প্রশ্নোত্তর – ইসলামী জাগরণের তিন পথিকৃৎ - এ.কে.এম. নাজির আহমদ

ইসলামী জাগরণের তিন পথিকৃৎ

প্রশ্নোত্তরঃ

ইসলামী জাগরণের তিন পথিকৃৎ

এ.কে.এম. নাজির আহমদ

 

1.     বিংশ শতাব্দীতে ইসলামী জাগরণের জন্য যাঁরা বিশিষ্ট ভূমিকা পালন করেছেন তাঁদের মধ্যে শীর্ষস্থানীয় হচ্ছেন তিনজন। তারা কারা?

2.     নাস্তিকতাবাদ, অংশীবাদ ও ধর্মনিরপেক্ষতাবাদ-সৃষ্ট তাত্ত্বিক বিভ্রান্তি দূরকরণে যারা মূল্যবান অবদান রেখেছেন সৃষ্টি করেছেন ইসলামী জাগরণইসলামী জাগরণের এমন তিনজন পথিকৃৎ কে কে?

3.     ইসলামী আন্দোলনের তিন পথিকৃৎকে ইউরো-আমেরিকান জীবন দর্শনে বিশ্বাসী শাসকগোষ্ঠী স্বস্তিতে থাকতে দেয়নি বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে তাঁদের চলার পথে বারবার তাঁদেরকে পাঠানো হয়েছে কারাগারে তারা প্রতিটি বাধার মোকাবেলা করেছেন তিন ভাবে। কি কি?

4.     শায়খ হাসানুল বান্না কত সনে জন্মগ্রহণ করেন এবং তার আব্বার নাম কি?

5.     শায়খ হাসানুল বান্নার আনুষ্ঠানিক শিক্ষাজীবন শুরু হয় কত বছর বয়সে?

6.     মাদরাসা আর রাশাদ আদ দীনিয়াহ নামক শিক্ষা প্রতিষ্ঠানে কে পড়ালেখা করেন?

7.     শায়খ হাসানুল বান্নার আমর বিল মা’রূফ ওয়া নাহি আনিল মুনকার (সৎকাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ) তৎপরতার হাতেখড়ি কোথায়?

8.     কতসালে শায়খ হাসানুল বান্না এর আনুষ্ঠানিক শিক্ষা জীবনের সমাপ্তি ঘটে?

9.     সুয়েজখালের সাথে সংযুক্ত তিমসাহ ঝিলের সন্নিকটে অবস্থিত একটি শহর নাম কি?

10.     ১৯২৮ সনের মার্চ মাসে ছয়জন ব্যক্তি শায়খ হাসানুল বান্নার বাসায় আসেন তাঁর সাথে আলাপ করতে তারা কারা?

11.      ১৯২৮ সনের মার্চ মাসে মিশরের ইসমাঈলিয়া শহরের একটি বাসায় ৭জন লোক বসে যে সংগঠনটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন, সেই সংগঠনের নাম কি?

12.     আল ইখওয়ানুল মুসলিমুন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কয়জন ছিলেন?

13.     ১৯২৮ সনের মার্চ মাসে ইসমাইলিয়া শহরে ৭জন লোক বসে আল ইখওয়ানুল মুসলিমুন সংগঠন শুরু করেন। সেই সংগঠন প্রধানের পদবী কি ছিল এবং তিনি কে ছিলেন।

14.     শায়খ হাসানুল বান্না কত বছর বয়সে ইখওয়ানুল মুসলিমুন এর প্রধান নির্বাচিত হোন?

15.     শায়খ হাসানুল বান্না ভালো করেই কি জানতেন?

16.     ইসলামী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত আল জিহাদু ফিল ইসলাম বা ইসলামী আন্দোলনের প্রধান কাজ কি?

17.     আদ্‌দা’ওয়াতু ইলাল্লাহ বা আল্লাহর দিকে লোকদেরকে ডাকা-এই কাজ করতে হলে লোকদের সামনে প্রথমেই কি কি পরিচয় তুলে ধরতে হয়?

