প্রশ্নোত্তর - সত্যের সাক্ষ্য - সাইয়েদ আবুল আ’লা মওদূদী

 


প্রশ্নোত্তর : সত্যের সাক্ষ্য

সাইয়েদ আবুল আ’লা মওদূদী

1. সত্যের সাক্ষ্য বইটি মাওলানা সাইয়েদ আবুল আ’লা মওদূদী রাহি. এর একটি বক্তৃতা বক্তব্যটি কত তারিখে কোথায় প্রদান করা হয়?

2. সত্যের সাক্ষ্য আলোচনা করতে গিয়ে শুরুতেই মাওলানা মওদূদী রাহি. আল্লাহ তায়ালার চারটি পরিচয় পেশ করেছেন যেমনঃ ১. যিনি মানব জাতিকে সৃষ্টি করে তাকে দান করেছেন জ্ঞান ও বিবেক- বুদ্ধির ন্যায় অমূল্য শক্তি আর সমাসীন করেছেন দুনিয়ায় তাঁর খিলাফাতের মর্যাদায় ২. যিনি মানুষের পথ প্রদর্শনের নিমিত্ত যুগে যুগে নবীদের মারফতে নাযিল করেছেন কিতাবসমূহ বাকী দুইটি কি কি?

3. সত্যের সাক্ষ্য আলোচনা করতে গিয়ে শুরুতেই মাওলানা মওদূদী রাহি. নবী রাসূলদের সম্পর্কে চারটি কথা বলেছেন যেমনঃ ১. আজ দুনিয়ায় যা কিছু হিদায়াতের আলো, নৈতিক পবিত্রতা, পুণ্য ও পরহিযগারীর নিদর্শন দেখা যাচ্ছে তা হচ্ছে আল্লাহর এ নেক বান্দাদেরই পথ-নির্দেশের ফল ২. দুনিয়ার মানুষ কখনো তাঁদের এ অনুগ্রহের কথা ভুলতে পারবে না বাকী দুইটি কি কি?

4. আমরা আমাদের সম্মেলনগুলোকে দু’টো অংশে ভাগ করে থাকি একাংশে আমরা পরস্পর বসে আপন কাজ কর্ম যাচাই-পর্যালোচনা করি এবং তাকে আরো সামনে এগিয়ে নেওয়ার পরামর্শ করে থাকি আর দ্বিতীয়াংশে আমরা কি করি?

5. আমাদের দাওয়াত দুই ধরণের মানগোষ্ঠীর প্রতি তারা কারা?

6. মুসলমানদের প্রতি আমাদের আহবান কি?

7. আপনারা আল্লাহকে আপন প্রভু এবং তাঁর দীনকে নিজেদের জীবন বিধান বলে মেনে নিয়েছেন ঠিক সেই মুহূর্ত থেকে আপনাদের উপর এক বিরাট দায়িত্বও এসে পড়েছে পরন্তু সে দায়িত্ব পালনের পন্থা কি, সে সম্পর্কে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে কারণ, এতে আপনারা ব্যর্থকাম হলে পরিণাম কি হবে?

8. মুসলমান হিসাবে দায়িত্ব শুধু আল্লাহ ও তাঁর ফিরিশতা, তার কিতাব, তার রাসূল ও পরকালের প্রতি ঈমান আনা নয় অথবা তা শুধু নামায পড়া, রোযা রাখা, যাকাত দেয়া এবং হজ্জ করার ব্যাপারেও নয়, কিংবা তা বিবাহ, তালাক, উত্তরাধিকার ইত্যাদি বিষয়ে কিছুটা ইসলামী বিধান মেনে নেয়াও নয়, বরং এ সবের উর্ধ্বে এক বিরাট দায়িত্ব ন্যস্ত হয়ে থাকে তা কি?

9. কুরআন মজীদে ‘মুসলমান’ নামে একটি স্বতন্ত্র জাতির মর্যাদা দেয়া হয়েছেএর একমাত্র উদ্দেশ্য কি?

10. সমস্ত মানুষের সামনে পুরোপুরি সত্যের সাক্ষী হয়ে দাড়ানোর ব্যাপারে কুরআনের নির্দেশ কি? সূরা আল বাকারাহ এর বর্ণনার আলোকে উত্তর দিন

11. জাতি হিসাবে আমাদের আবির্ভাবের একমাত্র উদ্দেশ্য হলো সত্যের সাক্ষী হওয়া এ ব্যাপারে আল্লাহর হুকুম কি? সূরা নিসার বর্ণনার আলোকে জবাব দিন

12. কার চেয়ে বড় যালিম আর কেউ হতে পারে না?

