প্রশ্নোত্তরঃ
কুরআন বুঝা
সহজ – অধ্যাপক গোলাম আযাম
1. কুরআন পাক আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে কি জন্য?
2. কিতাবকে শুদ্ধভাবে পড়ে শুনানো এবং এর সঠিক অর্থ বুঝিয়ে
দেয়ার দায়িত্ব কাদের উপর দেয়া হয়েছিল?
3. রাসূল যে কিতাবের ব্যাখ্যা দাতা, আল্লাহ
তায়ালা সেই কিতাবের কি?
4. কুরআন থেকে হেদায়াত পাওয়ার জন্য প্রথম শর্ত কি?
5. কুরআন যা মানতে বলে তা মানতে রাজী হওয়া এবং যা ছাড়তে বলে তা
ছাড়তে প্রস্তুত থাকাকে কি বলে?
6. কুরআন বুঝবার জন্য আরবী জানা শর্ত নয়।
তাহলে আরবী অবশ্যই জানতে হবে কেন?
7. কুরআন বুঝা সহজ বইটির মূল চিন্তা ধারা অন্য একটি গ্রন্থের
ভূমিকা থেকে গ্রহণ করা হয়েছে। গ্রন্থটির নাম কি?
8. কুরআন বুঝা সহজ বইয়ের পঞ্চম সংস্করণে তিনটি নতুন পরিচ্ছেদ
যোগ করা হয়েছে। একটি কুআনের আন্দোলনমুখী তাফসীর, দ্বিতীয়টি আন্দোলনের দৃষ্টিতে অধ্যয়ন।
তৃতীয়টি কি?
9. কুরআন (যা পাঠ করা হয়, যা পড়া কর্তব্য)।
ফুরকান (যা হক ও বাতিলের পার্তক্য দেখিয়ে দেয়)।
নূর (যা সঠিক জ্ঞান অর্জনের যোগ্য আলো দান করে)।
তাহলে যিকর কি?
10. কুরআনের ১১৪টি সূরার মধ্যে কয়টি সূরার বিষয় ভিত্তিক নাম নেই?
11. কুরআনের একটি সূরা, যার নাম সূরার মধ্যে নেই।
সূরার নাম কি?
12. কুরআনের ভাষা সাধারণত কিসের মতো সংক্ষিপ্ত?
13. যিনি পাঠিয়েছেন তিনিই এর সঠিক অর্থ জানেন।
যার কাছে পাঠানো হয়েছে তাঁকেই সঠিক অর্থ বুঝিয়ে দেয়া হয়েছে।
এটা কি?
14. কুরআন যার উপর নাযিল হয়েছে, তাঁকে কি
দায়িত্ব দেয়া হয়েছিল?
15. কিতাবী কুরআনকে জীবন্ত কুরআন থেকেই বুঝতে হবে। জীবন্ত কুরআন
কি?
16. কুরআনের একমাত্র সরকারী ও নির্ভরযোগ্য ব্যাখ্যাদাতা কে?
17. যুগে যুগে কুরআনের নতুন নতুন ব্যাখ্যা হতে পারে। কিন্তু
কোন ব্যাখ্যা গ্রহনযোগ্য হতে পারে না?
18. মধু কেমন তা খেয়েই বুঝতে হয়।
তেমনি একটি কিতাব যা না পড়া পর্যন্ত এর বৈশিষ্ট ও মর্যাদা কি তা বুঝ আসতে পারে না।
কিতাবটির নাম কি?
19. কুরআনকে আসল রূপে দেখতে হলে কি করতে হবে?
20.তাফহীমুল
কুরআন কোন কথাই বুঝাবার চেষ্টা করেছে?
21. তাফহীমুল কুরআন ঈমানদার পাঠককে কোথায় হাজির করে?
22. তাফহীমুল কুরআন কোন নিষ্ক্রিয় মুফাসসিরের রচনা নয়।
তাহলে কার রচনা?
23.কি
কারণে কুরআনকে আন্দোলনের কিতাব হিসাবে ব্যাখ্যা করার প্রয়োজন তখন ছিল না?