18.     আল্লাহর পরিচয়, তারপর আল্লাহর পথের তথা ইসলামের পরিচয় তুলে ধরার পর আদ্‌দা’ওয়াতু ইলাল্লাহর কাজ কি?

19.     কয় বছরের মধ্যেই আল ইখওয়ান খুবই পরিচিত একটি সংগঠনে পরিণত হয়

20.     ইখওয়ানুল মুসলিমুনের প্রতিষ্ঠালগ্নে মিসরের মসনদে কে আসীন ছিলেন?

21.     শায়খ হাসানুল বান্নার বিরুদ্ধে সরকার সর্বপ্রথম কোন অভিযোগ দায়ের করে?

22.      ‘আল আখাওয়াত আল মুসলিমাত’ কি?

23.     আল ইখওয়ানের প্রথম সাধারণ সম্মেলন কখন কোথায় অনুষ্ঠিত হয়?

24.      ‘মাজাল্লাতুল ইখওয়ানুল মুসলিমূন’ কি?

25.     আলী মাহির পাশার সরকারের প্রতি সমর্থন জ্ঞাপনের সিদ্ধান্তে  ইখওয়ানুল মুসলিমুন এর কিছু সংখ্যক সদস্য একমত হতে পারেন নি তাঁরা কি দাবী করেন?

26.      ‘‘আল ইখওয়ানুল মুসলিমূন একটি সালাফীয়া আহ্‌বান, একটি সুন্নীপথ, একটি সুফী বাস্তবতা, একটি রাজনৈতিক দল, একটি ক্রীড়া সংস্থা, একটি শিক্ষা-সংস্কৃতি পরিষদ, একটি অর্থনৈতিক সংগঠন ও একটি সমাজ দর্শন’’ এই কথা গুলো কে কোথায় এবং কেন উল্লেখ করেন?

27.     শায়খ হাসানুল বান্না ইসলামী বিপ্লবের সুস্থ ও স্বাভাবিক পদ্ধতি কী তা তুলে ধরতে কুরআনের যে আয়াত তিলাওয়াত করেন, তার অনুবাদ কি?

28.     শায়খ হাসানুল বান্না হাওয়ার দোলায় আন্দোলিত হবার মতো ব্যক্তি ছিলেন না তিনি স্রোতের সাথে ভেসে যাবার পাত্র ছিলেন না হঠকারিতার পরিণতি কী হতে পারে তাও তিনি বুঝতেন তাই তিনি স্বীয় মতে অটল থাকেন যার কারণে কি ঘটে?

29.     দ্বিতীয় মহাযুদ্ধ কখন শুরু হয়?

30.     দ্বিতীয় মহাযুদ্ধে গ্রেট বৃটেন চাচ্ছিলো মিসর তার পক্ষাবলম্বন করে যুদ্ধে অংশগ্রহণ করুক কিন্তু গ্রেট বৃটেনের পক্ষাবলম্বন করার মানে কি কি?

31.     এক সময় মিশরের সেনাবাহিনীর তরুণ অফিসারদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় কিছু সংখ্যক তরুণ অফিসার একটি গোপন সংস্থা গড়ে তোলে। সংস্থাটি নাম কি ছিল?

32.     প্রধানমন্ত্রী মুসতাফা আন্‌ নাহাস পাশা পার্লামেন্টের নতুন নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিলে আল ইখওয়ান শায়খ হাসানুল বান্নাকে কোন নির্বাচনী এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করে?

33.     প্রধানমন্ত্রী মুসতাফা আন নাহাস পাশা ঘোষিত নির্বাচন হতে সরে দাড়াতে ইখওয়ান তিনটি শর্ত আরোপ করে? তা কি কি?