13. মুসলমানদের আগে কোন জাতিকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল?

14. আল্লাহ তাআলা ইহুদী জাতিকে এক প্রচন্ড আঘাত দিয়ে সরিয়ে দিলেন এবং তখন তাদের অবস্থা কি দাঁড়ালো?

15. আমাদের উপর সাক্ষ্যদানের যে দায়িত্ব অর্পিত হয়েছে এর অর্থ কি?

16. নবীদের অবর্তমানে সত্যের সাক্ষ্য প্রদানের দায়িত্ব এসে পড়েছে সম্মিলিতভাবে কাদের উপর?

17. কিসের ভিত্তিতেই আল্লাহ তাআলা মানুষের হিসাব – নিকাশ এবং পুরস্কার বা শাস্তিদানের ব্যবস্থা করেছেন?

18. আল্লাহ তাআলা নবীদেরকে সুসংবাদ প্রদানকারী এবং পরিণতির ভীতি প্রদর্শনকারী রূপে পাঠিয়েছেন, যাতে করে মানুষ তাঁর কাছে কিরূপ বিতর্ক তোলার সুযোগ না পায়?

19. নবীদের মাধ্যমে যারা জ্ঞান ও হিদায়াতের পথ পেয়েছেন, তারা কোন অবস্থায় পরিণত হয়েছে?

20. নবীদের উপর সত্যের সাক্ষ্যদানের যে দায়েত্ব অর্পিত ছিল, তাঁদের অবর্তমানে সে দায়িত্ব কাদের উপর এসে পড়লো?

21. সাক্ষ্য দু’রকমের হয়ে থাকে তা কি কি?

22. মৌখিক সাক্ষ্য বলতে কি বুঝায়?

23. মানুষকে বুঝাবার ও তাদের মর্মে প্রবেশ করানোর সম্ভাব্য সকল পন্থা অবলম্বন করে দাওয়াত ও তাবলীগ এবং প্রচার-প্রোপাগান্ডার সম্ভাব্য সকল উপায় উপকরণ ব্যবহার করে ও আধুনিক জ্ঞান-বিজ্ঞান উদ্ভাবিত সমস্ত মাল-মসলাকে আয়ত্তে এনে আল্লাহর মনোনীত দীনের সাথে দুনিয়ার মানুষের পরিচয় করিয়ে দেয়া এটা কোন ধরণের সাক্ষ্য?

24. কতক্ষণ পর্যন্ত মৌখিক সাক্ষ্যদানের দায়িত্ব পুরোপুরি আদায় হতে পারে না?

25. বাস্তব সাক্ষ্যদানের অর্থ কি?

26. আমরা যদি ব্যক্তিগত ও জাতিগতভাবে নিজেরা দীনের মূর্তিমান সাক্ষ্যে পরিণত হতে পারি, আমাদের ব্যক্তি চরিত্র সত্যতার প্রমাণ পেশ করে, আমাদের ঘর-বাড়ী সৌরভে মাতোয়ারা হয়ে ওঠে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ তারাই আলোকে আলোকিত হয়ে ওঠে; আমাদের শিল্প, সাহিত্য ও সাংবাদিকতা তারাই সৌন্দর্য চর্চায় নিয়োজিত হয় এবং আমাদের জাতীয় নীতি ও সম্মিলিত চেষ্টা-সাধনা তার সত্যতার উজ্জ্বল নিদর্শনে পরিণত হয়, তাহলে কি হতে পারে?

27. ইসলামের উত্তরাধিকার আইনের পরিবর্তে জাহেলী রীতিকে যথার্থ বলে সাক্ষ্য দান করেছেন কারা?

28. ইসলামের যাবতীয় আইন-কানুনকে শুধু ভুল নয়, বরং ইসলামের মৌলিক আইন শাসনকে গ্রহণের অযোগ্য এবং মানব রচিত আইনকে নির্ভুল বলে সাক্ষ্য দিচ্ছেন কারা?

