখানে দুর্নীতিমুক্ত বিশেষণ যোগ করার অর্থ কি?

79. মুসলমান হোক অথবা অমুসলমান আল্লাহ কাদের উপরে দায়িত্ব অর্পন করেন?

80. স্বাধীন বাংলাদেশ সৃষ্টির পর এ দেশে সকল ইসলামী দল ও সকল প্রকার ইসলামী তৎপরতা সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণা করা হয়। এরপর কত তারিখে জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর প্রকাশ্য সাংগঠনিক তৎপরতা শুরু করে?

81. নির্বাচনে জামায়াতে ইসলামী ১৮টি আসল গ্রহণের পর জামায়াতের এ বিজয় স্বার্থান্ধ মহলকে ভীত ও উদ্বিগ্ন করে তোলে নির্বাচনটি কত সালে কোন মাসে অনুষ্ঠিত হয়?

82. হঠাৎ ঢাকা থেকে ডজনখানেক দৈনিক পত্রিকা প্রকাশ লাভ করে। এসবের উদ্দেশ্য কি ছিল?

83. ইসলামী আন্দোলনের পথ কোনোদিন কুসুমাস্তীর্ণ হয় না বরঞ্চ এ যে ভয়ানক বন্ধুর, কন্টাকাকীর্ণ ও বিপদ-সংকুল, তা ভালো করে জেনে বুঝেই আমরা এ পথে পা বাড়িয়েছি এবং পেছনে আমাদের নৌকা জ্বালিয়ে দিয়ে এসেছি যাতে পেছনে ফেরার কোন উপায় না থাকেএই উক্তিটি কার?

84. অংকের একটি মেধাবী ছাত্র একটা কঠিন অংক পেলে যেমন খুশী হয় যে, এতে করে তার প্রতিভার যাচাই হবে, তেমনি এক দৃঢ়-সংকল্প মুমিন পরীক্ষার সম্মুখীন হতে আনন্দ পায় কারণ কি?

85. আল্লাহ আমাদের কাছে এ দাবী করবেন না যে, আমাদেরকে হযরত আবু বকর রা. এবং হযরত উমরের রা. রাষ্ট্রের মতো একটি রাষ্ট্র কায়েম করতে হবে। এমনটি করার সাধ্য কারো নেই এবং এর আদেশও আল্লাহ করেননিতাহলে আমাদের কাছে কি দাবী করা হয়েছে?

86. এ আন্দোলনের প্রাণ হলো এমন একটি বিষয় তাঁর সাথে আমাদের সম্পর্ক যদি দুর্বল হয়, তাহলে ইসলামী রাষ্ট্র কায়েম করার এবং তা সাফল্যের সাথে পরিচালনা করার যোগ্য আমরা হতে পারব না।বিষয়টি কি?

87. কিসের ফলশ্রুতিতে ভারত বিভক্ত হয় এবং পাকিস্তান ও ভারত নামে দু'টি স্বাধীন রাষ্ট্র অস্তিত্ব লাভ করে?

88. উপমহাদেশের মুসলমানগণ তাদের মৌল আকীদাহ-বিশ্বাস, ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা-সংস্কৃতি সংরক্ষণের লক্ষ্যে স্বতন্ত্র মুসলিম জাতি হিসাবে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্যে একটি পৃথক আবাসভূমির দাবীতে সংগ্রাম করে। তার ফলশ্রুতিতে কি হয় এবং কিসের অস্তিত্ব লাভ করে?

89. পাকিস্তান রাষ্ট্রের অস্তিত্ব ভারত যেমন মেনে নিতে পারেনি, তেমনি করে ভারত আর কি মেনে নিতে পারেনি?

90. ব্রাহ্মণ্যবাদী ভারতের বহুদিনের স্বপ্ন কি?

91. ব্রাহ্মণ্যবাদী ভারতের বহুদিনের স্বপ্ন অখণ্ড ভারতেরামরাজ' প্রতিষ্ঠা। এ কারণেই ভারত কি চেয়েছিল?

92. বাংলাদেশের প্রথম ক্ষমতাসীন সরকার জাতিকে সঠিক দিকদর্শন দিতে পারেনি কেন?

93. স্বাধীন বাংলাদেশের যে সংবিধান তৈরী হয়, তাতে সমাজতন্ত্র, সিকিউলারিজম, জাতীয়তাবাদ ও গণতন্ত্র বাংলাদেশের চার রাষ্ট্রীয় স্তম্ভ হিসাবে নির্ধারিত হয়। এই স্তম্ভ গুলো কার স্তম্ভ?

94. সত্যিকার দেশপ্রেম সৃষ্টি করতে পারে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষাকবচ হিসাবে কাজ করে কোন কোন বিষয়?

95. এক ধর্মরাজ্য হবে এ ভারতে-এ মহাবচন, করিব সম্বলএই পংক্তিটি কোন কবিতার অংশ বিশেষ? তার রচয়িতা কে?

96. জামায়াতে ইসলামীর লক্ষ্য কি?