34.     …..ইসলামের প্রকৃত তাৎপর্য সম্বন্ধে সাধারণ মানুষের অজ্ঞতা তোমাদের পথে বাধার সৃষ্টি করবে তোমরা দেখবে ধর্মধারী ও সরকারী আলিমগণ তোমাদের ইসলাম সম্পর্কিত ধারণাকে আজগুবী বলে আখ্যায়িত করবে তোমরা যে ইসলামের সৈনিক তা-ই অস্বীকার করবে নেতৃস্থানীয়, সম্মানিত ও অন্যান্য ব্যক্তিগণ তোমাদেরকে ঈর্ষা করবে একটির পর একটি সরকার এসে তোমাদেরকে বাধা দেবে এদের প্রত্যেকে তোমাদের কাজ ব্যাহত করতে চাইবে ও তোমাদের অগ্রগতি রোধ করতে চাইবে….. কর্মীদের জন্য বিশেষ হিদায়াত হিসাবে ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল এই বক্তব্যটি প্রদান করেন। তিনি কে?

35.     ….. এইভাবে তোমরা কঠিন পরীক্ষার সম্মুখীন হবে তোমাদেরকে ধরপাকড় করা হবে বন্দী করে রাখা হবে নির্বাসিত করা হবে তোমাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে তোমাদের বিশিষ্ট কাজগুলো বন্ধ করে দেয়া হবে তোমাদের গৃহে তল্লাশী চালানো হবে তোমাদের এই পরীক্ষার কাল দীর্ঘ হতে পারে … কর্মীদের জন্য বিশেষ হিদায়াত হিসাবে ইসলামী আন্দোলনের একজন দায়িত্বশীল এই বক্তব্যটি প্রদান করেন। তিনি কে?

36.     ১৯৪৩ সনের গোড়ার দিকে আল ইখওয়ানের কতিপয় সদস্য এক অনাকাংখিত পদক্ষেপ গ্রহণ করে তারা অস্র প্রয়োগ করে বিপ্লব আনয়নে বিশ্বাসী ছিলো গঠিত হবার পর থেকেই এই বাহিনী এখানে ওখানে বারবার পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এই অনাকাংখিত পদক্ষেপ কি ছিল এবং এই পদক্ষেপের নেতা কে ছিলেন?

37.     মিশরের প্রধানমন্ত্রী আহমাদ মাহির পাশা কত তারিখে আততায়ীর গুলিতে নিহত হোন, কেন নিহত হোন।

38.     মুসতাফা মুমিন কে ছিলেন?

39.     ১৯৪৮ সনে ইখওয়ানকে নিষিদ্ধ ঘোষনা করা হয় কত তারিখে এবং কোন অপরাধে?

40.      ‘‘এরা আল ইখওয়ানও নয়, আল মুসলিমূনও নয়’’ এই কে কাদেরকে লিখেন?

41.     কেন্দ্র থেকে শুরু করে গ্রাম-পর্যায়ের ইখওয়ান সদস্যদেরকে গ্রেফতার করা হয়, কিন্তু শায়খ হাসানুল বান্নাকে গ্রেফতার করা হয়নি এই বিষয়টির ব্যাখ্যা কি করছেন শায়খ হাসানুল বান্না?

42.     শায়খ হাসানুল বান্না কত তারিখে শাহাদাত বরণ করেন? শাহাদাতের আগে উনি সর্বশেষ কোন সংগঠনের মিটিংয়ে বক্তব্য প্রদান করেন?

43.     শহীদ হাসানুল বান্নার শাহাদাতের পর ইখওয়ানুল মুসলিমুন এর মুর্শিদে আম নির্বাচিত হোন কে?

44.     বাদীউয যামান সাঈদ নুরসী রাহি. ছিলেন ৭ ভাই বোন। তাদের নাম কি?

45.     বাদীউয যামান সাঈদ নুরসী রাহি. কতসালে জন্ম গ্রহণ করেন এবং তিনি কি নামে পরিচিত ছিলেন?

46.      ‘‘আমি আপনাকে সঠিক পথ দেখাবার জন্য এসেছি আপনি যুল্‌ম-অত্যাচার ত্যাগ করুন আল্লাহর নির্ধারিত ফারযগুলো প্রতিপালন করতে শুরু করুন’’ এই উক্তিটি কে কাকে উদ্দেশ্য করে বলেছিলেন?

47.     মানুষের অধিকার, মুক্তি ও স্বাধীনতার পক্ষে কার লেখা পড়ে সাঈদ নুরসীর মন আলোড়িত হয় এবং তিনি কোন আন্দোলনের নেতা ছিলেন?