29. দর্শন ও ন্যায় শাস্ত্র, ইতিহাস ও সমাজবিজ্ঞান, অথর্নীতি ও রাজনীতি এবং আইন শাস্ত্র ও নৈতিক বিধি-বিধান সম্পর্কে ধর্মবিমুখ পাশ্চাত্য মতবাদকে সত্য এবং ইসলামী মতবাদকে ভ্রুক্ষেপ করার ও অনুপযোগী বলে সাক্ষ্য দিচ্ছেন কারা?

30. ইংল্যান্ড, আমেরিকা, ফ্রান্স ও রাশিয়ার ধর্মবিমুখ নাস্তিক সাহিত্যিকদের যা আদর্শ তাদের আদর্শের তাই এবং মুসলিম সাহিত্যিক হিসেবে তাদের সাহিত্যের কোন স্বতন্ত্র মর্মবাণী নেই এমন সাক্ষ্য দিচ্ছেন কারা?

31. অমুসলিমদের কাছে যে সব নীতি এবং প্রচার- পোপাগান্ডার পদ্ধতি রয়েছে তাদেরও নীতি এবং প্রচার পদ্ধতি ঠিক তাই, এমন সাক্ষ্য কারা দিচ্ছে?

32. ব্যবসায়ী ও মালিকগন কি সাক্ষ্য দান করছে?

33. অমুসলিমদের কাছে জাতীয়তা ও স্বদেশিকতার যে যিকির, জাতীয় দাবী-দাওয়া, জাতীয় সমস্যাবলী সমাধান করার যে পন্থা এবং রাজনীতি ও শাসনতন্ত্রের যে মূলনীতি বিদ্যামান রয়েছে তাদের কাছেও ঠিক তাই রয়েছেএসব ব্যাপারে যেন ইসলাম তাদেরকে কোন পথের সন্ধান দেয়নি এমন সাক্ষ্য কারা দিচ্ছেন?

34. তাদের মুখে দুনিয়াবী কাজ-কারবারের চর্চাব্যতীত অন্যকোন আলোচ্য বিষয় নেই তারা এমন কোন ধর্মের সাথে সম্পর্কিত নয় যার আলোচ্য কিছু সময় ব্যয় করতে পারে এমন সাক্ষ্য কারা দিচ্ছে?

35. ইসলামী পরিবেশে লালিত পালিত ব্যক্তিগণ কোন দিক দিয়েই কুফরী পরিবেশে লালিত পালিত লোকদের তুলনায় উন্নত অথবা স্বতন্ত্র নয়, বরং অনেক ক্ষেত্রেই তারা ওদের চেয়েও নিকৃষ্ট তার উদাহরণ ৮টি। যে কোন ৪টি বলুন।

36. কোন কোন মুসলিম রাষ্ট্রে ইসলামী আইন শুধু কোন ধরণের ল’ হিসাবেই রয়ে গেছে?

37. “দি প্রসপেক্টস অব ইসলাম” (The Prospects of Islam) নামক গ্রন্থের লেখক কে?

38. আইনের উৎস হচ্ছে আল্লাহর ইচ্ছা মাত্র-মুসলমানদের এ ধারণাটি নিছক একটি পবিত্র কাহিনী ছাড়া আর কিছুই ছিল না।’ এই উক্তিটি কার?

39. আমরা মুখে যাই বলি না কেন, আমাদের সামগ্রিক কার্যকলাপ কোন কথার সাক্ষ্য বহন করছে?

40. যখন কোন জাতি আল্লাহর কোন নিয়ামতের প্রতি উপেক্ষা প্রদর্শণ করে আপন সৃষ্টিকর্তার সাথে বিশ্বাসঘাতকতা করে, তখন আল্লাহ তাকে ইহকাল ও পরকালে সর্বত্রই শাস্তি দিয়ে থাকেন আল্লাহর এই শাশ্বত বিধান পুরোপুরি কার্যকরী হয়েছে কোন জাতির বেলায়?

41. পূর্বভারতীয় দ্বীপপুঞ্জ বলতে কি বুঝায়?

42. দুনিয়াকে পরিচ্ছন্ন ও পরিশুদ্ধ রাখার দায়িত্ব আমাদের উপরই ন্যাস্ত ছিল সে দায়িত্ব পালনে গাফলতির ফলেই আজ দুনিয়াটার কি হয়েছে?

43. বর্তমান, ভবিষ্যত একটি বিশেষ প্রশ্নের সাথে ওতপ্রোতভাবে জড়িত তা কি?