97. জামায়াতে ইসলামী দেশের ঈমানদার, সৎ ও যোগ্য লোকদের সংগঠিত করে জনগণকে শোষকদের খপ্পর থেকে উদ্ধার করতে চায় কোন ধরণের নেতৃত্বের পরিচালনায়?

98. জামায়াতের গঠনতন্ত্র অনুযায়ী কোন ফোরাম সংগঠনের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী?

99. জামায়াতে ইসলামীর কোন ফোরাম কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শুরার যে কোন সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষমতা রাখে?

100. আমাদের কাজ সমাজের কোন আংশিক সংস্কার-সংশোধন নয়, তাহলে আমাদের কাজ কি?

101. বিদেশী আধিপত্যবাদী শক্তি এবং তাদের এ দেশীয় সেবাদাসেরা একমাত্র কাদেরকে তাদের পথে বিরাট প্রতিবন্ধক মনে করে?

102. কুরআন পাকের সূরা ইয়াসীনে এক আল্লাহর বান্দার শাহাদাতের উল্লেখ আছে শুধুমাত্র তাঁর আপন জাতির লোক তাঁকে কোন অপরাধে হত্যা করে?

103. যে ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার পরিণাম কি?

104. সমাজ ও রাষ্ট্র গঠনে ইসলামের মূল কথা কি?

105. আমাদের লক্ষ্য যেহেতু সমাজের সর্বস্তরে সৎ ও চরিত্রবান লোকের নেতৃত্ব প্রতিষ্ঠা, সে জন্যে প্রথমে আমাদের প্রত্যেককে কি হতে হবে?

106. রূহের খোরাক কি?

107. কিসের দ্বারা তাকওয়ার পয়দা হয়?

108. আল্লাহ যিকির, তাকওয়া, আল্লাহর প্রেম ও ভালোবাসা- তাঁর জন্যে জীবন বিলিয়ে দেয়া, রূহের এ ধারাবাহিক প্রক্রিয়া কে কি বলে?

109. সাইয়েদ আবুল আ'লা মওদূদী রহ., যাঁর লেখা, যাঁর সাহিত্য, ইসলামকে নতুন করে তার আসল রূপে হৃদয়গ্রাহী ভাষায় তা পরিবেশন করার তাঁর যোগ্যতা ও ক্ষমতা যা আমাদেরকে জিহাদের ময়দানে টেনে এনেছে-সেই মাওলানা মরহুম যারা জামায়াতে ইসলামী করে এবং দুনিয়ার বিভিন্ন দেশে বিভিন্ন উপায়ে, বিভিন্ন পদ্ধতিতে ইসলামী আন্দোলন করে তাদের সকলের কাছে জামায়াতে ইসলামী তথা ইসলামী আন্দোলনকে কোন হিসাবে রেখে গেছেন?

110. কোন অবস্থায় ইসলামী বিপ্লব কেউ রুখতে পারবে না?

111. কুরআন পাক পড়লে দেখা যাবে রাহমানুর রাহীম আল্লাহ তাআলা যিনি মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে অত্যন্ত ভালোবাসেন, মানুষের হিদায়াতের জন্যে যেখানে কিছু কথা বলেছেন, কিছু নসিহত করেছেন সেখানে প্রত্যেকটি কথার সাথে তিনি কি বলেছেন?

112. নূহ আ. তার জাতিকে কি বলেছেন?

113. তাকওয়া মানে কি? আল্লাহর ভয় মানে কি?

114. আল্লাহ তাআলা আমার সাথে আছেন তিনি হাযির ও নাযির আছেন আমি যা কিছু প্রকাশ্যে ও গোপনে করছি তিনি তো দেখছেনই বটে, তাঁর নিয়োজিত অফিসারগণ অর্থাৎ ফেরেশতাগণ সবকিছুর ভিডিও ফিল্ম তৈরী করছেন। কোন কিছু লুকোবার উপায় নেই। এমন অনুভূতিকে কি বলে?

115. এমন কিছু করবো না এবং করতে পারি না যা আমার মনীবকে নারায করে, অসন্তুষ্ট করে। মনীব যদি বান্দাহর প্রতি নারায হয়, তাহলে তা বান্দাহর একেবারে সর্বনাশ। তখন তার আর কিছুই করার থাকে নাএমন অনুভূতিকে কি বলে?

116. কোন গুণ অর্জন করলে বান্দাহর মধ্যে খোদাপ্রেম সৃষ্টি হয়, সে খোদাপ্রেমিক হয়ে যায়?

117. جان دی دی ہوئی اسی کی تھی ۔ حق تو یہ ہے کہ حق ادا نہ ہوا  জাঁন দি দি হুই উসি কি থি, হক ত ইয়ে হ্যায় কে হক আদা না হুয়া এর ব্যাখ্যামূলক বাংলা কি?

118. মাওলানা মওদূদী রাহি. ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যক্তিগত গুণাবলী আলোচনায় এক নম্বরে কোন গুণটির কথা বলেছেন?