24. খুলাফায়ে রাশেদার পর খেলাফতের স্থলে রাজতন্ত্র চালু হলেও
কোন কোন ব্যবস্থা ইসলাম অনুযায়ী চলতো?
25.কখন
ইসলামী রাষ্ট্র কায়েমের আন্দোলন জরুরী হয়ে পড়ল?
26. বিশ্ব স্রষ্টা মানুষকে অজ্ঞানতার অন্ধকারে ছেড়ে দেননি। ৪টি
মাধ্যমে জ্ঞান দানের ব্যবস্থা করেছেন। তা কি কি?
27.বিশ্বজগত
ও মানব দেহকে ব্যবহার করার ব্যাপারে মানুষকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়নি। তাহলে
কি দেয়া হয়েছে?
28.দুনিয়ার
জীবনটা পরীক্ষা মাত্র। এ পরীক্ষায় মানুষ কি কারণে ফেল
করে?
29. কি শিক্ষা দেবার জন্য যুগে যুগে নবী ও রাসুল পাঠানো হয়েছে?
30. দ্বীন অর্থ
কি? সকল নবীর দ্বীন এক ছিল। কিন্তু সমাজ বিবর্তনের প্রয়োজনে কি এক
ছিল না।
31. মূল দ্বীনের চিরন্তন শিক্ষা ও পূর্নাঙ্গ শরীয়াত কোথায়
রয়েছে?
32.নবীগণ
তাঁদের দায়িত্ব যথাযথই পালন করেছেন। কিন্তু যখনই দুটো শর্ত পূর্ণ
হয়েছে তখনই ইসলামী বিধান বিজয়ী হয়েছে। শর্ত দুটো
কি কি?
33. সমাজ
বিপ্লবের উদ্দেশ্যে পরিচালিত আন্দোলনের সাথে কার সংঘর্ষ অনিবার্য?
34.সমাজ
বিপ্লবের উদ্দেশ্যে পরিচালিত আন্দোলন সমাজের মানুষকে কয়ভাগে ভাগ করে এবং কি কি?
35. বিপ্লবী
আদর্শের অনুসারী ও বিরোধী ছাড়া আন্দোলনের বিভিন্ন সময় ৫ রকম মুনাফিকের আবির্ভাব হয়। তা
কি কি?
36.আন্দোলনের
বিভিন্ন স্তরে বিরোধীতার রুপ হয় তিন ধরণের। তা কি কি?
37. রাসূল
(সাঃ)-এর আন্দোলনের দুটো যুগঃ ১. মাক্কী
যুগ- প্রথম ১৩ বছর। এটা সংগ্রাম যুগ, লোক তৈরীর যুগ বা ব্যক্তি গঠনের যুগ ও নির্যাতনের যুগ। ২.
মাদানী যুগ- হিজরাতের পর ১০বছর। এই যুগ কোন ধরণের যুগ।
38. মক্কী
যুগের বিভিন্ন স্তর রয়েছে। ব্যক্তিগতভাবে বা গোপনে (আন্ডার গ্রাউন্ড) দাওয়াত ও
সংগঠনের সময়কাল কত বছর?
39.মক্কী
যুগের দ্বিতীয় স্থর হলোঃ কাশ্যে দাওয়াত–বিরোধীদের বিদ্রুপ ও অপপ্রচার এবং
নির্যাতনের প্রাথমিক অবস্থা। এর মেয়াদ কয় বছর?
40.নবুওয়াতের
৭ম থেকে ৯ম বছর পূর্ণ ৩ বছর রাসূল (সাঃ) এর নিজ বংশ ‘বনী হাশিম’ সহ ‘শে’বে আবু
তালিব’ নামক উপত্যকায় কঠোর বন্দী দশা। ১০ম বছরে
রাসূল (সাঃ) -এর চাচা আবু তালিব ও বিবি খাদিজা (রাঃ) ইন্তেকাল করেন।
এই সময়টাকে কি কাল হিসাবে অভিহিত করা হয়?
41. প্রথম বাইয়াতে আকাবা এবং দ্বিতীয় বাইয়অতে আকাবাতে কতজন এবং
কতজন বাইয়াত গ্রহণ করেন?
42. মাদানী যুগের বিভিন্ন স্তর মোট ১০ বছর। তা কি কি?