48.      ‘‘প্রত্যেক ব্যক্তিরই কোন না কোন আধ্যাত্মিক পথ প্রদর্শক থাকে আপনি আমার আধ্যাত্মিক পথ প্রদর্শক আপনি আমার সাথেই থাকবেন’’ এই কথাগুলো কে কাকে বলেছিলেন?

49.     সাঈদ নুরসী ওয়ান শহরে যে মাদ্রাসা স্থাপন করেন, তার নাম কি?

50.      ‘যতদিন মুসলিমদের হাতে আল কুরআন থাকবে আমরা তাদেরকে বশ করতে পাবো না হয় আমাদেরকে তাদের কাছ থেকে ঐটি নিয়ে নিতে হবে অথবা তারা যেন এর প্রতি ভালোবাসা হারিয়ে ফেলে তার ব্যবস্থা করতে হবে’ এটা কার উক্তি?

51.      ‘আমি প্রমাণ করবো ও দুনিয়াকে দেখাবো যে আল কুরআন মৃত্যুহীন, এবং নিভিয়ে ফেলা যায় না এমন এক সূর্য’’ এটা কার উক্তি?

52.     সাঈদ নুরসী তাঁর এই লক্ষ্য হাছিলের জন্য তিনি দুইটি পথ অবলম্বনের চিন্তা করেন একটি ছিলো মাদ্রাসাতুয যাহরা স্থাপনের প্রয়াস, অন্যটি কি?

53.      ‘কমিটি অব ইউনিয়ান এণ্ড প্রগ্রেস’-এর অন্যতম নেতা, স্যালোনিকাতে যার বাড়ীতে সাঈদ নুরসী মেহমান হোন, তার নাম কি?

54.      ‘‘আমি যদি আরো কিছুক্ষণ আলোচনা চালাতাম, তাহলে ও আমাকে মুসলিম বানিয়ে ছাড়তো’’ এই উক্তিটি কার? তিনি কার সাথে আলোচনা করছিলেন?

55.     তুরস্কের ইয়াং তুর্কস নামক সংগঠনকে সুলতান আব্দুল আযীয ও সুলতান পঞ্চম মুরাদ সুনজরে দেখতেন না। কিন্তু পরবর্তী সূলতান ইয়াং তুর্কস এর প্রতি শুধু নমনয়ি নোভাব দেখাননি। বরং এর নেতাকে উযীরে আযম নিযুক্ত করেন। কোন সুলতানের আমলে এই ঘটনা ঘটে এবং কাকে উযীরে আযম নিযুক্ত করা হয়?

56.     কমিটি অব ইউনিয়ন এন্ড প্রগ্রেস এর প্রথম সরকার কখন গঠিত হয়?

57.     কোন সময়ে কনস্ট্যান্টিনোপলের সৈন্যরা অফিসারদেরকে তাঁদের ঘরে তালাবদ্ধ করে ক্যান্টনমেন্টের নিয়ন্ত্রণ হাতে তুলে নেয়

58.     সুলতান দ্বিতীয় আবদুল হামীদকে ক্ষমতাচ্যুত হওয়ার পর নতুন সুলতান কে হোন? তিনি কখন পর্যন্ত সুলতান ছিলেন?

59.     ইত্তিহাদ-ই-মুহাম্মাদী জামিয়াতী নামে সংগঠন কখন কার নেতৃত্বে গঠিত হয়?

60.     ১৯০৯ সনের গোড়ার দিকে আয়া সোফিয়া মাসজিদে একটি অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু হওয়া সংগঠনের নাম কি?

61.      ‘‘আপনি শারীআহ চাচ্ছেন? যারা শারীয়াহ চায় তারা বাইরে ঝুলে থাকা ঐ লোকগুলোর মতো ফাঁসিতে ঝুলে’’ কে কাকে কি দেখিয়ে এই কথা বলেছিলেন?

62.      ‘‘আমার যদি এক হাজার জীবন থাকতো, আমি শারীয়ার এক একটি অংশের জন্য আমার জীবনগুলো কুরবান করে দিতাম কারণ শারীয়াহ-ই হচ্ছে সমৃদ্ধি, কল্যাণ, সুবিচার ও সততার পথ’’ এই উক্তিটি কার?