44. আপনারা যদি সত্যিকারভাবে ইসলামের আনুগত্য করেন এবং কথা ও কাজের মাধ্যমে তার সত্যতার সাক্ষ্য দেন আর আপনাদের জাতীয় পরিচয় ইসলামকে পুরোপুরি প্রতিফলিত করেন, তাহলে কিসের অধিকারী হবেন?

45. কিভাবে আমাদের ভবিষ্যত এমনি উজ্জ্বল হতে পারে?

46. আপনারা নিজেদের মুসলান বলে দাবী করে ইসলামের প্রতিনিধি সেজে বসেন আর নিজেদের কথা ও কাজের মাধ্যমে কোন কোন পথের সাক্ষ্য দান করেন?

47. কি করলে পারসীয়ান, আমেরিকান ও বৃটেনের মতো আপনাদের দুনিয়াবী যিন্দেগীটা চাকচিক্যময় হতে পারতো?

48. যারা ইসলামকে নিজেদের দীন বলে স্বীকার করে থাকেন, তাদেরকে আমরা কি আহ্বান জানাচ্ছি?

49. মুসলমান হিসাবে জীবনের মূখ্য উদ্দেশ্য কি?

50. কোন সব কাজ থেকে সর্বতোভাবে বিরত থাকা কর্তব্য?

51. উদ্দেশ্য সাধনের জন্যে যে পথ আমরা বাছাই করে নিয়েছি, তা প্রথমত কি?

52. ব্যক্তিগত প্রচেষ্টায় ইসলামের সকল দাবী পূরণ করা সম্ভব নয় এজন্যে কি প্রয়োজন?

53. দীন-ইসলামে কোন জিনিসকে অপরিহার্য করে দেয়া হয়েছে?

54. রাসূল সা. বলেছেন: আল্লাহ আমাকে যে পাঁচটি বিষয়ের হুকুম দিয়েছেন আমিও তোমাদেরকে তারই হুকুম দিচ্ছি এই পাঁচটি জিনিস কি কি?

55. যে ব্যক্তি ইসলামী জামায়াত ত্যাগ করে এক বিঘত পরিমাণও দূরে সরে গেছে, সে কি করলো?

56. যে ব্যাক্তি জাহিলিয়াতের দিকে আহবান জানাবে, তার পরিণতি কি?

57. দীনী কাজের সঠিক নিয়ম হচ্ছে এই যে, সর্বাগ্রে কি লাগবে?

58. জামায়াত থেকে বিচ্ছিন্ন থাকা প্রায় ইসলাম থেকে বিচ্ছিন্ন থাকারই নামান্তর কারণ কি?

59. ইসলামের অধিকাংশ দাবী ও তার প্রকৃত উদ্দেশ্য কেবল কিভাবে পূর্ণ হতে পারে?

60. لَا إِسْلَامَ إِلَّا بِجَمَاعَةٍ অর্থ কি?

61. যারা জামায়াতী নিয়ম-শৃঙ্খলার পাবন্দী করতে পারবেন তাদের সামনে মাত্র তিনটি পথই খোলা রয়েছে, তা কি কি?

62. সুস্থমস্তিষ্ক থাকা পর্যন্ত কোন দিনই আমরা কোন দাবী করবো না?

63. আমরা লোকদের কখনও আমাদের জামায়াতের দিকে আহবান জানাইনি তাহলে কিসের দিকে আহবান জানাই?

64. যেহেতু ইসলামী জীবন ব্যবস্থাই ছিন্নভিন্ন হয়ে আছে এবং এখন শুধু ইসলামী জীবন ব্যবস্থা পরিচালনার প্রশ্ন নয় বরং নতুন করে প্রতিষ্ঠার প্রশ্নই দেখা দিয়েছে তাই এমনি পরিস্থিতিতে গোটা উম্মতের জন্যে কি করা সম্ভব নয়?

65. কারা বেশীক্ষণ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে না?

66. জামায়াতের রুকন বা সদস্যদের কাছে কি দাবী করা হয়?

67. এই দীন ইসলামকে বুঝে শুনে সচেতনভাবে গ্রহণ করুন এর দাবীগুলো ভেবে-চিন্তে ঠিকমত আদায় করুন এবং নিজেদের চিন্তা, কল্পনা, কথা ও কাজ থেকে এর নির্দেশ ও ভাবধারা বিরোধী যাবতীয় বস্তুকে বের করে দিন ও নিজেদের সমগ্র জীবন দ্বারা ইসলামের সত্যতার সাক্ষ্য দান করুনএই কথাগুলো জামায়াতের কি?