43.নিম্নোক্ত
৪টি তারিখে ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ চারটি ঘটনা ঘটে। তা কি কি? (১) ১২ রবিউল
আউয়াল ১ হিজরী । (২) রমযান ২য় হিজরী (৩) শাওয়াল
৩য় হিজরী (৪) রবিউল আউয়াল ৪র্থ হিজরী।
44. ইসলামের ইতিহাসে নিম্নোক্ত গুরুত্বপূর্ণ চারটি ঘটনা কখন
সংঘটিত হয়? (১) খন্দকের যুদ্ধ (২) বাইয়াতে
রিদওয়আন (৩) খায়বার যুদ্ধ (৪) মক্কা বিজয়।
45.হুনাইনের
যুদ্ধ, তাবুকের যুদ্ধ ও বিদায় হজ্জ কখন সংঘটিত হয়?
46. রাসূলকে দেয়া বিরাট দায়িত্ব পালনের উপযোগী উপদেশ। তাওহীদ, রিসালাত ও আখিরাতের বেশি চর্চা। মানুষের
ঘুমন্ত বিবেক ও নৈতিকতাবোধ জাগ্রত করে চিন্তাশক্তিকে সত্য গ্রহণে উদ্বুদ্ধ করা।
এসব বৈশিষ্ট হলো কুরআনের সেই সব মক্কী সূরার, যা মক্কী জীবনের প্রথম
দিকের। আরো একটি বৈশিষ্ট আছে, যা এখানে উল্লেখ করা হয়নি,
তা কি?
47.“মক্কী
সূরায় সমাজ ও রাষ্ট্র গঠনের আইন বিধান নেই। শুধু শেষ
দিকে সমাজ গঠনের ইংগিতমূলক কথা ‘ম্যানিফেস্টো’ আকারে আছে।
অতীতে বিভিন্ন জাতির নিকট নবীর আগমন —নবীর প্রতি জনগণের আচরণের ভিত্তিতে তাদের
উথান পতনের বর্ণনা-ইতিহাস জানার জন্য নয় ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের জন্য ।”
এই পুরো বক্তব্যকে এককথায় বলুন।
48.হিজরাতে
পর অবতীর্ণ সূরা, কিন্তু মক্কায় নাযিল হয়েছে। কুরআনের এমন
সূরাকে মক্কী সূরা বলে? না মাদানী সূরা বলে?
49. মাদানী সুরার বৈশিষ্ট্য হলোঃ ১. অধিকাংশ দীর্ঘ সূরা। ২. সমাজ গঠনের বিধান। সমাজ
গঠনের বিধান মানে ১. ফৌজদারী আইন, উত্তরাধিকার
বিধান, বিয়ে -তালাক, যাকাত ও ওশর
ইত্যাদির নিয়ম কানুন। ২. দল, রাষ্ট্র, সভ্যতা ও সামাজিকতার ভিত্তি। বাকী
দুইটি কি কি?
50. কুরআনের
বাচন ভংগী ১. বিপ্লবী নেতার ঝংকারময় ভাষণ। ২.
মন – মগজ বুদ্ধি – বিবেককে উদ্বুদ্ধ করার মতো এবং ভাবাবেগের প্লাবন সৃষ্টি করার
যোগ্য। ৩. দরদী মন
দিয়ে মানুষের হৃদয় জয় করার মতো আবেগ ও আবেদনময় আহবান।
আরো তিনটি কি কি?
51. কুরআনে কেন একইকথা বার বার উল্লেখ করা হয়েছে? যেমনঃ ১.
আন্দোলনের বিশেষ এক অধ্যায়ে যেসব কথা মন- মগজে বসান দরকার তা বারবারই বলা দরকার। ২. বারবার
একই ভাষা বা শব্দে, নতুন ভংগীতে ও আকর্ষণীয় পদ্ধতীতে একটি
কথাকে পূর্ণরূপে হজম করাবার জন্যই বলা হয়েছে।
আরেকটি কি?
52.কুরআন
হলো ব্লু- প্রিন্ট বা ইসলামী বিধানের নীল নকশা।
আল্লাহর তৈরী এ নীল নকশা অনুযায়ী ইসলামের বিরাট সৌধ গড়ার দায়িত্ব যে ইঞ্জিনিয়ারকে
দেয়া হয়েছে তিনি কে?