63.      ‘‘বীর ব্যক্তিরা অপরাধ করে না যদি তারা অভিযুক্ত হয় তারা শাস্তিকে ভয় পায় না আমি যদি অন্যায়ভাবে মৃত্যুদণ্ডে দণ্ডিত হই আমি দুইজন শহীদের পুরস্কার পাবো আমি যদি জেলখানায় থাকি তবে সম্ভবত জেলখানাই হচ্ছে স্বৈরাচারী সরকারের অধীনে সবচে’ বেশি আরামপ্রদ স্থান যালিম হয়ে বাঁচার চেয়ে মাযলুম হয়ে মরা উত্তম’’ এই উক্তিটি কার?

64.     শিক্ষকতা পেশার মানোন্নয়ন, শিক্ষকদেরকে যুগপৎভাবে ইসলামী ও আধুনিক জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে ওয়াকিফহাল করণ, ভ্রাতৃত্ব বোধ দৃঢ়করণ, শিক্ষকদের অধিকার সংরক্ষণ ইত্যাদি লক্ষ্য নিয়ে ‘১৯১৯ সালে গঠিত সংগঠনের নাম কি?

65.     ১৯২০ সনেই মুস্‌তাফা পাশার নেতৃত্বে তুর্ক সৈন্যগণ স্মার্ণা থেকে গ্রীক সৈন্যদেরকে তাড়িয়ে দিতে সক্ষম হয়১৯২১ সনে সাকারিয়া রণাংগনেও গ্রীকদেরকে পরাজিত করা সম্ভব হয়এই দুইটি সামরিক বিজয় আংকারা সরকারের ভাবমর্যাদা বৃদ্ধি করে এ সময় আংকারা সরকারকে প্রথম স্বীকৃতি দেয় কোন দেশ?

66.     গ্রীক সৈন্যদের পরাজিত করার পর আংকারা সরকার সুলতান পদ বিলুপ্ত করে। বিধায় পরবর্তীতে শাসকরা কি পদবী ধারণ করেন?

67.     কত তারিখে সাঈদ নুরসীকে কোথায় সম্বর্ধনা দেয়া হয়?

68.     সাঈদ নুরসী গ্র্যান্ড ন্যাশনাল এসেম্বলীর সদস্যদের নিকট পাঠানো ফল স্বরূপ আগে ছালাত আদায় করতো না এমন প্রায় ৬০ জন সদস্য অন্যান্য নামাযী সদস্যদের সাথে যোগ দেননির্ধারিত রুমে আর জায়গা হচ্ছিলো না ফলে আরো বড়ো একটি রুমে জামায়াতের ব্যবস্থা করা হয় এতে মুস্তাফা পাশা বিরক্ত হয়ে সাঈদ নুরসীকে কি বলেন?

69.      ‘‘পাশা, পাশা, ঈমানের পর ফারয ছালাতগুলোই তো ইসলামের অতীব গুরুত্বপূর্ণ বিষয় যারা ছালাত আদায় করে না তারা বিশ্বাসঘাতক আর বিশ্বাসঘাতকের অভিমত গ্রহণ করা যায় না’’ সাঈদ নুরসী কার উক্তির জবাবে এই উক্তি করেন এবং উক্তিটি কি ছিল?

70.     ১৯২৩ সনে আংকারাতে অবস্থানকালে সাঈদ নুরসী যখন বুঝতে পেরেছিলেন তুর্কীর মুসলিমদের ওপর নতুন কী আপদ জেঁকে বসেছে, তখন তিনি কি করলেন?

71.     তুরস্কে খলীফাহ পদ বিলুপ্ত ও সেকুলার রাষ্ট্রে পরিণত হয় হয় কখন?

72.     কতসালে তুর্কীর রাজধানী আংকার স্থানান্তরিত হয়? আগে কোথায় ছিল?