68. আমাদের কোন কথা যদি কুরআন-সুন্নাহ হতে অতিরিক্ত কিছু বলে কেউ প্রমাণ করতে পারেন, তবে তা বর্জন করতে এবং কুরআন ও সুন্নাহয় বর্তমান রয়েছে অথচ আমাদের এখানে তা নেই, এমন কোন বিষয়ের প্রতি অঙ্গুলি নির্দেশ করলে আমরা কি করতে প্রস্তুত?

69. মুসলমানদের মধ্যে যেসব কারণে ফিরকা বা উপদলের সৃষ্টি হয়, সেগুলোকে মোটামুটি কয়ভাগে ভাগ করা যেতে পারে?

70. মুসলমানদের মধ্যে যেসব কারণে ফিরকা বা উপদলের সৃষ্টি হয়, সেগুলোকে মোটামুটি চারভাগে ভাগ করা যেতে পারেপ্রথমটি কি?

71. মুসলমানদের মধ্যে যেসব কারণে ফিরকা বা উপদলের সৃষ্টি হয়, সেগুলোকে মোটামুটি চারভাগে ভাগ করা যেতে পারেদ্বিতীয়টি কি?

72. মুসলমানদের মধ্যে যেসব কারণে ফিরকা বা উপদলের সৃষ্টি হয়, সেগুলোকে মোটামুটি চারভাগে ভাগ করা যেতে পারেতৃতীয়টি কি?

73. ইজতিহাদী বিষয়াদির ব্যাপারে জামায়াতের অভিমত কি?

74. জামায়াতে কোন ব্যক্তিবর্গের দিকে আহবান জানান হয় না, জামায়াতের আহবান হচ্ছে কিসের প্রতি

75. আমীরের পদে কারো ব্যক্তিগত প্রাপ্য অধিকার স্বীকৃত নয়তাহলে জামায়াতের আমীর নির্বাচিত করা হয় কেন?

76. যারা যুক্তি প্রদর্শন করে থাকেন যে, ‘ইমামত’ শুধু ইসলামের ইমামত, নামাযের ইমামত, কিংবা যুদ্ধ-বিগ্রহের ইমামই হতে পারে এ ছাড়া তো আর কোন প্রকারের ইমামত নেইতাদের সম্পর্কে মাওলানা মওদূদীর অভিমত কি?

77. নবী করীম (সা.) এর যুগে যখন ‘আমীর’ বা ‘ইমাম’ এর পরিভাষা ব্যবহার করা হতো, তখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত ছিল আর যতদিন পর্যন্ত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়নি, ততদিন ‘আমীর বা ‘ইমাম’-এর পরিভাষা ব্যবহারের কোন অবকাশই তখন ছিল নাকেন?

78. ইসলামের গোটা ব্যবস্থাপনার উপর দৃষ্টিপাত করলে কোন কথা সুস্পষ্ট হয়ে ওঠে?

79. দীন-ইসলাম মুসলমানদের প্রতিটি সম্মিলিত কাজের নিয়ম-শৃঙ্খলার দাবী করে এই নিয়ম-শৃঙ্খলার পদ্ধতি কি?

80. তিনজন লোক যদি সফরে বের হয়, তবে তাঁদের মধ্য হতে আমীর নির্বাচিত করে সুশৃঙ্খল পন্থায়ই সফর করতে হবেকিন্তু মসনাদে আহমদে কি বলা হয়েছে?

81. ইসলামী শরীয়তের মূল ভাবধারাটিই হযরত উমর (রা.) বাণীতে পরিস্ফুটিত হয়ে উঠেছে। তা কি?

82. জামায়াতে ইসলামীতে নেতৃত্বের পদ ইমাম না হয়ে আমীর কেন গ্রহণ করা হয়েছে?

83. জামায়াতে ইসলামী শুধু জামায়াতের রুকনদের কাছেই নিজেদের বায়তুল মালে যাকাত আদায়ের দাবী জানিয়ে থাকে কেন?

84. অর্থ ভান্ডার বা ট্রেজারী এর ইসলামী পরিভাষা কি?

85. বস্তুত কোন কোন বিষয়ে লিপ্ত হওয়া আমাদের কাজের পন্থা নয়?

Post a Comment

0 Comments