53. কুরআনের
এমন ৫টি সূরা, যার মক্কী হওয়া, কিংবা মাদানী হওয়া নিয়ে ব্যাপক মতভেদ আছে। সূরা
গুলো কি কি?
54.তাফহীমুল
কুরআনে সূরাগুলোর ভুমিকায় মাওলানা মওদূদী (রঃ) সুরা সমূহের নাযিল হবার সময় নিয়ে যে
গবেষণামূলক আলোচনা করেছেন তাতে মাত্র কয়টি সূরা মাদানী বলে প্রমাণিত?
55. তাফহীমুল
কুরআনে সূরাগুলোর ভুমিকায় মাওলানা মওদূদী (রঃ) সুরা সমূহের নাযিল হবার সময় নিয়ে যে
গবেষণামূলক আলোচনা করেছেন তাতে মাত্র কয়টি সূরা মাক্কী বলে প্রমাণিত?
56.অধিকাংশের
মতে মাক্কী সুরা কয়টি এবং মাদানী সূরা কয়টি?
57. কুরআনের
একটি পারা রয়েছে, যাতে বর্ণিত সকল সুরা মাক্কী। এটি কত নম্বর
পারা এবং সূরার সংখ্যা কত?
58. সূরার
প্রথম ভাগ মাক্কী এবং পরবর্তী অংশ মাদানী এমন সূরা মাক্কী সূরা হিসাবে পরিচিত। এমন
একটি সূরার উদাহরণ দিন।
59.কুরআনের
কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি?
60.কুরআনে
কেন্দ্রীয় আলোচ্য বিষয়কে দুই ভাগে ভাগ করা যায়। তা কি কি?
61. পৃথিবী ও আকাশ রাজ্যের গঠন প্রকৃতি, প্রাকৃতির অগণিত নিদর্শন এবং চন্দ্র -সূর্য, গ্রহ-তারা
এবং বায়ু ও বৃষ্টি ইত্যাদির প্রতি কুরআনে বারবার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
ভূগোল ও বিজ্ঞান শেখাবার উদ্দেশ্যে এসব আলোচনা করা হয়নি।
তাহলে কেন আলোচনা করা হয়েছে?
62. মানুষের প্রয়োজনে আল্লাহ পাক যত কিছু পয়দা করেছেন—বিশেষ করে
খাদ্য ও পানীয়, গৃহপালিত পশু, ফল ও
ফসলাদী সম্পর্কে বারবার উল্লেখ করে কোন কথা চিন্তা করতে বাধ্য করা হয়েছে?
63.আফাক
অর্থ কি? উফুক অর্থ কি?
64. আনফুস অর্থ কি?
65.কুরআনে
বেহেশতের সাথে দোযখের, সৎলোকের সাথে অসৎলোকের, মুত্তাকীদের পাশাপাশি আল্লাহর
নাফরমানদের, সফলতার সাথে বিফলতার উল্লেখ করা হয়েছে।
এভাবে কুরআনে বিপরীতমুখী চিত্রের মাধ্যমে কি করা হয়েছে?
66. কুরআনের সবচেয়ে বেশী আলোচিত ৪টি বিষয়ের একটি হলোঃ আল্লাহর
পরিচয়। বাকী ৩টি কি কি?
67.পারিবারিক
আইন থেকে শুরু করে সরকারী দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সব আইন-কানুন এসব বিষয়ে
মাক্কী যুগের শেষ দিকে একটি সূরাতে সমাজ ও রাষ্ট্র গঠনের ব্যাপারে এমন সংক্ষেপে
ইঙ্গিত করা হয়েছে যা মূলনীতি হিসাবে গণ্য। সূরাটির
নাম কি?
68.মাক্কী
যুগে মুসলমানদের উপর অত্যাচর ও নির্যাতন চললেও কাফির ও মুনফিকদের বিরুদ্ধে শক্তি
প্রয়োগের কোন উপায় ছিল না। বিরোধী শক্তির সাথে যুদ্ধ
করার সুযোগ হলো কখন এবং কিভাবে?