73.     রাষ্ট্র ক্ষমতার বলে পর্দা প্রথার বিলোপ সাধন, একাধিক বিবাহ নিষিদ্ধ করণ, সহশিক্ষা প্রবর্তন, ইসলামী শিক্ষায়তনগুলো বন্ধ করা, সেকুলার স্কুল-কলেজ স্থাপন, আরবীতে আযান দেয়া নিষিদ্ধ করণ, আরবী বর্ণমালার পরিবর্তে ল্যাটিন বর্ণমালা চালূ, পাগড়ি ও ফেজ টুপি পরা নিষিদ্ধ করণ, হ্যাট পরিধান বাধ্যতামূলক করণ ও সালাম পরিত্যক্ত করেন কে?

74.     ফুতুহুল গাইব ও মাকতুবাত বই দুইটির রচয়িতা কে কে?

75.      ‘‘আমার লক্ষ্য হচ্ছে ঈমানের বুনিয়াদ  মজবুতভাবে গড়ে তোলা যদি বুনিয়াদ মজবুত হয়, কোন তুফানেই তা ভেংগে পড়বে না’’ এই উক্তিটি কার? কার প্রশ্নের উত্তরে তিনি এই উক্তি করেন?

76.     হুসাইন পাশা নামক একজন সরদার সাঈদ নুরসীর সাথে সাক্ষাত করে বলেন, ‘আমার সৈন্য, ঘোড়া, গোলাবারুদ প্রস্তুত আমরা শুধু আপনার কমাণ্ডের অপেক্ষা করছি’’ জবাবে সাঈদ নুরসী কি বলেন?

77.     সাঈদ নুরসীর হাতে লেখা বিষয় মুদ্রণ করার সুযোগ ছিলনা বলে হাতে লিখে বিতরণ করা হতো। তার লেখা একেকটি বিষয় সর্বোচ্চ কত কপি হাতে লেখা হয়েছে? লিখনির নাম কি?

78.     রিসালা-ই-নূর একদিকে আল কুরআনের শিক্ষাকে বাঁচিয়ে রেখেছে অন্য দিকে কি বাঁচিয়ে রেখেছে?

79.     সাঈদ নুরসী মাদ্রাসা--ইউসুফিয়া কেথায় শুরু করেন?

80.     সাঈদ নুরসী রিসালা-ই-নূরের পাঠক বা ছাত্রদেরকে তাকওয়া অবলম্বনের উপদেশ দিতেন আত্মম্ভরিতা পরিহার করতে বলতেন আর কি বলতেন?

81.     রিসালা--নুর হাতে লিখে কপি করার মাধ্যমে যখন চাহিদা পুরণ করা যাচ্ছিল না, তখন কপি করার জন্য কি মেশিন ব্যবহার করা হয়?

82.     সাঈদ নুরসী মুসলিম জাহানের ঐক্যের ওপর খুবই গুরুত্ব আরোপ করেন তিনি কিসের স্বপ্ন দেখেন?

83.     সাঈদ নুরসীর আল কুরআনের পথে এগিয়ে যাওয়ার কর্মকৌশল ছিল কোন উপায়ে এবং কিসের মাধ্যমে?

84.     সাঈদ নুরসীর জিহাদ ছিল দুই ধরণের। তা কি কি?

85.     সাঈদ নুরসীর দৃষ্টিভংগি কি ছিল?

86.     আল্লাহর কাজে হস্তক্ষেপ করা যাবে না মানে কি?

87.     রিসালা-ই-নূর প্রিন্টিং প্রেসে প্রথম মুদ্রিত হয় কত সালে?

88.     সাঈদ নুরসী কত তারিখ কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?

89.     সাঈদ নূরসী দুনিয়া থেকে চলে গেলেন কিন্তু বহু লোক তাঁর কবর দেখতে আসে এটাও সহ্য হচ্ছিলো না কামাল-পন্থী সরকারের ফলে সরকার কি সিদ্ধান্ত নিলো?

 

প্রশ্ন গুলোর উত্তর জানতে যুক্ত থাকুন আমাদের হোয়াইটসআপ গ্রুপে। গ্রুপে যুক্ত হওয়ার জন্য ক্লিক করুন এখানে।

Post a Comment

0 Comments