119. এসো এখন আমরা জিহাদে আসগার থেকে জিহাদে আকবারের দিকে ফিরে যাইজিহাদে আকবার আবার কোনটা?

120. বাপ-দাদার প্রচলিত ভ্রান্ত রেসম রেওয়াজ ও কুসংস্কার বাতির খোদাদের একটিতাই সর্বযুগে নবীর দাওয়াত প্রত্যাখ্যান করে বিরোধীরা কি বলেছে?

121. হাশরের মাঠে দু'ধরনের মানুষই হবে। এক ধরণের হলো” যারা দুনিয়ায় নেতৃত্ব দিয়েছে। অন্য ধরণের কি?

122. বাতিল খোদা ৫ প্রকারের . বাপ-দাদার প্রচলিত ভ্রান্ত রেসম রেওয়াজ ও কুসংস্কার২. ধন-দৌলত  . সন্তানাদি বাকী ২টি কি কি?

123. নফ্‌স্ যে মানুষের খোদা হতে পারে এ কথা কুরআনে কিভাবে বলা হয়েছে?

124. أَشَدُّ الجهادِ جهادُ الْهَوَى وَمَا كَرَّمَ المَرْءَ الاَّ التَّقْوَا এর অর্থ কি?

125. কোন সূরাকে السَّبْعُ المَثَانِي (আস সাবউল মাছানী) বলা হয় السَّبْعُ المَثَانِي অর্থ কি?

126. আপনার মাথা কখন সিজদা থেকে উঠতেই চাইবে না?

127. অগ্রহণযোগ্য মাল মানে রিজেক্টেড মাল। রিজেকটেড মাল কি?

128. مَن أحبَّ للَّهِ وأبغضَ للَّهِ ، وأعطى للَّهِ ومنعَ للَّهِ فقدِ استَكْملَ الإيمانَ এর বাংলা অর্থ কি?

129. ইস্তাকমালাল্ ঈমান' অর্থ কি?

130. আমাদের জামায়াতে ইসলামীকে, ছাত্র শিবিরকে তাদের অস্তিত্বের জন্যে অত্যন্ত বিপজ্জনক মনে করে তা আমাদের উপর অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করা এবং আমাদেরকে হত্যা করাএ ব্যাপারে আমরা একটা ভুল করছি। ভূলটা কি?

131. আগার মাই বয়ঠ যাঁও ত খাড়া রাহে কৌন?  এই উক্তিটি কার?

132. ১৯৬৩ সালে লাহোরে জামায়াতে ইসলামীর সম্মেলনে একজন জামায়াত কর্মী খুন হোন তিনির নাম কি?

133. ১৯৬৩ সালে জামায়াতের সম্মেলনের হামলার বিরুদ্ধে মামলা দায়ের করতে মাওলানা মওদূদীকে বলা হলে, মাওলানা কি জবাব দেন?

134. আমাদের মধ্যে ঈমানী জয়া অবশ্যই থাকবে জিহাদী জবা থাকবে সেই সাথে কি থাকবে?

135. শাহাদাত শব্দের অর্থ কি?

136. নবী সা. তবুকের অভিযানে রওয়ানা হোন কত হিজরীতে?

137. مَا أَبْقَيْتَ لَأَهْلِكَ يَا أَبَا بَكْرٍ আবু বকর! তোমার পরিবারের জন্যে কি রেখে এসেছ? কে কাকে এই প্রশ্ন করলেন? জবাবে উত্তর কি দেয়া হলো?

138. ইয়া রাসূলাল্লাহ আপনি একটু হাত তুলে দোয়া করুন! আমি যেন কাফেরদের হাতে শহীদ হতে পারি এমন আবেদন কে করেছিলেন? জবাবে রাসূল সা. কি দোয়া করলেন?

139. আব্দুল্লাহ যুল বাজাদাইন রা. চিৎকার করে বলে উঠলেন, ইয়া রাসূলাল্লাহ আপনি এ কি দোয়া করলেন? আমি তো শহীদ হতে চাই তখন রাসূল সা. কি বললেন?

140. তাবুকের অভিযানে জ্বর আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন কোন সাহাবী?

141. আব্দুল্লাহ যুল বাজাদাইন রা. লাশ কবরে নামায়েছিলেন দুইজন সাহাবী। তারা কারা?

142. পরওয়ারদেগার! আমি আজ সন্ধ্যা পর্যন্ত আবদুল্লাহর প্রতি রাযী ছিলাম তুমি রাযী হয়ে যাও।– কোন সাহাবীকে কবরে রাখার পর রাসূল সা. এই দোয়া করেছিলেন?


প্রশ্ন গুলোর উত্তর জানতে যুক্ত থাকুন আমাদের হোয়াইটসআপ গ্রুপে। গ্রুপে যুক্ত হওয়ার জন্য ক্লিক করুন এখানে।

Post a Comment

1 Comments

Anonymous said…
❤️❤️