69. যুদ্ধ, সন্ধি, আন্তর্জাতিক সম্পর্ক, যুদ্ধবন্দীদের সাথে আচরণ,
যুদ্ধের ফলে অর্জিত সম্পদ ও এলাকার ব্যবহার, যুদ্ধে
শহীদদের পরিবারের প্রতি কর্তব্য ইত্যাদি বিষয়ে বিস্তারিত আইন কোথায় পাওয়া যায়?
70. বিয়ে ও তালাক, সম্পত্তির উত্তরাধিকার, খাদ্যের হালাল ও হারাম এবং ফোজদারী আইন, সমাজবিরোধী কোন কাজের কী শাস্তি হওয়া উচিত, সামাজিক নিরাপত্তার জন্য যাকাত ব্যবস্থার প্রবর্তন, ধার –কর্য ও লেন -দেনের বিধান ইত্যাদি কোথায় পাওয়া যায়?
71. যেসব বিষয়ে মূলনীতি বেঁধে দেয়া হয়েছে এবং এর ভিত্তিতে
প্রয়োজনীয় আইন রচনার দায়িত্ব ইসলামী রাষ্ট্রের পরিচালকদের হাতে ছেড়ে দেয়া হয়েছে তা
কি কি?
72.খোলাফায়ে
রাশেদীন বিস্তারিত আইন জারী করেন কিসের ভিত্তিতে?
73. যুগে যুগে
নতুন নতুন বিধি-বিধানের দরকার বোধ না হয়ে পারে না। দেশে
দেশে যুগে যুগে প্রয়োজনীয় বিধান রচনা করতে হবে কিভাবে?
74.মাক্কী
যুগের সূরাগুলোর মূল আলোচ্য বিষয় কি?
75. মূল আলোচ্য
বিষয়কে ভালভাবে বুঝবার জন্য ‘আফাক’ ও ‘আনফুস’ কে যুক্তি হিসাবে পেশ করা হয়েছ।
এখানে আফাক ও আনফুসের বিররণটা আসল কথা নয়। একথা খেয়াল
না থাকলে আসল শিক্ষা থেকে বঞ্চিত থাকতে হবে। তাহলে আসল
বিষয় কি?
76.তাওহীদ, রিসালাত ও আখিরাতের শিক্ষাকে বাস্তবে উপলব্ধি করার জন্য কুরআনে কি আলোচনা
করা হয়েছে?
77. ইয়াহুদীদের
ইতিহাস থেকে আমদানী হয়ে কুরআনে উল্লেখিত ঘটনাবলী ও কাহিনীসমূহকে রূপকথার এমন গল্পে
পরিণত করেছে যে, তাফসীর পড়তে গিয়ে পাঠক ঐ গল্পের মধ্যেই আটক
হয়ে পড়ে। তখন তাওহীদ, রিসালাত ও
আখিরাতের যুক্তি হিসাবেই যে ঐ ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে সে উদ্দেশ্য ও শিক্ষাই
হারিয়ে যায়। এই কাহিনী কি নামে পরিচিত?
78. সূরা মুলক এর
মূল আলোচ্য বিষয় তাওহীদ। সূরা মুদ্দাসসির ও আবাসা এর মূল আলোচ্য বিষয় হলো রিসালাত। সূরা
কাফ, সূরা যারিয়াত, সূরা মায়ারিজ ও সূরা
মুতাফফিফীন এর প্রধান আলোচ্য বিষয় আখিরাত।
সূরা তুর ও সূরা হাক্কাহ এর আলোচ্য বিষয় কি?
79.যে
সূরা বা রুকূর মূল আলোচ্য বিষয় তাওহীদ সে সূরার পক্ষে তিন ধরনের যুক্তির যে কোন এক
বা একাধিক যুক্তি পাওয়া যায়। যেমনঃ ‘আনফুস ’-এর যুক্তিঃ
মানব সৃষ্টির কৌশল, তাওহীদ বিশ্বাসী ও অবিশ্বাসীদের পরিণাম বর্ণনা করা। আরেকটি
কি?
80. মানব
সৃষ্টির কৌশল—মাটি থেকে পয়লা আদমকে সৃষ্টি করে তা থেকে হাওয়াকে পয়দা করা হয় এবং এর
পর তাদের যৌন মিলনের মাধ্যমে আল্লাহরই ইচ্ছায় মানব বংশের বৃদ্ধি হচ্ছে।
পুরুষের সামান্য শুক্রকীট নারীর গর্ভস্থ ডিম্বের সাথে মিলে যে অণু পরিমাণ ক্ষুদ্র
সৃষ্টির পত্তন হয় তা একমাত্র আল্লাহরই পরিকল্পনায় সুন্দর দেহ ও অগণিত গুণ বিশিষ্ট
মানুষে পরিণত হয়। এটিকে কিসের যুক্তি বলা হয়?
81. আল্লাহ যাকে পুরুষ বানাতে চান তাকে মেয়ে বানাবার ক্ষমতা
কারো নেই। মায়ের পেটে তিনি যাকে একটা হাত দেননি তাকে এ
হাত কেউ দিতে পারে না। যাকে তিনি বোকা বানিয়েছেন
তাকে কেউ মেধাশক্তি দিতে পারেনা। এসব যুক্তি দিয়ে কি বুঝানো
হয়েছে?
82.তাওহীদ
বিশ্বাসী ও অবিশ্বাসীদের পরিণাম বর্ণনা করা হয়েছে যাতে মানুষ তাওহীদ বিশ্বাস করার
গুরুত্ব অনুভব করতে পারে। এ পরিণাম দু’প্রকারে দেখানো
হয়েছে। তা কি কি?
83. যে সূরা বা
রুকূ’র মূল আলোচ্য বিষয় ‘রিসালাত’ সেখানেও কয় রকম যুক্তির এক বা একধিক যুক্তি
পাওয়া যায়?
84.যে
সূরা বা রুকূ’র মূল আলোচ্য বিষয় ‘রিসালাত’ সেখানেও তিন রকম যুক্তির এক বা একধিক
যুক্তি পাওয়া যায়। তার একটি হলো রাসূল (সাঃ) এর
উন্নত নির্মল চরিত্র। দ্বিতীয়ঃ রাসূল (সাঃ)-এর উপর
আল্লাহর যে কিতাব নাযিল হয়েছে সে কুরআন। তৃতীয়টি
কি?
85. রাসূলকে
অবিশ্বাস করার ভয়াবহ পরিণাম বর্ণনা করে এ বিষয়ে মানুষকে উপদেশ দেয়া হয়েছে।
এর পরিণাম ও দু’প্রকারের দেখানো হয়েছে। তা কি কি?
86.যে
সূরা বা রুকূ’র মূল আলোচ্য বিষয় আখিরাত সেখানেও কয় ধরনের যুক্তির মধ্যে এক বা
একাধিক যুক্তি পেশ করা হয়েছে?
87. যে সূরা বা
রুকূ’র মূল আলোচ্য বিষয় আখিরাত সেখানেও তিন ধরনের যুক্তির মধ্যে এক বা একাধিক
যুক্তি পেশ করা হয়েছে? তা কি কি?
88. যে সূরা বা
রুকূ’র মূল আলোচ্য বিষয় আখিরাত সেখানেও তিন ধরনের যুক্তির মধ্যে এক বা একাধিক
যুক্তি পেশ করা হয়েছে? তার মধ্যে এক ধরনের যুক্তি হলো ইমকান। ইমকান কয় প্রকারের। তা কি কি?
89.আখিরাতের
কয়েকটি পর্যায়ে রয়েছে। তার প্রথম
পর্যায় কি?
90.দুনিয়া
যে অবস্থায় আছে তা এক সময় ভেঙে চুরমার করে দেয়া হবে।
এর নাম কি?
91. পুনরুত্থানের পূর্ব পর্যন্ত সময়ের নাম কি?
92. উজুব মানে কি?
93.নৈতিক
এমন এক মনাদন্ড দ্বারা আল্লাহ মানব জাতিকে নিয়ন্ত্রিত করেন যে কোন জাতি এর শেষ
সীমা লংঘন করলে তিনি কি করেন?
94. কুরআনে বার বার উল্লেখ করা হয়েছে যে, মানুষকে এত সুযোগ সুবিধা দেবার সাথে সাথে ভাল ও মন্দের ধারণাও দেয়া হয়েছে।
একদিন এসবের হিসাব দিতেই হবে। তাই নৈতিক ফল প্রকাশ করার
জন্য কি অপরিহার্য?
95.যেহেতু
শেষ নবী (সাঃ)-এর নেতৃত্বে পরিচালিত ইসলামী আন্দোলানকে ধাপে ধাপে বিজয়ের পথে এগিয়ে
নেবার উদ্দেশ্যেই কুরআন নাযিল হয়েছে, সেহেতু কি হওয়া উচিত?
96. কুরআন অধ্যয়নকালে কোন কথা খেয়াল রাখতে হবে?
97.কুরআনের
আসল শানে নুযূল কি?
98.সূরা
কাহফ-এর মধ্যে গুহাবাসীদের যে ঘটনার বিবরণ দেয়া হয়েছে তাতে কি প্রমাণ দেয়া
উদ্দেশ্য?
99. মানুষ আসল শিক্ষা বা উপদেশের দিকে খেয়াল না করে কাহিনীর
অপ্রয়োজনীয় বিস্তারিত বিষয়ের চর্চায় লেগে যায়। যেমন”
সূরা কাহফ-এর অধ্যয়নকালে গুহায় আশ্রয় গ্রহণকারী কতজন ছিলেন এবং তারা কত বছর ঘুমন্ত
অবস্থায় ছিলেন এসব অপ্রয়োজনীয় কথা দিকে লক্ষ্য দেয়। যদি এসব বিষয় অপ্রয়োজনীয় চর্চা
হয়, তাহলে গুহাবাসীদের বিবরণ প্রদানের আসল উদ্দেশ্য কি?
100. কুরআনে নবীদের কাহিনী আলোচনার উদ্দেশ্য ৭টি। যে কোন ২টি
বলুন।
101.
তাফসীর
মানে কি?
102. আরবী বাক্য বিন্যাস না জানলে কি করা অসম্ভব?
103. দারসে কুরআন অর্থ কি?
104. সূরা ফাতিহার কয়টি সূরা কুরআনের ২৫টি পারা দখল করে আছে?
105. কুরআনে ২৬ পারা থেকে ৩০ পারা পর্যন্ত মাত্র ৫টি পারায় মোট
কয়টি সূরা আছে?
106. কয়টি সূরা নামাযে ইমামগন বেশী বেশী পড়েন?
107. একটা মহাসত্য কথা সবাইকে স্বীকার করতে হবে, তা কি?
108. দারসে কুরআনের দায়িত্ব যিনি নেবেন তাকে প্রথমেই দুটো কাজ
করতে হবে। ১. প্রথমে তাকে কুরআন শুদ্ধ করে পড়তে হবে।
তাজবীদের নিয়মে পুরোপুরি পড়তে না পারলেও মোটামুটি শুদ্ধ করে পড়তে সক্ষম হতে হবে।
দ্বিতীয়টি কি?
109. দারসে কুরআন পেশ করার সময় যে তারতীব অনুযায়ী একটার পর একটা
করতে হবে তা কি কি?
110.
কি করলে কুরআন
বুঝবার জন্য পাঠকের মনের দুয়ার সঠিকভাবে খুলে যায়?
111.
কুরআন
অধ্যয়নের সময় মনে কোন ধরণের তীব্র অনুভুতি জাগতে হবে?
112.
গোটা
কুরাআন সমান ৩০টি পারায় বিভক্ত। এভাবে পারা, পারার অর্ধেক, একচতুর্থাংশ ইত্যাদি খন্ডে ভাগ করা
হয়েছে কখন?
113.
কুরআনে মোট
সূরা সংখ্যা ও রুকু সংখ্যা কত?
114.
কুরআনে মোট
কতটি আয়াতের পূনরাবৃত্তি আছে?
115.
কুরআনে মোট
অক্ষর সংখ্যা কত?
প্রশ্ন গুলোর উত্তর জানতে যুক্ত থাকুন আমাদের হোয়াইটসআপ গ্রুপে। গ্রুপে যুক্ত হওয়ার জন্য ক্লিক করুন এখানে।
0 Comments